পিটিসি ও রাশেদের গল্প

গতকাল এক ছোট ভাই তার পিটিসি কাজের আর্নকরা টাকা উঠিয়ে দিতে বলে,আমি বললাম তুমি নিজেই তো উঠাতে পারো।
সে বলল গত ১ সপ্তাহ ধরেই চেষ্টা করতেছি পারতেছি না,একটু আপনি দেখুন না...
আমি: আইডি আর পাসওয়ার্ড দাও
রাশেদ:******
******
লগিন করলাম,ওমা টাতা উঠাতে হলে আমাকে নাকি একটা পেআউট key দিতে হবে।

এবার চোখে পড়ল কি আউট ডাউনলাড ফর্মটি।
আমি খুশি হলাম আর ডাউনলোড দিলাম
এবার যা দেখলাম।

এটিতে দিলাম ক্লিক,আসল আরেকটা সাইট,এবার কয় রেজিট্রেশন করতে,করিলাম,
প্রথম ধাপ শেষ করিলাম,এবার কইল পেপাল এর ইনফো দেন,রাশেদ কে জিগাইলাম আছে কিনা ,কইল নাই।
আচ্ছা এই সার্ভে লিংক বাদ দিলাম,

গেলাম পরের লিংকে,ওমা এটা তো বিশাল কারবার,এই সার্ভের তো শেষ নাই !
অবশেষে পাইলাম না রেফারেল লিংক।
বাদ দিলাম
গেলাম পরের লিংকে..
আরে বাপ ডুকতেই পারি নাই,এভাষ্ট কইছে না ডুকতে।
অবশেষে কিছুই করতে পারিলাম না রাশেদের।
****************
রাশেদ ১ মাস ধরে রেফারেল লিংক শেয়ার করেই আর্ন করেছে,তার পিসি আছে কিনা আমি জানি না,তবে মোবাইল দিয়া গরুর মত খেটে আয় করেছে
এখন সেই টাকা উঠাতে হলে তাকে আরো কয়েক জনম কুলির মত খেটে অবশেষে টাকা পেকে পারে।
আমার মনে হয় পিটিসি মানে বিশাল সুরঙ্গ পথ,ডুকেছেন আজকে আর বের হবেন শুধু গায়ের হাড্ড়ি নিয়ে আর মাংশ তাদের।

কাজ না জেনে টাকা আয় করার চিন্তা যাদের মাথায় আছে তারা এখনি নিজেকে পিরিয়ে আনুন এই পথ থেকে।
এক বাবার সন্তানের টাকা আরেক বাবার সন্তান পেতে হলে অনেক কিছু করতে হবে,এত সহজে টাকা আয় করা যায় না।

-------------------------------------------------------- আমার এই টিউনটি পড়তে পারেন

অনলাইনে যারা সফল হতে চান তারা এভাবে ট্রাই করুন(ফ্রীল্যান্সার,ডেভেলপার,রিসেলার)

আশাকরি আর কেউ  আগের টপিক্স নিয়ে কমেন্টস দিবেন না ।


Level 0

আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন নির্বাচনের বিষয় গুলো জানতে “টেকটিউনস সজিপ্র” https://www.techtunes.io/faq/ দেখুন। ভাল টিউন গুলো পর্যায়ক্রমে অবশ্যই নির্বাচিত হয় কিন্তু যেহেতু এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া তাই তা পর্যায়ক্রমিক ভাবে করা হয়। আপনি যদি মনে করেন আপনার টিউনটি নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ঠ যোগ্যতা রয়েছে তবে আপনি টেকটিউনস ডেস্ক -এ আবেদন করুন। আপনার টিউনটি অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ।

    Level 0

    @টেকটিউনস: আপনার ফিডব্যাকের জন্য খুশি হলাম আর যথাযত কাজটি করলাম ।

      সহমত with মুকুট ,@Cx Rana: আপনি কি এই টিউন করে সবার দৃষ্টি আকর্ষন করতে চাইছেন?আপনি যদি টেক্টিউন্স কে ভালোবেশে থাকতেন তবে এই টিউন করতেন না।

টিউন নির্বাচিত হয় নাই দেখে টিটিকে ছাড়ছেন?????? :O

ভাইয়া, টিটিতে টিউন সাথেই সাথেই নির্বাচিত হয় না। আমার জানা মতে, পাঠক প্রতিক্রিয়া, সোস্যাল সাইটে শেয়ার ইত্যাদির উপর ভিত্তি করে টিউন নির্বাচিত হয়। আপনার টিউনটিতে অবশ্যই নির্বাচিত করার জন্য জানানো হয়েছে। এবং সেটি টিটি-কর্তৃপক্ষ অবশ্যই দেখবেন। কিন্তু এর সাথে আপনার টিটিকে ছেড়ে যাবার কোন কারন খুঁজে পেলাম না।

আপনি বলেছেন “এই টিউন লিখতে গিয়ে আমার ৭৮ ডলার লোকসান হয়(ক্লায়েন্ট কাজ বাতিল করে দিসে সময় মত দিতে পারি নাই বলে)” আপনি আপনার কাজের সাথে টিটিকে তুলনা করলেন কেন। আপনার কাজ আপনার নিজের ব্যপার এখানে কেউ কারো স্বার্থ নিয়ে কাজ করে না। আপনি কেনইবা বায়ারের কাজ ছেড়ে দিয়ে টিউন লিখতে বসলেন। কাজের মাঝে মাঝে লিখতে পারতেন না??? অনেক টিউনার আছেন যারা তাদের কাজ এবং ব্যস্ততার মাঝে টিউন করেন, কই তারাতো কখনো এখাবে বলেন না। 🙁

আর টিটিতে কোন টিউন ১০০/৫০০/৬০০ ওয়ার্ডের বার কে টিউনটি করলো এভাবে বিবেচনা করে দেখা হয় না। আপনার টিউনটি অবশ্যই মান সম্পন্ন এবং নির্বাচিত হবার দাবীদার।

দয়া করে না বুঝেই অপ্রাসঙ্গিক চিন্তা থেকে বিরত থেকে টিটির পাশে থাকুন।

    Level 0

    @আরিফুল ইসলাম শাওন:

    আমার জ্ঞানবুদ্ধি আছে , আমি যা বলতে চেয়েছি আপনি তার কাছে কিনারেও যেতে পারেন নাই।

    আমি বলতে চেয়েছি যে, আমি টিকে ভালোবাসি বলেই এত সশয় দিয়ে টিউন লিখে টিটিতে দিয়েছি,কিন্তু তা যদি টিটির নজরে না আসে তবে খারাপ লাগাটাই স্বাভাবিক ।

    মন্তব্য করা সহজ ।

    Level 0

    @আরিফুল ইসলাম শাওন: আমি আর আমার কাজ অভিন্ন নই। আমি আমার প্রপেশনের সাথে ঘনিষ্ঠ ভাবেই জড়িত ।

    জনগনের উপকার করতে গিয়ে নিজের লোকসান হয়েছে এটা বলতে লজ্জার কিছু নেই। কারন সচেতনা আনতে কিছূ প্রকৃদ উদাহরন বাঞ্চনীয়।

    আর আপনি মন্তব্য যেভাবে করলেন যেন আমরা কোথাও বেড়াতে এসছি আর আসি কারো পাকা ধানে মই দিয়েছি ।

    “ দয়া করে না বুঝেই অপ্রাসঙ্গিক চিন্তা থেকে বিরত থেকে টিটির পাশে থাকুন। ” [অপ্রাসঙ্গিক চিন্তা কি করলাম রে ভাই ,নিজের দু:খের কথাই তো বললাম,কাউরে তো গালি দেই নাই ।]

    মানষিকতা ভালো করুন আর অপরের খুত ধরতে গিয়ে তাকে অতিরিক্ত কিছু বলতে যাবেন না।

      @Cx Rana: অতিরিক্ত মনে করলে তাই। আপনি যেভাবে লিখছেন তাতে অতিরিক্তই বলেছেন…. না জেনেই বলেছেন! টিটি কখনই কারো ব্যক্তিগত মদদে চলে না। যা আপনি উপরে বলেছেন “টিটিতে কি ফোনে/গ্রুপে/কোন গোপন অনুরোধ করতে হয় নাকি উপর থেকে নির্দেশ আসতে হয় নির্বাচিত করতে ?” !!‍!!! আমি এটিকেই বুঝাতে চেয়েছি আপনার ব্যক্তিগত কোন কিছুকে তে বলি নাই।

    Level 0

    @আরিফুল ইসলাম শাওন: মানুষ দু:খ পেলে যাই বলুক না কেন তাকে সান্তনা দিতে হয়. আপনার মত আরো কেরোসিন দিলে সে আরো জোরেই জ্বলবে ।

    আশাকরি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন ।

    মডারেটর আমাকে সুন্দর ভাবেই উত্তর দিয়েছেন আর আমি সেইভাবেই কাজ করেছি । উপরের দেখুন ..সো নো কমেন্টস

      @Cx Rana: কেরোসিন ঢালানোর মত কাজ করলেন আর ঢাললে সমস্যা???? আপনার কথাটেই দেখুন না “টিটিতে কি ফোনে/গ্রুপে/কোন গোপন অনুরোধ করতে হয় নাকি উপর থেকে নির্দেশ আসতে হয় নির্বাচিত করতে ?” ” কত সুন্দর বলেছেন? আপনার এই কথাটি কি অনেক সুন্দর !!!

      মডেরেটর তাদের দায়িত্ পালন করবেন এটাই স্বাভাবিক! যদি এতটাই বুঝেন তাহলে না জেনে এমন কথা বলেন কেন? না জেনে ভুল কথা বলবেন আর তা বললে গেলেই দোষ????

      Level 0

      @Cx Rana @শাওন: কিরে তরা থামবি ??

      @Cx Rana:
      @LuckyFMভাই আপনাকে ধন্যবাদ তাদের থামানোর জন্য।আচ্ছা আপনি তো @Cx Rana কে উৎসাহ দিলেন। কিন্তু আপনি তো বলতে পারতেন যে টিউন নির্বাচন করার আগে টিটি তার নিয়ম মত টিউন নির্বাচিত করে।একটি কথা না বলাতে আপনার বন্ধুকে সবাই যার লো,কারন @Cx Rana রাগলে আপনি থামান।
      @LuckyFM কিছু মনে নিবেন না।বলার দরকার তাই আপনাকে বললাম।

কিছু মানুষের মাঝে ধারণা ঢুকে গেছে যে টিটিতে সুবিধা পেতে হলে ফেসবুকের কল্পিত গ্রুপে আবেদন করতে হয় যা সম্পুর্ন ভুয়া। আমার নিজের ২১ টিউনের মাঝে কয়েকটা নির্বাচিত আছে যদিও টেকটিউনসের ফেসবুক গ্রুপ বা পেজের সাথে আমি কানেক্টেড নই। এভাবে হতাশামুলক কাজ না করে ধৈর্য ধরুন। ভাল টিউন অবশ্যই পাঠকদের জনপ্রিয়তা দেখে নির্বাচিত করা হয়। এক্ষেত্রে আপনারটা হয়ত সময় নিবে।

শেষ কথা: পার্সোনালিটি থাকলে ব্লগিংকে ডলারের সাথে তুলনা করতে না। বেশীরভাগ আমরা নিজের খরচ করে ব্লগিং করি, ১ পয়সাও পাইনা।

Level 0

মিনহাজুল হক শাওন
আমি এমনেতেই পরিচিত আছি আমার কাজের কারনে ,কিন্তু আমার খারাপ লাগে যখন বড় বড় টিউন গুলো ১ দিনেই ফিছনে পড়ে যায়. প্রতিটি ভিজিটরের প্রতিদিন টিটিতে আসা হয় না,তাই ভালো টিউনগুলো প্রতিদিন খেয়াল করে সামনে রাখা প্রয়োজন ।

আসলে আপনি ঠিক বলেছেন

@মিনহাজ ভাই , দারুন একটি কথা বলেছেন !
@rana ভাই , আপনার কথাগুলো কেমন যেন এলোমেলো লাগছে !!!! এভাবে বল্ললে অনেকেই অনুৎসাহী হতে পারে , যেটা নিশ্চয় আমাদের কারোরই কাম্য নয় ।

ধন্যবাদ ভালো থাকবেন।।

    Level 0

    @প্রিন্স মাহমুদ: ক্ষোভ প্রকাশ করেছি ,তাই এলোমেলো লাগতেই পারে ।

    তবে ৩ বছর ৫ মাস ব্লগিং করে আসছি,তাই মাঝে মাঝে কিছু সিস্টেম দেখলে নিজের কাছে খারাপ লাগে ।

Level 0

সিএক্স রানা, আমি আপনার লেখাটি পড়েছি। খুব ভাল মানের লেখা । অনেক পরিশ্রম করে লিখেছেন যথাযথ মুল্যায়ন হয়নি বলে আপনার অভিমান হয়াটাই স্বাভাবিক । কিন্তু রাগ করে টিটি ছাড়বেন ? এটা মানতে পাড়ছিনা । কারণ আপনার মত মেধাবী টিউনারদের লেখা পড়বার জন্য আমার মত অনেক সাধারন ভিজিটর টিটি ভিজিট করে থাকেন। শুধু আপনাদের মত সোনার ছেলেদের সুন্দর সুন্দর তথ্য সমৃদ্ধ লেখা গুলির জন্য টিটির মান এত উপরে । যাহোক অভিমান ভুলে আমাদের জন্য মুল্যবান সময় ব্যয় করে আরো লেখা উপহার দিবেন । এই প্রত্যাশায় থাকলাম। কর্তৃপক্ষ একদিন আপনার লেখাটি অবশ্যই নির্বাচিত করবেন …সেইদিন বোধহয় খুব দুরে নয়। চলুন আশায় বুক বাধিঁ। আপনারাই সিষ্টেমকে পাল্টাবেন আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

আমি সুন্দরবন নিয়ে টিউন করেছিলাম।টিউন টি করার পর ভুলেই গিয়েছিলাম এটা নিয়ে টিউন হয়েছে।হটাত একদিন দেখি যে আমার সেই টিউন টি নির্বাচিত।আমি তো পুরাই অবাক।

আপনি কি এই টিউন করে সবার দৃষ্টি আকর্ষন করতে চাইছেন?আপনি যদি টেক্টিউন্স কে ভালোবেশে থাকতেন তবে এই টিউন করতেন না।

আপনি ৫০০ তম ব্লগ লিখেছেন বলে সব সময় ই যে আপনার লেখা টপ হবে এমন ভাব্লে আপনি ভুল করছেন।

আপনার কিছু কথা মারাত্মক আক্রমণাত্মক।তাই আপনি সবার কাছেই এখন বকা খাবেন।

যাক সবাই সুন্দরভাবে জবাব দিয়েছে। আশা করি আপনার ভুল ধারনা চলে গেছে।
ধৈর্য্য ধরেন ভাই।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্):
    হাসান যোবায়ের (আল-ফাতাহ্)@আপনাকে ধন্যবাদ, টিউনারকে তার সম্যাসা টি তুলে ধরার জন্য।আচ্ছা কিছু মনে নিবেন না,আপনি টিটির সাথে ভালো যোগাযোগ। কিন্তু, আপনি এই টিউনটা করার আগে টিটিকে ইনফরম করলেতো টিটি তার সম্যাস-মাধান বলতো।আপনার একটি https://www.techtunes.io/reports/tune-id/111285/টিউনে ””’ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে টিউন লিঙ্ক দিয়ে রিপোর্ট করা হয় টিউন পেন্ডিং করার জন্য।””এই কথা টি উল্লখ করার পরে@Cx Rana টিউনার ভাই আজকের এই টিউনে, আপনার টিউনের উল্লেক করা কথাটি লিখার কারনে @আরিফুল ইসলাম শাওন ভাই তাকে বকা দিতো না।হয়তো @Cx Rana কিছু কথা ভিন্ন রকম বলেছে।।@হাসান যোবায়ের (আল-ফাতাহ্)আপনি আপনার টিউনে সবার দু:খ টা তুলে ধরেন আর এখন বলেন ধর্য ধারন করতে।

      @নির্জন আলো BD: আপনি কিসের মধ্যে কি বলছেন বুঝলাম না। ফেসবুক ঐ গ্রুপ শুধু টেকটিউনস এর জন্য না। ঐ গ্রুপে বাংলা সব টেকি ব্লগের লিংক রিপোর্ট করা হয়।
      আর মডুদের সাথে সম্পর্ক রাখলে টিউনারের দিকে নজর থাকবে কথাটা ভুল।
      আমি যা নিয়ে বলেছি তা অনেক আগে থেকেই গ্রুপে বলে আসছি। কাজ হয় নাই তাই টিউন করলাম।

আজব কথা বার্তা। টিউন নির্বাচিত হয় নাই দেখে বিদায় নিচ্ছেন? আপনার মত টিউনার না থাকলে টিটি শেষ হয়ে যাবে না। নিজের ব্লগ ে লিখে টিউন নির্বাচন করে রাখেন গিয়ে। আবার বলতে আইছেন টিউন করতে গিয়ে আপনার ৭৮ ডলার লোকসান হয় !! এইটা এনে লিখতে আইছেন কেন? টিঊন করতে গিয়ে ্তো আপনার ইন্টার নেট চার্জ ও গেছে তা লিখলেন না কেন? এমোন কোন শর্তে আপঅনাকে কেঊ টিউন করতে বলে নাই যে , আপনার টিঊন নির্বাচিত হবেই । সো পোলাইপানি না করে ভেবে চিনতে টিউন করবেন । আর নিজেকে পাবলিসিটি করতে টিউন করে থাকলে আপনার টিউন করা দরকার নাই । এক কাজ করেন ,টিউন করে টিউন এর লিঙ্ক এডভার্টাস এর মাধ্যমে টিটি এর সব পাতায় দিতে পারেন।

    Level 0

    @Sanoar.2021: উপরের সকল কমেন্টস পড়ুন উত্তর পেয়ে যাবেন আর নিচের কমেন্টস ও পড়ুন ।

Level 0

=== সবার প্রতি আমার কমেন্টস ===
সমাজ বলেন আর অনলাইন বলেন,সব জায়গায় সমস্যা গুলোর প্রতিবাদ আমরাই করি আর ভুলগুলো আমরাই সমাধান করি (আমরা সবাই)

আমার কাছে যদি মনে হয় আমার টিউন নির্বাচিত হবার যোগ্যতা রাখে তবে আমি আমার ক্ষোভ প্রকাশ করার অধিকার রাখি আর আমার প্রশ্নে উত্তর দেবার অধিকার ও সবাই রাখে ।

আমার টিউনটি ছিল এডমিনদের প্রতি, আর এডমিন রা আমাকে উত্তর দিয়েছেন তাই আমি খুশি হয়েছি ।

আমাদের আলোচনা এখানেই শেষ করেছিলাম–

““ মানুষ দু:খ পেলে যাই বলুক না কেন তাকে সান্তনা দিতে হয়. আপনার মত আরো কেরোসিন দিলে সে আরো জোরেই জ্বলবে ।

আশাকরি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন ।

মডারেটর আমাকে সুন্দর ভাবেই উত্তর দিয়েছেন আর আমি সেইভাবেই কাজ করেছি । উপরের দেখুন ..সো নো কমেন্টস ””

কিন্তু এরপরেও অনেক কমেন্ট স এসছে ,আমি আর কথা বাড়াতে চাই না।শুধু একটি কথা বলতে চাই ,আমার মত টিউনার টিটি থেকে চলে গেলে টিটির কিছূ হবে না এটা আমার চেয়ে ভালো আর কেউ যানে না,তবে যারা এই ধরনের কমেন্টস দিয়েছেন তাদের বলছিিআমরা অনেক সময় দিয়ে লিখি বলে হাজারো ছেলে আজ ভুল পথ থেকে পিরে আসতেছে, আমরা লিখি বলেই মানুষ সহজে প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে, আমরা লিখি বলেই অনেকে আজ ভালো কাজ শিখে ভালো ভাবে সংসার চালাচ্ছে, তাই মাঝে মাঝে কিছু ঝড় তুলতে হয় আর সেই ঝড়ের কারন একমাত্র সময়ের সাথে সিস্টেম এর পরিবর্তন করার জন্যিই ।

টিটি আমার বাপ দাদার সম্পত্তি না যে আমার মত চালাবো, তাই নিজের কথা সবার কাছেই বলতে হয় ।

আমি জানি স্পষ্টবাধীকে কেউ পছন্ধ করে না তাই অনেকে অনেক কিছূ ভাবতে পারেন।

টিউন তো অনেক লিখেছি কয়টাই নির্বাচিত করেছে,কখনো কিছূ বলেছি ?
আজ কেন বলতেছি,কারন চাই একটা স্থায়ী সমাধানের ,আমি চাই আমার মত আর কেউ বিতর্কিত প্রশ্ন যেন না তুলতে পারে,টিটি এডমিন যেন আর সেই সুযোগ কাউকে না দেয়,তাই কিছু সিস্টেম চেন্জ দরকার তাই আমার এই লেখাটি ।

আপনার কাছে যদি মনে হয় আমি ভুল বলেছি,অন্যায় করেছি,বেয়াদবি করছি ,তবে আপনার কাছে হাতজোর করেই ক্ষমা প্রার্থনা করছি ।

কিছু পরিবর্তন সবারই কাম্য আর তা শুরু করার জন্য মাত্র ১ জন লোকই লাগে।

সবার প্রতি আমার সালাম রইল ,

**** আর আমি কি আমার টিউনে লিখেছি যে টিউন নির্বাচিত করে নাই তাই আমি টেকটিউন্স থেখে চলে যাচ্ছি, আমি তো তা বলি নাই।

সব কিছু এত সহজ নয়,একটা ভালোবাসার স্থান ছাড়তে অনেক কষ্ট হয় । তাই অবান্তর প্রশ্ন তুলবেন না।

    @Cx Rana:
    আপনার এ রকম কথায় কেউ মাথা গা-মা-বে না। আপনি টিটির সাথে যোগাযোগ সহাসয় রাক্ষতে পরালে টিটি আপনার নামটি টিউনে দেখলে হয়তো আপনাকে মূলায়ন করতো।আপনি খেয়াল করে দেখেন যাদের সাথে টিটির ভালো সম্পর্ক তাদের টিউনে টিটির মডারেটর কমেন্টস করে বাকি টিউনে নেই।আমার মতে সবাই কে সাপোর্ট দেওয়া মডারেটর এর উচিৎ।

agree with Cx Rana vai…….techtunes k tune nirbachon system ta change kora dorkar……

Level 0

সবার প্রতিদিন টেকটিউন্সে আসা হয় না, তাই ভালো ভালো টিউন প্রতিদিন বাচাই করা দরকার আর তা আগে আনা দরকার !

টিটিতে আমার টিউন নির্বাচিত করলে আমার তাতে লাভ কি আর ক্ষতি বা কি ?

কিন্তু আমার সামান্য একটি টিউনে অনেকের অনেক কিছু পাল্টে যেতে পারে বলেই ক্ষোভ প্রকাশ করেছি ।

    @Cx Rana: ভালো টিউন যদি আগে আনা হয় তবে যারা নতুন টিউন করে তাদের টিউন সরাসরি ২য় পাতায় পোষ্ট হবে।আর টিউন খোজ এর জন্য Category তে ক্লিক করে দেখুন।অথবা নিচে পেইজ নাম্বার এ ক্লিক করে পরের পেইজ এ গেলেই তো হয়।
    এত বড় একটা ব্লগ/সাইট চালানো সহজ কথা নয়।আপনার অভিযোগ থাকতে পারে ভালো কথা।সেটা আপনি ডেস্ক এ জানান।এভাবে টিউন করে বলবেন যে বিদায় নিচ্ছেন সেটা কেমন কথা?

      Level 0

      @মুকুট: উপরের কমেন্টস এ সব বলেছি ,এরপরও একি প্রশ্ন করলে কয়বার উত্তর দিবো ।

    @Cx Rana: ভাই আমি একটা কথা বলি কিছু মনে করবেন না। টিউন এভাবে রাখলে সবাই না ভেবেই নেগেটিভ-পজিটিভ ইত্যাদি কমেন্ট দিবেন। তাই আমি বলি কি, যেহেতু নো কমেন্ট , এবং আপনি সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন তাই এই টিউনটি ড্রাফটে নিন। তাহলেই সমস্যার সমাধান হবে।

    ড্রাফটে নেওয়ার জন্য যেকোন দুটি বিভাগে টিক দিয়ে টিউন আপডেট করলেই অটোমেটিক ড্রাফটে সেভ হবে

    ধন্যবাদ। 🙂

*আসলে এ টিউনটা তে ২টা কথা কে এক ভাবে নিয়েছে সবাই।১ টিউনার ভাইয়ের বিদায় ও 2 টিউনটা নির্বাচিত না হওয়া ।সবাই সমাধনে না গিয়ে টিউনারের প্রতি ক্ষোভ প্রকাশ করছে।

*ক্ষোভ হওয়ারি কথা, কারন টিটির নামে না জেনে কোন কিছু বলাটাই অপরাধ।মানুষ মাএই ভুল। ব্যাক্তি গত কাজে মানুষ অনেক কিছুই করতে পারে এবং টিউনটি ভালো লিখেছেন।

*কিন্তু, টিউনটি একটু প্রেজেন-টেশন গুছানো ধরকার।যাই হোক, ভাই আপনি নিজে কে একটু গুছিয়ে আমাদের মাজে ফিরে আশুন এই শুভ কামনা রইল।

Level 0

সবগুলো পড়তে পারলাম না, যে ঝগড়া লেগেছে।।

Level 0

আমার মনে হয় পিটিসি মানে বিশাল সুরঙ্গ পথ,ডুকেছেন আজকে আর বের হবেন শুধু গায়ের হাড্ড়ি নিয়ে আর মাংশ তাদের।<<< হা হা হা হো হো 😀

    Level 0

    bulbul vai apnar sathe jorule katha ase. Please vai apnar cell number payte pare??

Level 0

সবগুলো পড়তে পারলাম না, যে ঝগড়া লেগেছে ha ah ha

Level 3

আপনাদের ঝগড়া জাটির কমেন্টস পরতে পরতে আমার সময় শেষ বাকি টিউন গুলো পরা হইলনা! বন্ধ করলেন কেন? চালাইয়া যান । দেখি কার কত টুকু কলমের জোর এবং মন মানুশিকতার পরিচয়ই। carry on………. লোলরে লোল………..

Level 0

এবার সকল কমেন্ট এখান থেকে শুরু করুন — রাশেদ ও পিটিসি নিয়ে—->>

Level 0

তুঘলকী কান্ড! এই টিউন দেখি টিউনার আর মডারেটরদের মিলন মেলায় পরিণত হয়ছে। 🙂