ইমেজিন কাপ ২০১২ প্রজেক্ট প্রদর্শনী: দেশের সেরা হবার লড়াই

আরও আপডেট


চোখের ইশারাতেই চলছে কম্পিউটার । মাউস হাতে ধরার কোন দরকারই নেই । মাইক্রোসফট ইমেজিন কাপের ফাইনাল পর্বের এমনই ১০টি প্রকল্প নিয়ে প্রদশর্নী হয়ে গেলো আজ । ধানমন্ডির দৃক গ্যালারী দিনব্যাপি এই প্রদর্শনীর আয়োজন করে মাইক্রোসফট ।

গনমান্য ব্যাক্তিত্বসহ বিভিন্ন বয়সের প্রযুক্তিপ্রেমীদের আকর্ষন করে এই প্রদর্শনী । সকাল ৯টা থেকে বিকাল ৫টা পূর্যন্ত চলা এই আয়োজনে পুরো সময়ই ছিল দর্শকদের ভীড় । ইমেজিন কাপ ২০১২-এর ফাইনালে থাকা ১০টি দল তাদের প্রজেক্টের খুটিনাটি তুলে ধরেন দর্শকদের কাছে । গতবারের পপুলার চয়েস আওয়ার্ড জয়ী টিম রেপচার (Rapture)ও ছিল প্রতিযোগিদের মনোবল বাড়িয়ে দিতে ।

কথা হয় মাইক্রোসফটের ডেভলপার ইভানজেলিস্ট অমি আজাদের সাথে । প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তিনি শেয়ার করেন টেকটিউনসের সাথে । তিনি বলেন

এইবারের প্রজেক্টগুলো অনেক পরিপক্ক । আমাদের ইচ্ছা ছিল ওদের ভালো করে গাইড করা, ব্রেইনস্ট্রমিং করানো, ম্যাচিউর করা । সেক্ষেত্রে আমরা বলবো আমরা সফল । এইবারের তিন-চারটা প্রজেক্ট খুবই ভালো । ওরা যদি আরেকটু ভালো কাজ করতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু হবে । এখানে কিছু ওয়ার্ল্ড ক্লাস কাজ হচ্ছে । যেমন: কৃষি, ডিজাস্টার কনট্রোল, হিউমেন-মেশিন ইন্টারেকশন নিয়ে কাজ হচ্ছে । আসছে ৪ ও ৫ তারিখের ফাইনালে দেশের বিভিন্ন টপ মিডিয়া, টেক, কর্পোরেট, ইন্ডাসট্রি জাজদের মতামতের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে । সেখানে ভালো করতে হলে মূল প্রজেক্টের পাশাপাশি প্রজেক্টের প্রজেন্টেশনও ভালো হতে হবে ।

মাইক্রোসফটের বিশ্বব্যাপী এই আয়োজনের বাংলাদেশ পর্বের বিজয়ী দল অংশ নিবে অস্ট্রেলিয়ায় আয়োজন হতে যাওয়া মূল পর্বে । ইভেন্টের স্পন্সর দোয়েল ও জিপিআইটি । অফিসিয়াল পার্টনার হিসেবে আছে টেকটিউনস ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশ টিমের জন্য শুভ কমনা রইল !!

Level 0

Thank you Bangladesh cricket team for nice play of this match.dear tech tunes all user please tell me how can i get search engine optimization work.The oil price I have lot of experience about search engine optimization but i have on work about it.

আরিফ ভাইয়া, আপনার ফোন নম্বর আর ইমেইল অ্যাড্রেসটা একটু আমার ইমেইলে পাঠিয়ে দিয়েন কষ্ট করে। একটা অনুষ্ঠান করতে যাচ্ছি যেখানে ব্লগারদের মিটআপ হবে। আশা করি আপনি আসবেন এবং ভালো লাগবে। নতুন একটা ব্লগের উদ্বোধনী অনুষ্ঠান। বিস্তারিত ফোনেই জানাবো।