আজকাল পিটিসি এতটাই জনপ্রিয় হয়েছে যে অলি-গলি,খাল-বিল,বনে জঙ্গলে,রাস্তা-ঘাটে এমনকি মঙ্গল গ্রহেও পিটিসির আড দেখা যায় । হায় রে বাঙ্গালী,কত সর্টকাট আজকাল বাহির করছশ তোরা !!! মরার ইচ্ছা থাকে তো কচু গাছের সাথে দড়ি দিয়া মর । ১০০ খানা কিলিক কইরা ১ ডলারে আজকাল মানুষ বিলগেটস হওয়ার সপ্ন দেখতাছে । আসলে সপ্ন দেখতেছে পিটিসি সাইটদের ফ্যানরা,আর বিলগেটস হচ্ছে এডমিনরা । সাইটগুলোর সাব-টাইটলটা একটু দেখেন “ World’s Largest Outsoucing Company” । ইংলিশটা বুঝতে একটু সমস্যা হবে আমি বাংলায় লেখতেছি “ ধনী হবার হর্সপাওয়ার গতির সাইনবোর্ডবিহীন কিলিকবাজ কম্পানি” ।
কি আর বলবো ভাইজানরা আজকাল কাউকে পিটিসি সম্পর্কে দুই-একখানা সচেতনতামূলক কথা বললে নিউটনের চতুর্থ সুত্র অনুসারে আমাকে ৫-১০ খানা নীতিমূলক বাণী শুনে আসতে হয় । চিন্তা করে দেখলাম আমাদের প্রবলেমটা আসলে কোথায় ? প্রবলেমটা হলো আমাদের শরিরের চামড়ায় । আপনি যখন পিটিসিতে একটা ক্লিক দেন আপনার চামড়ায় 3 Idiots সিনেমার শুরুতে যেরকম সিল দেওয়া হয় ঠিক সেইরকম একটা সিল দেওয়া হয় । প্রতিদিনে ১০০ ক্লিকে ১০০ খানা সিল । এভাবে সিল নিতে নিতে আমাদের শরিরের চামড়াগুলো আর মানুষের চামড়া নেই,হয়ে গেছে গন্ডারের চেয়েও দশগুন মোটা চামড়া । তাই আজ একটা নীতি কথা শুনলে আজকে না বুঝে ২-৩ দিন বছর পর আমরা বুঝতে পারি যে পিটিসি করা কতটা ভূল । আসলে চামড়াভেদ করে মগজে কথাটা পৌছতে একটু দেরী হয় ।
১০০ ক্লিকে ১ ডলার । এভাবে এক মাসে ইনকাম ৩০ ডলার বা প্রায় ২১০০-২৪০০ টাকা । কি লাভ হয় এতে । আপনার মত মেধাবী মুখ ঘরে বসে মূল্যবান আড়াই ঘন্টা পরিশ্রম করে মাত্র ১ ডলার ইনকাম,তাও আবার শুরুতে ৫০০০-৮০০০ টাকা চাদা দিয়ে । নিজেকে এতটা ছোটভাবতে লজ্জা করে না । একটু চেষ্টা করলে আপনিও পারেন আসল ফ্রি-ল্যান্সিং করে মাসে লাখ-লাখ টাকা রোজগার করতে । এর জন্য অবশ্য শুরুতে নিজেকে একটু ঝালিয়ে নিতে হবে । আপনি এখন যে ১০০ ক্লিক করছেন পিটিসি সাইটে তা না করে ১০০ বার ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে গুগলে সার্চ করে দেখুন তো,অনেক অনেক কিছু শিখতে পারবেন । এতে অবশ্য আপনার ইনকাম হবে না কিন্তু আপনাকে দক্ষ হতে সাহায্য করবে । অথবা যে আড়াইটা ঘন্টা আপনি পিটিসিতে ব্যয় করেন তা মূল্যবান কিছু টিউটোরিয়াল দেখতে ব্যয় করুন তো ! অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন । আমরা শিখতে শিখতে শিখাই । হয়তোবা আপনিও এভাবে শিখতে শিখতে হয়ে যেতে পারেন বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সার অর্থাৎ কোটি কোটি মানুষের জন্য উদাহরন ! আর এভাবেই আপনি একদিন দক্ষ ফ্রিল্যান্সার !!!
একজন সফল ফ্রিল্যান্সারের সাথে একজন পিটিসি ফ্রিল্যান্সারের কথোপকথন দেখুনঃ
একখানা ভার্চুয়াল ডাইলগ থাইক্যাই বুঝিয়া লন আপনি কোন রিস্কে আছে ন । তাই এখনই সাবধান হোন । আর আসল ফ্রল্যান্সার হোন । নিজের যোগ্যতা আর নিজ কষ্টের টাকা দিয়ে কোন কিছু করা খুবই আনন্দের । আর ওগুলো পিটিসির কাছ থেকে দান নিয়ে কোন কিছু করলেও মণ থেকে শান্তি পাইবেন না । তাই আজই সাবধান হন ।
বিঃদ্রঃ যারা যারা এতটুকু টিউন পড়েও পিটিসি করতে চাচ্ছেন তাদের জন্য পরের অংশটা না পড়াই ভালো ।
আমার মনে হয় এটিই আত্তনির্ভলশীল মাধ্যম । প্রতিদিন ১০০ বার ফ্রিল্যান্সিং সম্পর্কে সার্চ করুন । সার্চ করবেন নিজের মত করেই । যা পাইবেন তা সাথে সাথে পিডিএফ বা এইচটিএমএল হিসেবে সেভ করে রাখুন । প্রতিদিন একবার চেক করে দেখুন,পাইলেও পাইতে পারেন অমূল্য রতন । এভাবে আপনি ফ্রিল্যান্সিং টিপস সম্পর্কিত অনেক ভালো ভালো ইংলিশ
ফেইসবুকের কিছু সক্রিয় গ্রুপের সদস্য হোন । নিজের প্রশ্ন,জিজ্ঞাসা,সমস্যা,আইডিয়া ইত্যাদি পোস্ট করুন । যা কমেন্ট পাবেন তা সাথে সাথে মনের নাল(বানান ভূল করি নাই) ফ্রেমে আবদ্ধ করে রাখুন । নিচে আপনার জন্য হারিকেন দিয়ে খুজে পাওয়া কিছু সক্রিয় গ্রুপের নাম দিলাম
টেকটিউনসে অনেক টিউন হয়েছে ফ্রি-ল্যান্সিং সম্পর্কে সেগুলো পড়ে দেখতে পারেন । এক্ষেত্রে প্রতিদিন ফ্রি-ল্যান্সিং,নির্বাচিত ক্যাটাগরিতে চোখ রাখা চাই চাই । খুজতে থাকুন ভালো টিউনগুলো আর ভালো লাগলে প্রিয়তে রাখুন বা সেভ করে রাখুন । সফলতা আসবেইইইইইইইইইইইইইইইইইই ।
আপনারা যারা ফ্রিল্যান্সিং জানেন না । তাদের জন্য আছে বিকল্প রাস্তাও । আরিফুল ইসলাম শাওন ভাইয়ের ই-বুকটাও রাখতে পারেন হাতের নাগালে ।
এক্ষেত্রে প্রফেশনালদের সাথে সম্পর্ক রাখুন,আইডিয়া,এক্সপেরিএন্স শেয়ার করুন । ফেইসবুকে সার্চ করতে পারেন ।তাছাড়া টেকটিউনসের বড় বড় কিছু টিউনার ফ্রিল্যান্সিং এর সাথে সম্পর্কযুক্ত । তাদের মধ্যে আমার কিছু প্রিয় টিউনারোও আছেন । নাম প্রকাশ করলাম না । তাদের কমেন্ট পেলে আপনারাই বুঝিতে পারিবেন । দরকার পড়লে মাছের সাথেও সম্পর্ক রাখবেন (লাইনটির মানে বুঝলে কমেন্টে জানাবেন )
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই ,পাইলেও পাইতে পারো অমূল্য রতন । এজন্য আয় রোজগারের অলিগলিতে চেইন টিউনটিতেও ঠু মারতে পারেন।
কিছু কথা
টিউনখানা ছোটই করলাম । তাই বলে আবার কমেন্ট করার সময় কিপ্টামু করবেন না । যেমনঃ থ্যাঙ্কস,খারাপ লাগল এইরকম কমেন্ট দিবেন না কিন্তুক,কমেন্ট মাঝারি/বড় আকারের হওয়া চাই । টিউনটার শুরু থেকে শেষ আমার লেখা । ভূল হলে ক্ষমা করবেন ।
বাকি অংশ পরবর্তী পর্বে
আমি মোঃ আসেফ হাবীব তিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 325 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কথাগুলো খুবই যৌক্তিক ও মূল্যবান !
ধন্যবাদ তিসাদ ভাই , দোওয়া রাইছেন SEO শিখতে চিরুনী অভিযান এ নামছি , যেন সফল হতে পারে 😛