“অনুসরন ভালো অনুকরন ভালো নয়”
অনেক দিন ব্লগে আসি নি কিন্তু টেকটিউন্স সহ আজকে বেশ কিছু ব্লগে ভিজিট করি আর তখনই কিছু ব্লগের ফ্রন্ট দেখে অবাক হলাম,মানুষ কিভাবে এতটা ডুপ্লিকেট করতে পারে।
যেহেতু বাংলাদেশে ব্লগ বানানোর প্লান করে ব্লগের নামে নির্বাচন আগেই ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো এটা চিন্তা করা হয় সেখানে একই ধরনের টেমপ্লেট ইউজ করবো এটাও ভাবা কঠিন কিছু না।
নিচের টা দেখুন:
comillait.com
এটাও দেখুন,বোনাস:
pchelpline24.com
সম্ভবত অনেকেরই ডিজাইন গুলোর মধ্যে টুকিটাকি মিল থাকতে পারে,কারন ব্লগ গুলোর ফিচার প্রায় একই ধরনের,কিন্তু কেউ যদি টেকটিউন্স কেই হুবহু কপি করে বানায় তাহলে কেমন লাগে।
আচ্ছা বুঝলাম আপনি টেকটিউন্স এর ব্যাবহার করা থীমস টা অনলাইনে পেয়েছেন আর ইউজ করছেন,কিন্তু টেকটিউন্স হ্যাক হবার পর তাদের নতুন দেয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ টাও আপনাকে কপি করতে হবে ?
ছি: যাদের গুগল থেকে খুজে একটা ইমেজ বের করার সময় নেই তারা ব্লগ বানায় কেন ?
টেকটিউন্সে আপনি নিয়মিত ভিজিট করেন,আপনার যদি টেকটিউন্সের জন্য সামান্যতম ভালোবাসা থেকে থাকে তাহলে আশা করি আপনি নিজের সমস্যাগুলো সমাধান করবেন।
মনে রাখবেন,মসজিদের ইমামের মত লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে হাটলেই সবাই ইমাম সাহেব হয় না।
আপনার ব্লগের কুইজে নাকি “সাবান” উপহার দিচ্ছেন ? তো আপনার মনে একটু সেই সাবান দিয়ে ঘষা দিন,দেখবেন মনে আর এসব কু-চিন্তা মাথায় আসবে না।
আমি একজন পূরোনা ব্লগার,আমি প্রচুর বাংলা ব্লগ পড়ি,যেমন:টেকটিউন্স,টিউটোরিয়াল বিডি,টেকটুইট্স,টিউনার পেইজ,সামু সহ আরো অনেক।
আমি সবসময় ব্লগ গুলোতে নতুন নতুন কনসেপ্ট খুজি,,নতুন নতুন লেখা খুজি,কে কি বিষয়ে লিখছে তা থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি,কোন ব্লগে নতুন নতুন কি সুবিদা পাচ্ছে ব্লগার রা তা দেথে আমার নিজের ব্লগ লেখার ইচ্ছাকে জাগিয়ে তুলি।
কয়দিন ব্লগ লিখে মুখ পরিচিত হলাম আর ২দিন পর নিজেই একটা ব্লগ বানাবো এই চিন্তা যাদের মাথায় আছে তাদের বলছি,ব্লগ বানিয়ে এডমিন হতে পারবেন ,কিন্তু ভালো ব্লগার না।
অনেকে আজকাল ব্লগে পোস্ট দিলে নাকী সাবান,তৈল,পেন্সিল,এসব উপহার পাঠায়,কেন ভাই আমাদের গায়ে কি ব্লগ লিখে লিখে ঝামা বসে গেছে ?
দিবেন যখন ইদুর মারার ওষুদ কিনা দেন যা খেয়ে আমরা খাইয়া চিতপটাং হইয়া যাব,আমাদের মত ব্লগার বাইছা তাকার দরকার নাই,কারন আমাদের দাম এখন বাংলা সাবানের চেয়েও সস্তা।
ব্লগার দের জন্য প্রযুক্তি কুইজের আয়োজন করুন,যার ইচ্ছে যে কুইজে অংশ নিবে,উপহারের ব্যাবস্থাও ভালো উদ্যোগ,এতে কারো কিছু বলার নেই,কেননা কুইজের মাঝে অনেক কঠিন প্রশ্নের ও সহজ সমাধান পাওয়া যাবে।
এখন আর বাংলা ব্লগে আসার মত মানষিকতা নেই ,কেননা মাস শেষে সাবান পাবার আসায় হকার,টোকাই রাও এখন ব্লগে ডুকে গেছেন
তাই একই লেখাকে কেটেকুটে কয়েকজনে পোস্ট করে, এক কথায় মানসম্মত পোস্ট দিন দিন কমেই যাচ্ছে।
সম্প্রতি কিছু এডমিন রা তাদের ব্লগে কমেন্ট করলে চকলেট,আইসক্রিম কুরিয়ার করে পাঠাচ্ছেন।
আপনার যদি এতই উপহার দেবার ইচ্ছে থাকে তবে ভালো মানের কুইজের আয়োজন করুন,সবাই নিজেকে পরীক্ষা করতে কুইজে অংশ নিবে,কিন্তু ফেরীওয়ালার মত পোস্ট লিখলে ২০০ টাকা ২০০ টাকা কলে চিল্লানোর কোন মানে নেই।
আচ্ছা কিছু ছেলে নেট বিল জমাতে না হয় টাকার আশায় আপনার ব্লগে পোস্ট লিখছে,তাই বলে তার মেধার দাম আপনার কাছে ১০ টাকা ?কেননা হিসেব করলে দেখা যায় তার প্রতিটি পোস্টের দাম আপনার কাছে ১০ টাকাই পড়ে।
তো আপনার মাঝে আর পিটিসি(মলম পার্টির)মাঝে পার্থক্য কোথায় ?
এখন কোথাও আর পোস্ট লিখতে মন চায় না,কারন আমরা পোস্ট দিলেও অনেকে মনে করে আমরাও তেল সাবানের আশায় পোস্ট করি,কি করার আমরা তো ভাই পরিস্থিতির শিকার।
যারা ২০ মিনিট ব্যায় করে ব্লগের নীতিমালা লিখতে পারেন না তাদের ব্লগ বানানো কতটা জরুরী ?
দেখুন তো নীতিমালা টা একই কিনা
নিচের টা দেখুন
যারা জানেন না তাদের বলছি,বাংলা ব্লগ মানে একটা বিপ্লব,প্রযুক্তির মিছিল-আর সেই মিছিলের একজন লড়াকু সৈনিক আপনি ।
[যদি কেউ মনে করেন আমি কাউকে হেয় করার জন্য পোস্ট করেছি তাহলে আমার কিছু বলার নেই,আমি কপি পেস্ট পছন্ধ করি না,আর আমি যেহেতু ব্লগার তাই নিজের মান বজায় রাখা এবং সকল ব্লগারের মান বজায় রাখাও আমার নৈতিক দায়িত্ব।]
সর্বশেষ যা বলতে চাই
“আমরা ব্লগার,সেলস ম্যান নই-তেল সাবান দিয়ে আমাদের মেধা কেনা যাবে না”
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
darun post…