গতকাল এক ছোট ভাই তার পিটিসি কাজের আর্নকরা টাকা উঠিয়ে দিতে বলে,আমি বললাম তুমি নিজেই তো উঠাতে পারো।
সে বলল গত ১ সপ্তাহ ধরেই চেষ্টা করতেছি পারতেছি না,একটু আপনি দেখুন না...
আমি: আইডি আর পাসওয়ার্ড দাও
রাশেদ:******
******
লগিন করলাম,ওমা টাতা উঠাতে হলে আমাকে নাকি একটা পেআউট key দিতে হবে।
এবার চোখে পড়ল কি আউট ডাউনলাড ফর্মটি।
আমি খুশি হলাম আর ডাউনলোড দিলাম
এবার যা দেখলাম।
এটিতে দিলাম ক্লিক,আসল আরেকটা সাইট,এবার কয় রেজিট্রেশন করতে,করিলাম,
প্রথম ধাপ শেষ করিলাম,এবার কইল পেপাল এর ইনফো দেন,রাশেদ কে জিগাইলাম আছে কিনা ,কইল নাই।
আচ্ছা এই সার্ভে লিংক বাদ দিলাম,
গেলাম পরের লিংকে,ওমা এটা তো বিশাল কারবার,এই সার্ভের তো শেষ নাই !
অবশেষে পাইলাম না রেফারেল লিংক।
বাদ দিলাম
গেলাম পরের লিংকে..
আরে বাপ ডুকতেই পারি নাই,এভাষ্ট কইছে না ডুকতে।
অবশেষে কিছুই করতে পারিলাম না রাশেদের।
****************
রাশেদ ১ মাস ধরে রেফারেল লিংক শেয়ার করেই আর্ন করেছে,তার পিসি আছে কিনা আমি জানি না,তবে মোবাইল দিয়া গরুর মত খেটে আয় করেছে
এখন সেই টাকা উঠাতে হলে তাকে আরো কয়েক জনম কুলির মত খেটে অবশেষে টাকা পেকে পারে।
আমার মনে হয় পিটিসি মানে বিশাল সুরঙ্গ পথ,ডুকেছেন আজকে আর বের হবেন শুধু গায়ের হাড্ড়ি নিয়ে আর মাংশ তাদের।
কাজ না জেনে টাকা আয় করার চিন্তা যাদের মাথায় আছে তারা এখনি নিজেকে পিরিয়ে আনুন এই পথ থেকে।
এক বাবার সন্তানের টাকা আরেক বাবার সন্তান পেতে হলে অনেক কিছু করতে হবে,এত সহজে টাকা আয় করা যায় না।
-------------------------------------------------------- আমার এই টিউনটি পড়তে পারেন
অনলাইনে যারা সফল হতে চান তারা এভাবে ট্রাই করুন(ফ্রীল্যান্সার,ডেভেলপার,রিসেলার)
আশাকরি আর কেউ আগের টপিক্স নিয়ে কমেন্টস দিবেন না ।
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
টিউন নির্বাচনের বিষয় গুলো জানতে “টেকটিউনস সজিপ্র” https://www.techtunes.io/faq/ দেখুন। ভাল টিউন গুলো পর্যায়ক্রমে অবশ্যই নির্বাচিত হয় কিন্তু যেহেতু এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া তাই তা পর্যায়ক্রমিক ভাবে করা হয়। আপনি যদি মনে করেন আপনার টিউনটি নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ঠ যোগ্যতা রয়েছে তবে আপনি টেকটিউনস ডেস্ক -এ আবেদন করুন। আপনার টিউনটি অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ।