সাইবার যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকাররা।

প্রায় মাস খানেক ধরেই দুদেশের সাইবার আর্মি গ্রুপ গুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মূলত সীমান্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশী হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটগুলো আক্রমণ শুরু করলে ভারতীয় হ্যাকাররাও এ ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে। তারাও বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। গতমাসে বাংলাদেশী ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস’ (বিবিএইচএইচ) ভারতীয় অর্ধশত ওয়েবসাইট হ্যাক করে বেশ আলোচনায় আসে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশী হত্যার প্রতিবাদে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস’ (বিবিএইচএইচ) প্রথমে ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে। বিবিএইচএইচ এর ঘোষণার পর আরও কয়েকটি 'বাংলাদেশী সাইবার আর্মি’ গ্রুপ একাত্বতা প্রকাশ করে ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু করে। ইতিমধ্যে 'এক্সপায়ার সাইবার আর্মি' এবং 'বাংলাদেশ সাইবার আর্মি' গ্রুপের নাম পাওয়া গিয়েছে।

এরপর ভারতীয় হ্যাকার গ্রুপগুলোও বাংলাদেশী সাইবার স্পেস ধ্বংস করে দেয়া হবে বলে বার্তা প্রচার করা শুরু করেছে। বাংলাদেশী হ্যাকারদের আক্রমণের পাল্টা জবাব দিতে সাইবার যুদ্ধ শুরু করেছে বেশ কয়েকটি ভারতীয় সাইবার আর্মি গ্রুপও। ভারতীয় হ্যাকারদের নেতৃত্বে দিচ্ছে ইন্ডিশেল নামের একটি হ্যাকার গ্রুপ। ইতিমধ্যে তাদের কবলে পড়েছে বেশ কয়েকটি বাংলাদেশী সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট। বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের মধ্যে কথোপকথনের একটি ডকুমেন্ট প্রিয় টেক এর হাতে এসেছে। সে ডকুমেন্ট থেকে এ তথ্য জানা যায়।

এদিকে সিকিউরিটি বে জানিয়েছে, ইন্ডিশেল হ্যাকার গ্রুপের এফএফই এসএসএক্সটি প্রিন্স ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পাকিস্তান অপারেশনের পর আমরা এখন চিন্তা করছি বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন শুরু করবো। বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণের কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন্ডিশেল হ্যাকার দল এখন দেখাবে হ্যাকিং কাকে বলে!’

ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশী ওয়েবসাইট
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.fireservice.gov.bd/
http://www.brta.gov.bd/
http://bpsc.gov.bd/
http://molwa.gov.bd/
http://dcbarisal.gov.bd/
http://ptkpolice.gov.bd/

বাংলাদেশী হ্যাকারদের কবলে পড়া ভারতীয় ওয়েবসাইট
http://asita.co.in/
http://stateindia.com/
http://www.odyssey.in/index.htm
http://merginglayers.co.in/
http://sparklingmoments.in/
http://moneyschool.in/
http://www.remedialrx.com/
http://abhimanyusingh.com/
http://acait.in/
http://amindaily.com/
http://babbarinteriors.com/
http://beautyteengirlsescort.com/
http://brigadecars.com/
http://censyscorp.com/
http://glamourhub.com/
http://jkavenue.in/
http://jubileerevivalag.org/
http://kaamyagroup.com/
http://key4search.com/
http://khushitravels.com/
http://maayafoundation.in/
http://mambizsolution.com/
http://minapjanakpur.org/
http://mindescort.com/
http://mkpp.in/
http://mmaski.in/
http://moneyschool.in/
http://palmsresidency.com/
http://pinkfly.in/

NEWS CREDIT : Al-Amin Kabir Click This Link

Level 0

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জয় বাংলা

Level 0

এই আশঙ্কা করছিলাম। সবাইকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

রাগের চুটে মাথাটা ঝিম ঝিম করতেছে

ভাই আমরাও আছি আপনাদের সাথে অনুপ্রেরনা হিসাবে। জয় বাংলা। সারা বাংলা আছে আপনাদের সাথে।

যুদ্ধ নয় শান্তি চাই! সরকারের উচিত A2I প্রকল্পের মধ্যে সাইবার আর্মি গঠন করা, যারা দেশের ওয়েবগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের প্রতিভা ধরেরা ওয়েবগুলোর কন্ট্রোল ও নিরাপত্তায় থাকলে ভারত তো দূরে থাক দুনয়িার কোন মুল্লুক আমাদের হামলা দিতে পারবেনা। তথাকথিত বুড়ো আর আশির দশকের চাচাদের দিয়ে নিরাপত্তাবিধানের জন্যই আজ আমাদের এই দূর্দশা।

    @নেট মাস্টার: সহমত ‍~ তথাকথিত বুড়ো আর আশির দশকের চাচাদের দিয়ে নিরাপত্তাবিধানের জন্যই আজ আমাদের এই দূর্দশা।

    @নেট মাস্টার: আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ভাল কিছু কি আশা করা যায়? এক দল ই-মেল এ তথ্য পাচার হবার ভয়ে দেশে ইন্টারনেট সংযোগ নিতে ভয় পায়!!!!!…আরেক দল মুখে ডিজিটাল কিন্তু ভিওআইপি র লাইসেন্স দিতে রাজি নয়!!!!

জয় বাংলা। যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পর দেশ রক্ষার্থে

আমি চাই আমাদের দেশের ১ টা সাইট হ্যাকের পরিবর্তে ওদের ১০ টা সাইট হ্যাক করা হোক।

Go ahead. We are always with you.

জয় বাংলা।

আসুন সবাই দেশ এবং দেশের মানুষের কল্যানে আমরা জাতি,ধর্ম ভুলে কাজ করি। এদেশ আমার, আপনার,সবার।

Level 0

JOY BANGLA………….BANGLADESH CYBER GROUP EGIO JAO…KICK THE INDIAN MOTHER FUCKERS…..

Level 0

govt. ওয়েবসাইচ গুলোর নিরাপত্তা খুবই কম । সরকারের উচিত দক্ষ নিরাপত্তা প্রকৌশলী নিয়োগ করা ।
আর সকল হ্যাকার ভাইদের বলছি ভারতকে একটা উচিত শিক্ষা দিতেই হবে আমরা আছি আপনাদের সাথে চালিয়ে যান ।
Best of luck

জয় বাংলা

আরো ওয়েব সাইট হ্যাক করো আমরা আছি তোমাদের সাথে

আমরা জিতব আশা করি

জয় বাংলা

আমরাই জিতব ।

টিউনটি পরে আমার খুউউব ইচ্ছে করছে “হ্যাক” শিখে প্রতিবাদ করতে।কেও কি জানেন কোথাই হ্যাক প্রশিক্ষণ দেয়া হয়?

Level 0

ভারতীয় কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে দেখলাম তাদের ওয়েবসাইটগুলো ঠিকই আছে, কিন্তু বাংলাদেশী ওয়েবসাইটগুলো দেখে বুঝতে পারলাম এগুলো আসলেই hack হয়েছে। তাহলে আমাদের হ্যাকারা কি দুর্বল?

    @NurulaAzim: Amader Hacker ra Durbol na..Indian Site gulo repair kora holeo Bangladeshi Site gulo repair koreni..After All Bangladeshi r govt.!!!!!

লাগাও পল্টি… যত পার বাংলার বাঁশ ইন্ডিয়ারে মারো। আমরা আছি…. আমার দূর্ভাগ্য যে আমি একজন হ্যাকার নই। নাইলে আমিও ঝাপিয়ে পড়তাম এই যুদ্ধে। কিন্তু আমি আশা করি আমাদের দেশ প্রমান করবে যে বাঁশ কত ভাবে দেয়া যায়….. তাদের যোগ্যতা দিয়ে… জয় বাংলাদেশ… জয় বাংলাদেশী হ্যাকার গ্রুপ……..

জয় বাংলাদেশ… জয় বাংলাদেশী হ্যাকার গ্রুপ……..

Go ahead bd hacker group…tigers we r really proud of u……….

জয় বাংলাদেশি হ্যাকার গ্রুপ

Level 0

ইচ্ছে করছে ইন্ডিয়ানদের মাথায় নারকেল ফাটীয়ে খাই , জয় বাংলা হ্যাকার গ্রুপ

Level 0

ওদের সাথে আমরা কি পেরে উঠবো? wish you all the best বাংলাদেশি হ্যাকার গ্রুপ.

আমাদের দেশের সরকারী ওয়েবসাইট সব নামে মাত্র। কোন কাজের না। তাই ক্ষতি আমাদের বেশি হবে না। হাহাহা। দরকারের সময় গিয়ে দেখি কয়েকবছর আগের ইনফো।

পাকিস্তানের হ্যাকারদের হাতে পিডা খেয়ে এখন আসছে, বাংলাদেশের সাথে পিডা খেতে।
বলদের দল কোথাকার।

Level 0

হুমম বুঝছি দেশের জন্যে এবার হ্যাকিং শিখতেই হবে। স্বাধীনতা যুদ্ধ তো আর করতে পারলাম না, দেখি যদি সাইবার জগতে কিছু করতে পারি। অন্ততো দেশের জন্য তো কিছু করতে পারবো।

অন্যে চুরি করছে বলে আমিও করব নাকি।

হ্যাকিং নয় ,আমার মতে এর বিরুদ্ধে সামগ্রিক প্রতিবাদ হওয়া উচিত।

না ,চুরি কেন ? এটা হল ডবল বেনিফিট অফার । একটা প্রতিশোধ , অন্যটা প্রতিভা যাচাই ।
কেন আমি BBHH এর সাথে থাকতে পারলাম না ?
অন্তত চা নিয়ে দিতে পারতাম ।

Level 2

বাংলাদেশ এবং পকিস্তান মিলে ভারতীয় নোমদের শায়েস্তা করা উচিত।