প্রিয় ডট কমের আয়োজনে মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় শুরু হয়েছে উইন্ডোজ ফোন এ্যাপ ডেভলপমেন্ট কনটেষ্ট । আয়োজনের উন্মুক্ত কিকঅফ সেশন আজ হয়ে গেলো রাজধানীর আইডিবি অডিটোরিয়ামে ।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রিয় ডট কমের জাকারিয়া স্বপন , মাইক্রোসফট বাংলাদেশের ডেভলপার ইভাঞ্জালিস্ট অমি আজাদ এবং পরপর দুইবারের এমভিপি তানজিম সাকিব । প্রথমে জাকারিয়া স্বপন উপস্থিত দর্শকদের সাথে খোলামেলা আলোচনা করেন প্রিয় ডট কমের কার্যক্রম, আয়োজনের উদ্দেশ্য ও নিয়মাবলী নিয়ে । তারপর অমি আজাদ উইন্ডোজ ফোন ওএসের বৈশিষ্ট্য, ভবিষ্যত বাজার ও ফিচারগুলো তুলে ধরেন আগত 'শ-দেড়েক দর্শকদের সামনে । দর্শকরাও মাইক্রোসফট বাংলাদেশ এবং উইন্ডোজ ফোন সেভেন নিয়ে প্রশ্নত্তোর পর্বে অনেক কিছু জেনে নেন । তারপর তানজিম সাকিব উপস্থাপন করেন প্রায় পঞ্চাশটি এ্যাপ তৈরীর আইডিয়া ! যারা এ্যাপ তৈরীতে আগ্রহী কিন্তু আইডিয়া পাচ্ছিলেন না তাদের জন্য দারুন মজাদার ছিল এই পর্বটি ।
এ্যাপ কনটেস্টে নিজের বা টিমের তৈরী এ্যাপ জমা দেয়া যাবে । শেষ জমা দেয়ার তারিখ ২৬শে মার্চ । প্রথম পুরস্কার এক লক্ষ টাকা । মাইক্রোসফট বাংলাদেশ উইন্ডোজ ফোন এ্যপ ডেভলপমেন্ট নিয়ে প্রতি রবি ও সোমবার দিনব্যাপি একটি কর্মশালা আয়োজন করছে । একদিনেরই এই কর্মশালার ফি ১০০০ টাকা । বিস্তারত জানা যাবে এই পাতায় ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
nice