ল্যাপটপ ব্যবহার করেন?দুর্ঘটনা ঘটার আগেই দেখে রাখুন,নিজেকে নিরাপদ রাখুন…(Updated with new tips and spelling correction)

টেকটিউনস এর সাথে আছি প্রায়৩বছর।এইটা আমার প্রথম পোস্ট।দেখা যায় আমি কোন কিছু নিয়ে পোস্ট করার চিন্তা করলে আমার আগেই কেউ টিউন করে দেয়। আমরা অনেকেই এই  পোস্টটি ফেসবুকে দেখে থাকতে পারি।কিন্তু এইটি  সর্বাধিক visit  করা বাংলা টেক-ব্লগ এবং একই সাথে আমদের অনেকের ভালবাসার জায়গা,তাই এখানে এই পোস্ট দেয়া।আমাদের অনেকেরই  ল্যাপটপ আছে। আমি অনেক কেই দেখি বিছানার উপর বা কম্বলের নিচে শুয়ে বসে ল্যাপটপ চালান !দেখবেন খেয়াল করে ল্যাপটপ অনেক গরম হয়ে যায়।যাদের এরকম অভ্যাস তাদের কে সাবধান করছি , এমন বিপদ এর সম্মুখীন হওয়ার আগে সাবধান হয়ে যান । পোস্ট টি শেয়ার করে অন্যদেরকে সাবধান করে দিন 🙂

আমাদের মতই এরকম অভ্যাস ছিল এই ছেলেটির।এই পরিবার তাদের ২৫ বছরের একমাত্র সন্তান কে অকালেই হারালেন !

তাদের এক মাত্র ছেলে এম বি এ কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছে , বুড়ো বাবা মহা খুশি , একসাথে নাস্তা করল , ছেলে বলল '' বাবা আমি হোস্টেল এ যেয়ে আমার বাকি জিনিষ নিয়ে আসি ''
বাবা বললেন: তোমার মা বাজারে গিয়েছে , তার সাথে দেখা করে তার পর যেয়ো ,
আমিও একটু বাহিরে যাব , তুমি বাসায় থাক ,''

এই বলে বাবাও চলে গেলেন ,

ঘণ্টা খানেক পর মা বাবা যখন বাসায় ফিরলেন , দেখলেন তাদের ঘরের সামনে দমকল বাহিনী , আগুন নিভাচ্ছে , পাশে এ্যাম্বুলেন্স এ তাদের ছেলের লাশ !
প্রতিবেশীরা জানাল , হঠাৎ আগুন দেখে আমরা ৯১১ এ ফোন করেছি ,
দমকল বাহিনী প্রধান জানাল , আপনার ছেলে ল্যাপটপ অন্ করে গোসল করতে গিয়েছিল , ল্যাপটপ ছিল বিছানার উপরে ,বিছানার উপর থাকার কারণে গরম বাতাস বের না হতে পেরে চাদর গরম হয় ও এক পর্যায়ে আগুন ধরে যায় ! ''

এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি জন্য এই রি-পোস্ট।

সেই আগুনে পোড়া ল্যাপটপ...

কিন্তু এখন তোহ বলতে পারেন,"নাহ!যত যাই ঘটুক এ জীবন থাকতে ল্যাপটপ ল্যাপ(কোল) ছাড়া ব্যাবহার করুম নাহ...:পি"

আমার মাথায় আপাতত কয়েকটা উপায়/idea এসেছে এ বিপদ থেকে বাঁচবার...

১.ল্যাপটপ কুলার ব্যাবহার করুন,বিছানায় রাখলে অবশ্যই-যে কোন কম্পিউটার বিক্রি করে এমন দোকানে পাবেন।মার্কেট price-৮০০-৩০০০ টাকা খুব সম্ভবত।এর বেশিও হতে পারে।
***কুলারটা আবার যেন কোন কারণে বন্ধ না হয়ে যায় সে দিকে খেয়াল রাখবেন অবশ্যই।

২.কুলার না থাকলে ল্যাপটপ এর পেছনের অংশের নিচে কোন খাতা বা বই রেখে পিছনের অংশটা উঁচু করে দিন যেন ল্যাপটপ এর built in fan ঠিকমত কাজ করে ল্যাপটপটা ঠাণ্ডা রাখতে পারে-এইটা আমার আব্বুর কাছ থেকে শেখা।
***লক্ষ্য রাখবেন,বেশি মোটা না হয় যেন।খাতার মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে ২ই দিকেই দিলে best হবে,তা না হলে আবার বেঁকা হয়ে থাকায় hard disk,DVD-ROM এবং fan এ সমস্যা হতে পারে।দেখবেন ঘরর…ঘরর…করে শব্দ হবে।

৩.লক্ষ্য রাখবেন,কখনই যেন ল্যাপটপ ও যেখানে রাখবেন সেই তলটি একেবারে মিশে না যায়। ***যেভাবেই রাখুন না কেন খেয়াল রাখবেন যেন ফ্যানটা যেন আটকা না পরে।

৪.***ভুলেও কোন প্লাস্টিক এর কাভার যেন এর নিচে না থাকে।

৫.***মনের ভুলেও সারারাত চালু রাখবেন না,এমনকি sleep/hibernate মুডেও নাহ।দরকারে auto-shut-downer ব্যাবহার করুন।

৬.***idm/যে কোন  downloader ব্যাবহার করলে অবশ্যই shutdown when download is finished অপশনটি ব্যাবহার করুন।
**এক্ষেত্রে idm5 build14 ব্যাবহার করুন।

এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি জন্য এই রি-পোস্ট।

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।সাবধানে থাকুন,নিরাপদে থাকুন,অন্যদেরকে সাবধানে রাখুন,নিরাপদে রাখুন।

আমার প্রথম টিউন।কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না,যেন আপনাদেরকে আরও ভাল কিছু উপহার দিতে পারি,সবার উপকার করতে পারি।

 

****আপনারা যদি মনে করেন এই টিউনটি সবার উপকারে আসবে, তাহলে,চাইলে আপনারা এটিকে মনোনয়ীত করতে পারেন।

Level 2

আমি সৌমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি এই বছর এইচ এস সি পরিক্ষা দিব।সবাই আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ। ফেসবুকে আমিঃhttps://www.facebook.com/Shoumik94?ref=tn_tnmn...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত ভয়ংকর হতে পারে আগে ভাবিনি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

শেয়ার করার জন্য ধন্যবাদ এখন থেকে সাবধানে থকতে হবে

    @রাশেদ: জী,একটু সাবধানতাই পারে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে…

ভাই ধন্যবাদ আপনাকে

আপ্নাকেও ধন্যবাদ কষ্ট করে পরার জন্য।ধন্যবাদ।

Level 0

ভাই বিছানায়ে উপর ল্যাপটপ নিয়ে কাজ করার সময়ে নিচে একটা মোটা বই জাতিও কিছু রাখলেই এ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়ে।

    @Munna: জী ভাই ঠিক ধরেছেন,তবে বেশি মোটা না হয় যেন।খাতার মত সাইজ হলেই চলবে।আবার সামনে পিছনে ২ই দিকেই দিলে best হবে,তা না হলে আবার বেঁকা হয়ে থাকায় harddisk,dvd-rom এবং fan এ সমস্যা হতে পারে।দেখবেন ঘরর…ঘরর…করে শব্দ হবে…ভালোই তহ,এইটা কে একটা point করে দিলে ভালোই হবে।

baperta kokhono mathatei ase ni. apnake dhonnobad post tar jonno

আমি পুরান খাতার উপরে আমার ল্যাপ্টু রাখি। 😀

ধন্যবাদ এই অসাধারন তথ্যের জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

Thanks. Eto voyonkor hote pare kokhono vabini.

আমাদের টনক নারিয়ে দিলেন দেখি।

ধন্রবাদ ভাই সতর্ক করার জন্য।

    @dastagircpi: আপনাকেও ধন্যবাদ ভাই সতর্ক হওয়ার জন্য।

ধুর মিয়াভাই ! ভয় ধরায়া দিলেন 🙁

কখনো বাবিনি এমন হতে পারে ধন্যবাদ ভাই

    @monirulislam: ভাবেননি,কিন্তু আখন ভাবুন আর সেই অনুযায়ী কাজ করুন,তাহলেই নিরাপদে থাকতে পারবেন।

লেপ ত আমার নাই বাইচ্চা গেছি রে র এ

আমি মাস চারেক আগে এরকম অবস্থায় পড়তে পড়তে বেঁচে গেছি, ওই দিন থেকে আমি ল্যাপটপ কুলার ব্যবহার করি,

    @মিজান: আল্লাহর কাছে হাজার শোকর তিনি আপনাকে বাঁচিয়ে সহি-সালামতে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন।

ব্যবহার করলে সবসময় টেবিলে আর খাটে ব্যবহার করলে নিচে বই রেখে দিই। মোটামুটি নিরাপদ, কী বলেন? 😳
আপনার সচেতনমূলক টিউনের জন্য ধন্যবাদ 😀 :mrgreen:

@সৌমিকঃ সুন্দর একটি সতর্কতা মূলক পোষ্টের জন্য ধন্যবাদ।খুবই সুন্দর করে জ্বলন্ত উদাহারণ সহ দিয়েছেন।তবে একটি বিষয় জানিয়ে দেই সেটি হলো কুলারের দাম ৪০০ থেকে শুরু হয়।আমিও মাঝে মাঝে কোলে নিয়ে অথবা বুকে নিয়ে ব্যবহার করি কিন্তু গরম হতেই নামিয়ে ফেলি তবে এতো বড় ক্ষতি হয় জানতাম না আজ জানলাম সেটির জন্য আবারো ধন্যবাদ।এছাড়াও কুলার ছাড়া ব্যবহার ব্যাটারীর জন্য মারাত্মক ক্ষতিকর।তাই বলছি অনেক দাম দিয়ে ল্যাপটপ যারা কিনেছেন অল্প কিছু টাকা দিয়ে একটা কুলার কিনে নিলে কিন্তু অনেক ক্ষতি থেকেই বেঁচে যাই আমরা।
ভালো থাকবেন সৌমিক।

    @সুমিত: ভাই আপনার correction এর জন্য অসংখ্য ধন্যবাদ।আমি আসলে জানতাম নাহ।সাথে সাথে bdt দাম হিসেবে সার্চ দিলাম আর যা পেয়েছি তা তো দেখছেনই…এখনি ঠিক করছি…ধন্যবাদ।

Level 0

:s ami r on koira rakbo na

আমারটাও গরম হয়ে যায় মাঝে মাঝে। একবার ভেবেছিলামও আবার আগুন টাগুন লেগে যায় নাকি। :/
এখন দেখি শুধু আগুন না মারাও যেতে পারে :'(

এ রকম আশঙ্কা থেকেই আমি একটা ছোট প্লাইবোর্ড (ল্যামিনেটেড) নিয়ে নিয়েছি

    @অক্ষর: বেশ ভাল কাজ করেছেন।আপনারটার ছবি তুলে শেয়ার করলে তা টিউন এ add করে update করে দিতে পারি।

Level 0

সচেতনতা মূলক টিউন। যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য লক্ষণীয়। ধন্যবাদ।

    @Mustafa: যারা ব্যাবহার করেন এবং করবেন সকলেরই কাজে লাগবে আশা করি।ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য এবং আপনার সুন্দর কমেন্ট এর জন্য।

ল্যাপটপ বেশি গরম হয়ে গেলে প্রসেসরটি যখন ভালভাবে কাজ করতে পারবে না, তখন পিসি হ্যাং করার কথা, অথবা শাটডাউন হওয়ার কথা। তাহলে আগুন ধরবে কিভাবে?

    @Mashpy Says: ভাই,আপনার মনে হয় আরেকবার পুরাটা দেখা উচিত।

    আর ল্যাপটপ গরম হল,হ্যাং ও হল কিন্তু শাটডাউন করার জন্য বা পাওআর অফ করার জন্য তো কাউকে থাকতে হবে তাইনা???

      @সৌমিক: আর তা বন্ধ না করলে কি ঘটবে তা তো বুঝতেই পারছেন…

    @সৌমিক: @Mashpy Says: আর তা বন্ধ না করলে কি ঘটবে তা তো বুঝতেই পারছেন…

      Level 0

      @সৌমিক: এখনকার ল্যাপটপ গুলাতে সাধারনত এরকম সমস্যা হয় না। over heat হয়ে গেলে অটো টার্ন অফ হয়ে যায়। তারপরেও সতর্ক থাকা ভাল

কুলারের একটা ছবি দিলে ভাল হতে,
আছা কেঊ কে জানেন ল্যাপটপ এর graphics card change করা যায় কি না?
change করা গেলে কোথায় পাব?

    @Mohammad Kabir Hossain: আচ্ছা ভাই দিয়ে দিব।পরিক্ষাটা দিয়ে আসি।আজকে বাংলা ১ম পত্র।দোয়া করবেন।

আমি তো ল্যাপটপ ইউজ করার সময় দেখেছি ওভারহিট হলে বন্ধ হয়ে যায়। এই ফিচার কি আর ল্যাপটপে নেই??

শতকরা ৬০% ইউজার বিছানায় রেখে ল্যাপটপ ব্যবহার করে…এই টিউনটা তাদের অনেক কাজে আসবে

হুম,সে জন্যই তো করা আর কি………

ভয় পাইলাম