আমি একজন ফ্রি-ল্যান্সার বলছি,আমিই বুঝি ফ্রিল্যান্সারদের কষ্ট “যখন আপনি পিটিসিতে ক্লিক করে এক ডলার উপার্জন করেন তখন অপমান করেন সারাদেশের ফ্রি-ল্যান্সারদের কস্টার্জিত উপার্জনকে”

আজকাল পিটিসি এতটাই জনপ্রিয় হয়েছে যে অলি-গলি,খাল-বিল,বনে জঙ্গলে,রাস্তা-ঘাটে এমনকি মঙ্গল গ্রহেও পিটিসির আড দেখা যায় । হায় রে বাঙ্গালী,কত সর্টকাট আজকাল বাহির করছশ তোরা !!! মরার ইচ্ছা থাকে তো কচু গাছের সাথে দড়ি দিয়া মর । ১০০ খানা কিলিক কইরা ১ ডলারে আজকাল মানুষ বিলগেটস হওয়ার সপ্ন দেখতাছে । আসলে সপ্ন দেখতেছে পিটিসি সাইটদের ফ্যানরা,আর বিলগেটস হচ্ছে এডমিনরা । সাইটগুলোর সাব-টাইটলটা একটু দেখেন “ World’s Largest Outsoucing Company” । ইংলিশটা বুঝতে একটু সমস্যা হবে আমি বাংলায় লেখতেছি “ ধনী হবার হর্সপাওয়ার গতির সাইনবোর্ডবিহীন কিলিকবাজ কম্পানি” ।

পাওয়ার প্লে ১

কি আর বলবো ভাইজানরা আজকাল কাউকে পিটিসি সম্পর্কে দুই-একখানা সচেতনতামূলক কথা বললে নিউটনের চতুর্থ সুত্র অনুসারে আমাকে ৫-১০ খানা নীতিমূলক বাণী শুনে আসতে হয় । চিন্তা করে দেখলাম আমাদের প্রবলেমটা আসলে কোথায় ? প্রবলেমটা হলো আমাদের শরিরের চামড়ায় । আপনি যখন পিটিসিতে একটা ক্লিক দেন আপনার চামড়ায় 3 Idiots সিনেমার শুরুতে যেরকম সিল দেওয়া হয় ঠিক সেইরকম একটা সিল দেওয়া হয় । প্রতিদিনে ১০০ ক্লিকে ১০০ খানা সিল । এভাবে সিল নিতে নিতে আমাদের শরিরের চামড়াগুলো আর মানুষের চামড়া নেই,হয়ে গেছে গন্ডারের চেয়েও দশগুন মোটা চামড়া । তাই আজ একটা নীতি কথা শুনলে আজকে না বুঝে ২-৩ দিন বছর পর আমরা বুঝতে পারি যে পিটিসি করা কতটা ভূল । আসলে চামড়াভেদ করে মগজে কথাটা পৌছতে একটু দেরী হয় ।

পাওয়ার প্লে ২

১০০ ক্লিকে ১ ডলার । এভাবে এক মাসে ইনকাম ৩০ ডলার বা প্রায় ২১০০-২৪০০ টাকা । কি লাভ হয় এতে । আপনার মত মেধাবী মুখ ঘরে বসে মূল্যবান আড়াই ঘন্টা পরিশ্রম করে মাত্র ১ ডলার ইনকাম,তাও আবার শুরুতে ৫০০০-৮০০০ টাকা চাদা দিয়ে । নিজেকে এতটা ছোটভাবতে লজ্জা করে না । একটু চেষ্টা করলে আপনিও পারেন আসল ফ্রি-ল্যান্সিং করে মাসে লাখ-লাখ টাকা রোজগার করতে । এর জন্য অবশ্য শুরুতে নিজেকে একটু ঝালিয়ে নিতে হবে । আপনি এখন যে ১০০ ক্লিক করছেন পিটিসি সাইটে তা না করে ১০০ বার ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে গুগলে সার্চ করে দেখুন তো,অনেক অনেক কিছু শিখতে পারবেন । এতে অবশ্য আপনার ইনকাম হবে না কিন্তু আপনাকে দক্ষ হতে সাহায্য করবে । অথবা যে আড়াইটা ঘন্টা আপনি পিটিসিতে ব্যয় করেন তা মূল্যবান কিছু টিউটোরিয়াল দেখতে ব্যয় করুন তো ! অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন । আমরা শিখতে শিখতে শিখাই । হয়তোবা আপনিও এভাবে শিখতে শিখতে হয়ে যেতে পারেন বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সার অর্থাৎ  কোটি কোটি মানুষের জন্য উদাহরন ! আর এভাবেই আপনি একদিন দক্ষ ফ্রিল্যান্সার !!!

ভার্চুয়াল ডাইলগ

একজন সফল ফ্রিল্যান্সারের সাথে একজন পিটিসি ফ্রিল্যান্সারের কথোপকথন দেখুনঃ

  • আসল ফ্রিল্যান্সারঃ           ভাইজান কেমন আছেন ?
  • পিটিসি ফ্রিল্যান্সারঃ            আরে ভাই ভালো না থাইক্যা উপায় আছে?
  • আসল ফ্রিল্যান্সারঃ            কেন ভাই আলাদিনের চেরাগ পাইলেন নাকি ?
  • পিটিসি ফ্রিল্যান্সারঃ            পাইছিইতো । আপনার মত অত কষ্ট করে ইনকাম করার কোন মানেই হয় না ।
  • আসল ফ্রিল্যান্সারঃ           কষ্টতো একটু হবেই । জানেন কাল একখান বাইক কিনলাম আমার নিজের টাকা দিয়া । কিজে খুশি লাগতাছে !!!
  • পিটিসি ফ্রিল্যান্সারঃ           খালি বাইইইইক !!! কালকেই তো দালালি করার লাইগ্যা এডমিনের কাছ থেকে একখান পক্ষিরাজ পাইলাম । এখন হাওয়ায় উড়তাছি !!! আহা কি আনন্দ   আনন্দ আকাশে বাতাসে !!!!!
  • আসল ফ্রিল্যান্সারঃ            কিন্তু ভাই আপনাদের ওয়েবসাইটতো ভূয়া ,ধরা খাইলে কি করবেন ?
  • পিটিসি ফ্রিল্যান্সারঃ            হা হা হা হা হা ,ওই জন্যইতো মঙ্গল গ্রহে অফিস বানাইছি । ধরা পড়লে  তল্পি-তল্পা নিয়ে পক্ষীরাজে উড়ে মঙ্গলগ্রহে চলে যাবো । কেউ ধরতে পারবো না ।

একখানা ভার্চুয়াল ডাইলগ থাইক্যাই বুঝিয়া লন আপনি কোন রিস্কে আছে ন । তাই এখনই সাবধান হোন । আর আসল ফ্রল্যান্সার হোন । নিজের যোগ্যতা আর নিজ কষ্টের টাকা দিয়ে কোন কিছু করা খুবই আনন্দের । আর ওগুলো পিটিসির কাছ থেকে দান নিয়ে কোন কিছু করলেও মণ থেকে শান্তি পাইবেন না । তাই আজই সাবধান হন ।

বিঃদ্রঃ  যারা যারা এতটুকু টিউন পড়েও পিটিসি করতে চাচ্ছেন তাদের জন্য পরের অংশটা না পড়াই ভালো ।

 

 

কিভাবে ল্যান্সারবাহিনীর সদস্য হবেন ( কিছু বুলেটপ্রুফ আইডিয়া ) –পূর্ন মান ৫০

গুগল সার্চঃ

আমার মনে হয় এটিই আত্তনির্ভলশীল মাধ্যম । প্রতিদিন ১০০ বার ফ্রিল্যান্সিং সম্পর্কে সার্চ করুন । সার্চ করবেন নিজের মত করেই । যা পাইবেন তা  সাথে সাথে পিডিএফ বা এইচটিএমএল    হিসেবে সেভ করে রাখুন । প্রতিদিন একবার চেক করে দেখুন,পাইলেও পাইতে পারেন অমূল্য রতন ।  এভাবে আপনি ফ্রিল্যান্সিং টিপস সম্পর্কিত অনেক ভালো ভালো ইংলিশ

ফেইসবুক গ্রুপঃ

ফেইসবুকের কিছু সক্রিয় গ্রুপের সদস্য হোন । নিজের প্রশ্ন,জিজ্ঞাসা,সমস্যা,আইডিয়া ইত্যাদি পোস্ট করুন । যা কমেন্ট পাবেন তা সাথে সাথে মনের নাল(বানান ভূল করি নাই) ফ্রেমে আবদ্ধ করে রাখুন । নিচে আপনার জন্য হারিকেন দিয়ে খুজে পাওয়া কিছু সক্রিয় গ্রুপের নাম দিলাম

কিছু টিউনঃ

টেকটিউনসে অনেক টিউন হয়েছে ফ্রি-ল্যান্সিং সম্পর্কে সেগুলো পড়ে দেখতে পারেন । এক্ষেত্রে প্রতিদিন ফ্রি-ল্যান্সিং,নির্বাচিত ক্যাটাগরিতে চোখ রাখা চাই চাই । খুজতে থাকুন ভালো টিউনগুলো আর ভালো লাগলে প্রিয়তে রাখুন বা সেভ করে রাখুন । সফলতা আসবেইইইইইইইইইইইইইইইইইই    ।

কিছু ই-বুকঃ

আপনারা যারা ফ্রিল্যান্সিং জানেন না । তাদের জন্য আছে বিকল্প রাস্তাও । আরিফুল ইসলাম শাওন ভাইয়ের ই-বুকটাও রাখতে পারেন হাতের নাগালে ।

ডাউনলোড

কিছু ভালো  ফ্রিল্যান্সারের সাথে সম্পর্ক রাখুনঃ

এক্ষেত্রে প্রফেশনালদের সাথে সম্পর্ক রাখুন,আইডিয়া,এক্সপেরিএন্স শেয়ার করুন । ফেইসবুকে সার্চ করতে পারেন ।তাছাড়া টেকটিউনসের  বড় বড় কিছু টিউনার ফ্রিল্যান্সিং এর  সাথে সম্পর্কযুক্ত । তাদের মধ্যে আমার কিছু প্রিয় টিউনারোও আছেন । নাম প্রকাশ করলাম না । তাদের কমেন্ট পেলে  আপনারাই বুঝিতে পারিবেন ।  দরকার পড়লে মাছের সাথেও সম্পর্ক রাখবেন (লাইনটির মানে বুঝলে কমেন্টে জানাবেন )

মোট কথাঃ

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ,পাইলেও পাইতে পারো অমূল্য রতন ।  এজন্য আয় রোজগারের অলিগলিতে চেইন টিউনটিতেও  ঠু মারতে পারেন।

কিছু কথা

টিউনখানা ছোটই করলাম । তাই বলে আবার কমেন্ট করার সময় কিপ্টামু করবেন না । যেমনঃ থ্যাঙ্কস,খারাপ লাগল এইরকম কমেন্ট দিবেন না কিন্তুক,কমেন্ট মাঝারি/বড় আকারের হওয়া চাই । টিউনটার শুরু থেকে শেষ  আমার লেখা । ভূল হলে ক্ষমা করবেন ।

ফেইসবুকে আমি

আমার অন্যান্য পোস্টঃ

বাকি অংশ পরবর্তী পর্বে

Level New

আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কথাগুলো খুবই যৌক্তিক ও মূল্যবান !

ধন্যবাদ তিসাদ ভাই , দোওয়া রাইছেন SEO শিখতে চিরুনী অভিযান এ নামছি , যেন সফল হতে পারে 😛

আপনার সাথে একমত, ভাল লাগলো।

ভাইজান টিউন টা টিটি তে এ বছরের সেরা……

    @রাব্বি: ভাইজান মিস্টেক হইয়া গেল । ভাবছিলাম টিউনটা কয়েকদিন পরে দিব । তাই অর্ধেক লিখে সেভ ড্রাফট এ ক্লিক করতে যেয়ে পাব্লিশ এ ক্লিক করে ফেলেছি । কমেন্টটার জন্য ধন্যবাদ ।

Level 0

🙂 অসাধারণ চিন্তা ভাবনা। তোমার মত করে যদি সবাই ভাবতো তবে আর কোন দু:খ থাকতো না। সামনে বাকি অংশ চাই

দরকার পড়লে মাছের সাথেও সম্পর্ক রাখবেন

হুঁ, এই মাছের আগায় একটা করাত/তলোয়ারও আছে। 😆

জোশ পোষ্ট! বিশেষ করে “একজন সফল ফ্রিল্যান্সারের সাথে একজন পিটিসি ফ্রিল্যান্সারের কথোপকথন” – পড়ে বড্ড হাসি পাচ্ছে ভাই! 😀

ভাইজান আপনার কথা ১০০% ঠিক।

হাহাহা কিলিকবাজের সাথে ফ্রীল্যান্সার এর কথোপকথন এ ব্যাপক মজা পাইসি।ভাল টিউন,বাকি অংশের অপেক্ষায় থাকলাম।

Level 2

শুধুমাত্র আপনার টিউনটিতে মন্তব্য করার জন্য লগিন করলাম। কি কমু ভাই। অনেক কাছের মানুষগুলোও ক্লিক ক্লিক এ কাজ করতেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি টিউন করার জন্য । আসলে আমরা আমাদের দেশের মানুষকে তথা তরুন সমাজকে ঠিকমত গড়ে তুলতে পাড়ছি না যেমন বলতে আমরা টাকা কামানোর জন্য আউটসোর্সিং এর আসল মানেটা বুঝাতে পাড়ছি না ফলে কিছু অসাদু লোক এটাকে পুজি করে পিটিসি নামক মারাত্তক ক্ষতিকর জালে তরুন সমাজকে নিয়ে যাচ্ছে।
আপনার এই টিউন আমাদের একটা ব্লগে পোষ্ট করলে অনেকে উপকৃত হত আপনাকে আমাদের ব্লগে আমন্ত্রন জানাচ্ছি http://www.techzonebd.com
আশা আপনি আমাদের হতাশ করবেন না ।
আবারো ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

    @টেকজোনবিডি: ধন্যবাদ । আর আমি শুধু টেকটিউনসে পোস্ট লিখি আর অন্যান্য ব্লগে লিখি না । যদিও আরেকটা ব্লগে দুইটা পোস্ট লিখে ছিলাম । আপনি চাইলে পোস্টটা নিয়মনীতি অনুসারে কপি-পেস্ট করিতে পারেন ।

Level 0

তুমি মিয়া আসলেই জটিল কথা বলছ.

ভাই জান আপনার সাথে আমিও একমত । কিন্তু সবাই তো এটা করছে আপনি টেকাবেন কি ভাবে ?
এটা এখন ভাইরাজে পরিনিত হয়েছে ।

Level 0

PTC chorom Fultu .Pay per click for .0001 cent . Can you believe it . Skylencer ,Dolencer …. All are useless.
I suggest people If you do not know Advanced work (SEO ,Webdesign , Photoshop ) try to learn something like this and Within this time you can work in microworkers , ejobber. But Advanced freelencing is the best .

ভাই অসাধারন টিউন । পড়লাম,শান্তি পাইলাম,মনটা ভরলো,দিল শান্তি পাইলো । ধন্যবাদ ।

হ ভাইজান আপনার টিউন পইড়্যা পিটিসি এবং ফ্রিল্যান্সার সম্বন্ধে অনেক কিছু শিখলাম !! হুনলাম আউটসোর্সিং এ নাকি ৪৩ হাজার বিলিয়ন ডলার পইড়্যা আছে (ফ্রিল্যান্সারদের বক্তৃতা মতে) !! এত্ত টাকাগুলা নাকি তারা দেওনের জায়গা পাইতাছে না !!

“হায় রে বাঙ্গালী,কত সর্টকাট আজকাল বাহির করছশ তোরা !!! মরার ইচ্ছা থাকে তো কচু গাছের সাথে দড়ি দিয়া মর।” – আপনার কথাখান আমার খুব পছন্দ হইছে ভাইজান । আগে শুনছিলাম যারা নাকি ফ্রিল্যান্সিং করে না তাদের দেশে ত্যাগ করা উচিত !! এবার হুনলাম নতুন ডায়লগ – যারা নাকি ফ্রিল্যান্সিং করে না তাদের গলায় দড়ি দিয়া মরা উচিত !!! দারুণ, অতি চমৎকার !! :mrgreen: :mrgreen: তাইলে আসেন ফ্রিল্যান্সাদের কাঁধে কাঁধ মিলাইয়্যা একসাথে আন্দোলনে নাইম্যা পড়ি আর ফ্রিল্যান্সিং করে ঘরে ঘরে বিল গেটস গইড়্যা তুলি !!! আর না হইলে গলায় দড়ি দিয়া মড়ি !!! :mrgreen: :mrgreen:

Level 0

“লিঙ্ক ডাস্টবিনে ফেলে দেওয়া হলো” Go this link and create an account wait few days and earn money.

“আজিমপুর গোরস্থানের সামনে থালা নিয়ে বসে আছি তোমারই অপেক্ষায়”

    @MJoynal: যদি জামাকাপড় পরে সন্মান নিয়ে থাকতে চান তাহলে এই ধরনের পিটিসি লিঙ্ক দেবেন না । মডারেটর না হলেও কমেন্ট মডারেট করতে জানি ।

    @MJoynal: “লিঙ্ক ডাস্টবিনে ফেলে দেওয়া হলো” এইটুকু আমি মডারেট করছি । কিন্তু
    “আজিমপুর গোরস্থানের সামনে থালা নিয়ে বসে” এইটা যিনি মডারেট করলেন তারে একটা পাপ্পি দেওনের ইচ্ছা করতাছে ।

Level 0

খুবই গুরুত্বপূর্ন একটি পোষ্ট। ভাইজান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবাইকে আপনার মত চিন্ত করার তৌফিক যেন আল্লাহতায়ালা দেন।

    @aktar01745: ধন্যবাদ ভাই । ইনকাম করলে নিজের যোগ্যতায় করবো । এইসব ক্লিক করে নিজের মেধাকে অপব্যাবহার করে নয় ।

পোষ্টে দুই ভিখারীর কথোপকথোন নিয়া মজা পাইছি …. এবার সাংঘাতিক মজা পাইলাম দুই ভিখারীর আজিমপুরের গোরস্থান দখল নিয়া !!! :mrgreen: :mrgreen: এবার বুঝলাম ভিক্ষুকদের মাঝেও পদশ্রেণী আছে !!! :mrgreen: :mrgreen:

!! What a prensentation, Outstanding, Thanks.

ভাই জান আমি আমার ছবি দিতে চাই । কি ভাবে করবো ?

জোশ পোষ্ট!

hlw vaiera,
ame” http://www.microworkers.com” a account khulsi but kaj bujtesina. please aktu help koren na vai.
keu jodi atey kaj koren please shara den r help koren.
doa kore kaj ta bujhay den, r jodi paren screen shot dileo bujhe nite parbo

Level 0

vai post ta to josh hoyce tar ceye comment gulo maratok

🙂

যতই পড়ছি আর অবাক হচ্ছি ভাইয়া ! চালিয়ে যাও !

পড়লাম, শুরু করব ভাবতাম। পরে হয়ে উঠল না। আবার ল্যাপটপ কেনার পর পুরোদমে শুরু করব। থ্যাঙ্কস

    @দিহান: ধন্যবাদ ভাই । আপনি কিন্তু আমার প্রিয় টিউনারদের মধ্যে অন্যতম ।

      @মোঃ আসেফ হাবীব তিসাদ: ধন্যবাদ। এত সম্মান যখন দিলেন একটা আবদার করি। ওডেস্কে একজন বকলম কিভাবে কাজ শুরু করতে পারে সেটার A to Z একটা ধারনা পাওয়া যাবে এমন কোন লেখার লিঙ্ক জানাবেন?

        হুম ভাই বুঝিলাম আপনার কি প্রয়োজন । চিরনী অভিজান চালাইয়া এইডা পাইলাম । A-Z না হইলেও মোটামুটি । আরো লাগলে গুগলে “ওডেস্ক মার্কেটপ্লেস টিউটোরিয়াল” এইরকম লিখে সার্চ দেন আরও পাবেন । আমি ইদানিং একটু বিজি আছি । কলেজে ভর্তির ফরম তুলিতে হইতেছে । ধন্যবাদ ।

ধন্যবাদ,আপনার জণ্য দোয়া কইরেন ।

Level 0

ভাই এদের সাথে কথা বলে লাভ নাই। বলদ বাঙালী নিজের টাকা খরচ করে ঠকে মজা পায়। ১ বার DoLancer এ ধরা খায় আবার GuLancer এ যেয়ে গু খায়।

khuby sundor likhechen kintu kaouke PTC zara kore oderke ki evabe aghat na kore buzhaty bolle valo hoto.

Level 0

ওরে জাক্কাস হইসে রে।
উম্ম্ম্মাহহহহহহহহহহহহহহহহহহহহহ :p

ভাই টিউন টি ভাল লাগলো কিন্তু বিরক্ত লাগলো কিভাবে কমেন্ট করতে হবে টা পরে। ভাল লাগলে ‘থ্যাংকস’ এই একটা কথাই কিন্তু যথেষ্ট।

Level 0

তোমার লেখার প্রশাংসা না করে উপায় নেই।ভাল থেকো। দোয়া কোর।

@লুলীয় ব্লগার: কি করবেন ভাই । এই ক্লিক পার্টিদের আজকাল এত সাহস হইয়্যা গেছে যে এই পোস্ট পইড়াও শেষে পিটিসির লিঙ্ক দেয় ।