টেকটিউনস এর সাথে আছি প্রায়৩বছর।এইটা আমার প্রথম পোস্ট।দেখা যায় আমি কোন কিছু নিয়ে পোস্ট করার চিন্তা করলে আমার আগেই কেউ টিউন করে দেয়। আমরা অনেকেই এই পোস্টটি ফেসবুকে দেখে থাকতে পারি।কিন্তু এইটি সর্বাধিক visit করা বাংলা টেক-ব্লগ এবং একই সাথে আমদের অনেকের ভালবাসার জায়গা,তাই এখানে এই পোস্ট দেয়া।আমাদের অনেকেরই ল্যাপটপ আছে। আমি অনেক কেই দেখি বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান !দেখবেন খেয়াল করে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।যাদের এরকম অভ্যাস তাদের কে সাবধান করছি , এমন বিপদ এর সম্মুখীন হওয়ার আগে সাবধান হয়ে যান । পোস্ট টি শেয়ার করে অন্যদেরকে সাবধান করে দিন 🙂
আমাদের মতই এরকম অভ্যাস ছিল এই ছেলেটির।এই পরিবার তাদের ২৫ বছরের একমাত্র সন্তান কে অকালেই হারালেন !
তাদের এক মাত্র ছেলে এম বি এ কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছে , বুড়ো বাবা মহা খুশি , একসাথে নাস্তা করল , ছেলে বলল '' বাবা আমি হোস্টেল এ যেয়ে আমার বাকি জিনিষ নিয়ে আসি ''
বাবা বললেন: তোমার মা বাজারে গিয়েছে , তার সাথে দেখা করে তার পর যেয়ো ,
আমিও একটু বাহিরে যাব , তুমি বাসায় থাক ,''
এই বলে বাবাও চলে গেলেন ,
ঘণ্টা খানেক পর মা বাবা যখন বাসায় ফিরলেন , দেখলেন তাদের ঘরের সামনে দমকল বাহিনী , আগুন নিভাচ্ছে , পাশে এ্যাম্বুলেন্স এ তাদের ছেলের লাশ !
প্রতিবেশীরা জানাল , হঠাৎ আগুন দেখে আমরা ৯১১ এ ফোন করেছি ,
দমকল বাহিনী প্রধান জানাল , আপনার ছেলে ল্যাপটপ অন্ করে গোসল করতে গিয়েছিল , ল্যাপটপ ছিল বিছানার উপরে ,বিছানার উপর থাকার কারণে গরম বাতাস বের না হতে পেরে চাদর গরম হয় ও এক পর্যায়ে আগুন ধরে যায় ! ''
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি জন্য এই রি-পোস্ট।
সেই আগুনে পোড়া ল্যাপটপ...
কিন্তু এখন তোহ বলতে পারেন,"নাহ!যত যাই ঘটুক এ জীবন থাকতে ল্যাপটপ ল্যাপ(কোল) ছাড়া ব্যাবহার করুম নাহ...:পি"
আমার মাথায় আপাতত কয়েকটা উপায়/idea এসেছে এ বিপদ থেকে বাঁচবার...
১.ল্যাপটপ কুলার ব্যাবহার করুন,বিছানায় রাখলে অবশ্যই-যে কোন কম্পিউটার বিক্রি করে এমন দোকানে পাবেন।মার্কেট price-৮০০-৩০০০ টাকা খুব সম্ভবত।এর বেশিও হতে পারে।
***কুলারটা আবার যেন কোন কারণে বন্ধ না হয়ে যায় সে দিকে খেয়াল রাখবেন অবশ্যই।
২.কুলার না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উঁচু করে দিন যেন ল্যাপটপ এর built in fan ঠিকমত কাজ করে ল্যাপটপটা ঠাণ্ডা রাখতে পারে-এইটা আমার আব্বুর কাছ থেকে শেখা।
***লক্ষ্য রাখবেন,বেশি মোটা না হয় যেন।খাতার মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে ২ই দিকেই দিলে best হবে,তা না হলে আবার বেঁকা হয়ে থাকায় hard disk,DVD-ROM এবং fan এ সমস্যা হতে পারে।দেখবেন ঘরর…ঘরর…করে শব্দ হবে।
৩.লক্ষ্য রাখবেন,কখনই যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়। ***যেভাবেই রাখুন না কেন খেয়াল রাখবেন যেন ফ্যানটা যেন আটকা না পরে।
৪.***ভুলেও কোন প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।
৫.***মনের ভুলেও সারারাত চালু রাখবেন না,এমনকি sleep/hibernate মুডেও নাহ।দরকারে auto-shut-downer ব্যাবহার করুন।
৬.***idm/যে কোন downloader ব্যাবহার করলে অবশ্যই shutdown when download is finished অপশনটি ব্যাবহার করুন।
**এক্ষেত্রে idm5 build14 ব্যাবহার করুন।
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি জন্য এই রি-পোস্ট।
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।সাবধানে থাকুন,নিরাপদে থাকুন,অন্যদেরকে সাবধানে রাখুন,নিরাপদে রাখুন।
আমার প্রথম টিউন।কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না,যেন আপনাদেরকে আরও ভাল কিছু উপহার দিতে পারি,সবার উপকার করতে পারি।
****আপনারা যদি মনে করেন এই টিউনটি সবার উপকারে আসবে, তাহলে,চাইলে আপনারা এটিকে মনোনয়ীত করতে পারেন।
আমি সৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি এই বছর এইচ এস সি পরিক্ষা দিব।সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/Shoumik94?ref=tn_tnmn...
এত ভয়ংকর হতে পারে আগে ভাবিনি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।