আসসালামুয়ালাইকুম।আমার কাছে একটা বই আছে - গণিতের I.Q নিয়ে। তাই মনে হল আপনাদের সাথে শেয়ার করি।
গণিতের I.Q:
১।( এটা বর্গ নিয়ে যা আমার নিজের বানানো) আপনাকে বলতে হবে যে নিচে কয়টি বর্গ ঘর আছে।
২।বলুনতো নিচে ?? এর জায়গায় কত হবে?
৩।সমান্তরাল সরলরেখাগুলোর ২ প্রান্তে আছে ২টি সংখ্যা আছে কান্তু একটার এক প্রান্তে নেই।কত হবে??
৪। ৪টা পাহারের ৩টাতে সংখ্যা আছে।১টাতে নেই।কত হবে সেখানে?
৫।নিচের ৩টি কাপের সংখ্যা লক্ষ্য করুন।এবার ৩নং কাপের শূন্যস্থানের সংখ্যাটা বলুনতো!
৬।একটু ভালভাবে লক্ষ্য করুন,তারপর বলুন সংখ্যাটি কত হবে।
৭।শেষের বৃত্তে কত হবে??????
৮।শেষ প্রশ্ন!৩টা বর্গ ভাল ভাবে দেখুন।এবার বলুন ৩নং বর্গের শূন্যস্থানে কত হবে।
উত্তর:
১।আমি নিজেই গুনে শেষ করতে পারিনি।পারলে জানাবেন
২।৩৭ হবে।কারন,একটি থেকে অপরটি ৫ বেশি।
৩।নিচের সংখ্যাগুলোর ঘন এর সাথে ৩ যোগ।[২x২x২+৩=১১]
৪।২৪।বুঝে নিন দেখি।
৫।৬।অর্থাৎ:১৩x৫/৩=৬।
৬।১২x১২=১৪৪।
৭।৩ একবারে নিচে নিয়ে যান।এরপর সাজান।
৮।২১x২/৭=৬।
>:না বুঝলে জানাবেন!!!
-----------------------------------------------।।।আল্লাহ হাফেজ।।।----------------------------------------------------
আমি Logical Network। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে কিছু জানতে চাই,অপরকেও জানাতে চাই।
no.1 -30
no.2 -37
no.4 -24
no.6 – 144
7 no ta bujhinai….