ফরেক্স টেডারদের জন্য একটি দুঃসংবাদ

আসসালামু আলাইকুম ।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফরেক্সে ট্রেড করেন অথবা ট্রেড করবেন বলে ভাবছেন ।
তাদের জন্য আমি একটি দুঃসংবাদ নিয়ে এসেছি ।

ট্রেড শুরু করার আগে সাবধানে ভেবেচিন্তে ও জেনেশুনে ব্রোকার বাছাই করবেন তাহলে আর আমার মতো কাঁদতে হবে না । 🙁

http://www.Roboforex.com অনেকদিন হলো ডিপোজিটের ৫০% বোনাস অফার দিয়ে আসছে । অনেকেই এই ব্রোকারে ট্রেড করেন ।
এই বোনাস পাওয়ার লোভই বিপদ হয়ে দাড়িয়েছে আমার জন্য । আমার এক বন্ধু বেশ কিছুদিন হলো ফরেক্সে ট্রেড করছে । তার মাধ্যমেই আমি ফরেক্স সম্পর্কে প্রথম ধারনা লাভ করি । প্রায় ৩ মাস আমি ডেমো ট্রেড প্রাকটিস করার পরে আমি সিদ্ধান্ত নেই এবার আমি রিয়েল ট্রেড শুরু করবো ।

গত ১২/০৩/২০১২ তারিখে আমি রোবোফরেক্সে একটি আইডি খুলি । এবং ওদের নিওম অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলি এবং তা দিয়ে আ্যাকাউন্ট ভ্যারিফাই করি ।
এরপর বাসা থেকে অনেক কষ্ট করে  ৩০০ ডলার কেনার টাকা ম্যানেজ করি ।
১৪/০৩/২০১২ তারিখে  ডিপোজিট করি । প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরেও দেখি আমার আকাউন্টে ব্যালেন্স যোগ হচ্ছে না ।
তখন আমি সাপোর্টে যোগাযোগ করি । Helena k নামের একজন এক্সিকিউটিভ আমার কাছে আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি চায় । আমি আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি দিয়ে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করার পরে আমাকে জানায় ট্রানজেকশন আইডি মিলেছে এবং ওরা ডলার পেয়েছে, ২৪ ঘন্টার মধ্যে আমার ব্যালেন্স আপডেট হয়ে যাবে । ওদের সার্ভারে সমস্যা হয়েছিল এজন্য অন্তরিকভাবে দুঃখিত !

২৪ ঘন্টা পরে আমি আবার ওদের সাথে যোগাযোগ করি । ভাগ্য ভালো ছিলো (!) আবারও Helena k ই আমাকে রিপ্লাই দেয় ।

আমি আবারও তাকে আমার সমস্যার কথা বলি এবং সে আমার কাছে আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি চায় ।আমি আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি দিয়ে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করার পরে আমাকে জানায় ট্রানজেকশন আইডি মিলছে না !!!

সর্বশেষ সংবাদ: আমি এখন আমার এক বন্ধুর বাসায় আছি ।
বাবা সামান্য সরকারী চাকুরিজীবি । সামান্য বেতন পান । এ আমি কি করলাম 🙁 লজ্জায় এবং কষ্টে বাসায় যেতে মন চাচ্ছে না ।
এখানে অনেকে আছেন যারা মাসে হাজার ডলারের বেশী আয় করেন তাদের জন্য ৩০০ ডলার কিছুই না । কিন্তু আমি যে ৩০০ ডলার খুইয়েছি তা একজন বাবার ৩ মাসের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফল ।  🙁

দয়া করে এই পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে নতুন করে আবারও কেউ বিপদে না পড়ে ।

বিঃদ্রঃ এটা আমার আইডি না । আমি যে বন্ধুর কাছে ফরেক্স শিখেছি এটা তার আইডি ।আমার বন্ধু আমাকে ৩০০ ডলার ধার দিয়েছে ।  আমার জন্য দোয়া করবেন । আমি থেমে থাকবো না ।।

Level 0

আমি ট্রায়াল ভার্সন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

🙁 khub e dukher byapar

Level 0

আপনার কথা শুনে খুবই দুঃখিত হলাম ভাই

Level 0

এমনতো হওয়ার কথা না roboforex এ আপনে কোথাও মনে হয় ভুল করতাছেন। টাকা তারা মারতে পারবে না এটা সত্য ।এক কাজ করেন আচ্ছা skype তে আমাকে add করেন abu.jafar51 । mail [email protected] ।তাছারা http://bdpips.com/index.php? এখানে ও আমাকে পাবেন । ধন্যবাদ।

মানিবুকারসের মনে হয় Refund নামে কোন অপশন রয়েছে। সেটা ট্রাই করে দেখুন। আর আপনার অ্যাকাউন্ট থেকে রোবোফরেক্সের মানিবুকারস অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার হয়েছ্বে। তাই ডলার মিস যাওয়ার কোন কারণ নেই। তাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করুন এবং বারবার মেইল পাঠান। সমস্যার সমাধান অবশ্যই হবে।

এবং ফরেক্স ট্রেড করার জন্য রেগুলেটেড ব্রোকারে ট্রেড করা উচিত। এবং এমন ব্রোকারে ট্রেড করবেন যাদের ডিপোজিট সিস্টেম সিকিউরড এবং ইনস্ট্যান্ট।

ডিপোজিটের স্ক্রিনশট এবং অ্যাকাউন্ট নাম্বার দিলে বিডিপিপসের পক্ষ থেকে আমরা রোবোফরেক্সের সাথে যোগাযোগ করে দেখতে পারি।

http://bdpips.com/topic/4002-roboforex

সবচেয়ে সহজ উপায় আপনার টাকা ফেরত পাওয়ার।

১। এমন কাউকে জোগাড় করুন যে ভাল ইংলিশ বলতে পারে।

২। কল করুন এই নাম্বার এ – +44 870 383 0232 এটা UK নাম্বার। MoneyBookers Customer Call Centre. Monday – Sunday 9:00 – 18:00 GMT

৩। ওদেরকে আপনার একাউন্ট নাম্বার, Transaction ID দিন এবং বলুন যে আপনি টাকআ ডিপোজিট করেছিলেন কিন্তু আপনাকে প্রোডাক্ট দেয়নি। ওনারাই এটার সমাধান করে দিবে এবং হয়ত আপনাকে কিছু document দিতে বলবে যেমন জাতীয় পরিচয়পত্র বা ব্যাংক সার্টিফিকেট। যা যা চায় তা দিতে হবে।

কোথাও ইনভেস্ট করার আগে ভালভাবে অনলিনে এ দেখে নিতে হয় তার রিভিউ। রোবোফরেক্স চিটার হিসেবে বাজারে বেশ পরিচিত। এই লিঙ্কটা দেখলেই বুঝবেন http://www.forexpeacearmy.com/public/review/www.roboforex.com

যাইহোক কস্ট করে যদি MoneyBookers এ কল করতে পারেন তাহলে এই সমস্যা খুব ধ্রুত সমাধান হবে ইনশাল্লাহ।

Level 0

If U r serious about forex, then I can give U one of my UWC account which has 100$ for trade and off-course it is a real account and 100% verified account from UWC.
And UWC is top ranked regulated broker. Pls reply me soon with Ur contact no. Thanks..

Level 0

সত্যি আপনার খবরটা দুঃসংবাদ । হিম্মত হারাবেননা – আমি ১১ মাস ধরে Roboforex এ ট্রেড করছি কখনো এমন হয়নি বরং ক্যাশআউট দিয়ে ১০ মিনিটের মধ্যে পেমেন্ট পাইছি । দোয়া করি আপনার ব্যালেন্স পিরে পান

Level 0

ভাই এটা কোথাও ভুল হচ্ছে..সব কিছু ভাল করে দেখে তাদের বার বার জানান আশা করছি সমাধান হবে।আর Roboforex টাকা মারা জন্য Broker হয় নি।দোয়া করি আপনার সমস্যা সমাধান হবে।

Level 0

vi roboforex nia amio ektu upsat, robo te 50% bonus dei thik but amar 5000$ account e 0.08 entry near por margin level 64000% theke ek lafe 11000% cole asche.

tai ami amar sob withdraw dia felsi now liteforex r instaforex e trade kori, asa kori apnar somossar somadhan hobe,

Tanvir z ahmed vi er sathe jogajog kore.

Level 0

আপনার কোথাও কোন ভুল হয়েছে । আমি roboforex এ গত মাসে ৪ বার deposit করেছি। প্রতিবার final যে deposit button এ ক্লিক করতে হয়। সেটা ক্লিক করে ২ second ও লাগে নাই mt4 এ deposit show করতে। আমি direct deposit করিনি। direct deposit করলে (মানে moneybookers website থেকে) আপনাকে আলাদা করে notification দিতে হবে roboforex এ। আর roboforex এর website থেকে deposit করলে ২ second এ deposit হয়ে যায়। আপনি কি direct deposit করেছেন?

আমারও ২ second এর বেশি লাগে নাই!

Level 0

কোন ফরেক্স ব্রোকার ৩০০ ডলার মেরে দেবে এটা অকল্পনীয়। আপনি মানি বুকার্সের সাথে বারবার যোগাযোগ করুন। প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে কাষ্টমার সাপোর্টে ই-মেইল পাঠান তারাই আপনাকে সমাধান করে দিবে।

কিরে ভাই আপনার টাকা একবার ব্রাক ব্যাংক মারে একবার রবো ফরেক্স মারে আপনি টিকে আছেন কেমনে। রবো ফরেক্সে আমি ডিপোজিট করার বা তোলার সময় ২ সেকেন্ড এর বেশী লাগে নাই।