চোখের ইশারাতেই চলছে কম্পিউটার । মাউস হাতে ধরার কোন দরকারই নেই । মাইক্রোসফট ইমেজিন কাপের ফাইনাল পর্বের এমনই ১০টি প্রকল্প নিয়ে প্রদশর্নী হয়ে গেলো আজ । ধানমন্ডির দৃক গ্যালারী দিনব্যাপি এই প্রদর্শনীর আয়োজন করে মাইক্রোসফট ।
গনমান্য ব্যাক্তিত্বসহ বিভিন্ন বয়সের প্রযুক্তিপ্রেমীদের আকর্ষন করে এই প্রদর্শনী । সকাল ৯টা থেকে বিকাল ৫টা পূর্যন্ত চলা এই আয়োজনে পুরো সময়ই ছিল দর্শকদের ভীড় । ইমেজিন কাপ ২০১২-এর ফাইনালে থাকা ১০টি দল তাদের প্রজেক্টের খুটিনাটি তুলে ধরেন দর্শকদের কাছে । গতবারের পপুলার চয়েস আওয়ার্ড জয়ী টিম রেপচার (Rapture)ও ছিল প্রতিযোগিদের মনোবল বাড়িয়ে দিতে ।
কথা হয় মাইক্রোসফটের ডেভলপার ইভানজেলিস্ট অমি আজাদের সাথে । প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তিনি শেয়ার করেন টেকটিউনসের সাথে । তিনি বলেন
এইবারের প্রজেক্টগুলো অনেক পরিপক্ক । আমাদের ইচ্ছা ছিল ওদের ভালো করে গাইড করা, ব্রেইনস্ট্রমিং করানো, ম্যাচিউর করা । সেক্ষেত্রে আমরা বলবো আমরা সফল । এইবারের তিন-চারটা প্রজেক্ট খুবই ভালো । ওরা যদি আরেকটু ভালো কাজ করতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু হবে । এখানে কিছু ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে । যেমন: কৃষি, ডিজাস্টার কনট্রোল, হিউমেন-মেশিন ইন্টারেকশন নিয়ে কাজ হচ্ছে । আসছে ৪ ও ৫ তারিখের ফাইনালে দেশের বিভিন্ন টপ মিডিয়া, টেক, কর্পোরেট, ইন্ডাসট্রি জাজদের মতামতের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে । সেখানে ভালো করতে হলে মূল প্রজেক্টের পাশাপাশি প্রজেক্টের প্রজেন্টেশনও ভালো হতে হবে ।
মাইক্রোসফটের বিশ্বব্যাপী এই আয়োজনের বাংলাদেশ পর্বের বিজয়ী দল অংশ নিবে অস্ট্রেলিয়ায় আয়োজন হতে যাওয়া মূল পর্বে । ইভেন্টের স্পন্সর দোয়েল ও জিপিআইটি । অফিসিয়াল পার্টনার হিসেবে আছে টেকটিউনস ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
বাংলাদেশ টিমের জন্য শুভ কমনা রইল !!