প্রায় মাস খানেক ধরেই দুদেশের সাইবার আর্মি গ্রুপ গুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মূলত সীমান্ত হত্যার প্রতিবাদে বাংলাদেশী হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটগুলো আক্রমণ শুরু করলে ভারতীয় হ্যাকাররাও এ ব্যাপারে সোচ্চার হয়ে ওঠে। তারাও বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। গতমাসে বাংলাদেশী ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস’ (বিবিএইচএইচ) ভারতীয় অর্ধশত ওয়েবসাইট হ্যাক করে বেশ আলোচনায় আসে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশী হত্যার প্রতিবাদে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকারস’ (বিবিএইচএইচ) প্রথমে ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে। বিবিএইচএইচ এর ঘোষণার পর আরও কয়েকটি 'বাংলাদেশী সাইবার আর্মি’ গ্রুপ একাত্বতা প্রকাশ করে ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু করে। ইতিমধ্যে 'এক্সপায়ার সাইবার আর্মি' এবং 'বাংলাদেশ সাইবার আর্মি' গ্রুপের নাম পাওয়া গিয়েছে।
এরপর ভারতীয় হ্যাকার গ্রুপগুলোও বাংলাদেশী সাইবার স্পেস ধ্বংস করে দেয়া হবে বলে বার্তা প্রচার করা শুরু করেছে। বাংলাদেশী হ্যাকারদের আক্রমণের পাল্টা জবাব দিতে সাইবার যুদ্ধ শুরু করেছে বেশ কয়েকটি ভারতীয় সাইবার আর্মি গ্রুপও। ভারতীয় হ্যাকারদের নেতৃত্বে দিচ্ছে ইন্ডিশেল নামের একটি হ্যাকার গ্রুপ। ইতিমধ্যে তাদের কবলে পড়েছে বেশ কয়েকটি বাংলাদেশী সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট। বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের মধ্যে কথোপকথনের একটি ডকুমেন্ট প্রিয় টেক এর হাতে এসেছে। সে ডকুমেন্ট থেকে এ তথ্য জানা যায়।
এদিকে সিকিউরিটি বে জানিয়েছে, ইন্ডিশেল হ্যাকার গ্রুপের এফএফই এসএসএক্সটি প্রিন্স ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পাকিস্তান অপারেশনের পর আমরা এখন চিন্তা করছি বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন শুরু করবো। বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণের কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন্ডিশেল হ্যাকার দল এখন দেখাবে হ্যাকিং কাকে বলে!’
ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশী ওয়েবসাইট
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.fireservice.gov.bd/
http://www.brta.gov.bd/
http://bpsc.gov.bd/
http://molwa.gov.bd/
http://dcbarisal.gov.bd/
http://ptkpolice.gov.bd/
বাংলাদেশী হ্যাকারদের কবলে পড়া ভারতীয় ওয়েবসাইট
http://asita.co.in/
http://stateindia.com/
http://www.odyssey.in/index.htm
http://merginglayers.co.in/
http://sparklingmoments.in/
http://moneyschool.in/
http://www.remedialrx.com/
http://abhimanyusingh.com/
http://acait.in/
http://amindaily.com/
http://babbarinteriors.com/
http://beautyteengirlsescort.com/
http://brigadecars.com/
http://censyscorp.com/
http://glamourhub.com/
http://jkavenue.in/
http://jubileerevivalag.org/
http://kaamyagroup.com/
http://key4search.com/
http://khushitravels.com/
http://maayafoundation.in/
http://mambizsolution.com/
http://minapjanakpur.org/
http://mindescort.com/
http://mkpp.in/
http://mmaski.in/
http://moneyschool.in/
http://palmsresidency.com/
http://pinkfly.in/
NEWS CREDIT : Al-Amin Kabir Click This Link
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন সাধারণ মানুষ। পছন্দ করি পিসি তে মান্দাত্তার আমলের গেম খেলতে। ওয়েব সাইট বানাইতে পারি। গ্রাফিক্স র কাজ হাল্কা পারি। সব চাইতে ভাল পারি কোন কিছু নাকরে চুপ চাপ বসে থাকতে।
জয় বাংলা