শুক্রবার সকালে প্রথম আলোর প্রজন্ম ডট কম একেবারে প্রথমে পড়ি, আজও বাতিক্রম হল না।
প্রজন্ম ডট কমের পাতায় একটা বিজ্ঞাপন দেখে কিছুটা অবাক হলাম পাশাপাশি কষ্ট পেলাম।
স্পেলিং বি - এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতা বাংলাদেশে হচ্ছে এটা অবশ্যই ভালো খবর কিন্তু ভাষার মাসে ইংরেজি বানান শুদ্ধ করার প্রতিযোগিতায় কেন নামতে হবে ? বাংলা বানান শুদ্ধ করার প্রতিযোগিতা কি হরলিক্স শুরু করতে পারতোনা ?
বিজ্ঞাপনটা দেখুন : আচ্ছা ঠিক আছে ইংরেজি বানানটা ভুল এবং ঠিকও করা হলো, কিন্তু অপু মনি তোমাকে দেখেতো বাঙালি মনে হয় তাহলে তুমি কেন কষ্ট করে বাংলা বানানটা ঠিক করলানা ?
বাঙালি হিসাবে তোমার আগে বাংলা বানানটা ঠিক করা দরকার ছিল, এরপর ইংরেজি, স্পানিশ , হিব্রু যা মনে হয় বানান ঠিক কর।
হরলিক্সের লজ্জা হওয়া উচিত, এই মাতৃ ভাষার মাসে আর কাজ পাইলোনা ইংরেজি ভাষার শুদ্ধি অভিযানে নামছে বাংলা ঠিক না কইরা বাঙালি দিয়া ইংরেজি ঠিক করে।
হায়রে আমাদের মাতৃ ভাষা, হায় আমাদের ভাষা শহিদ
ভাষা প্রেমিকরা এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন https://www.techtunes.io/reports/tune-id/105020/
আমি Mahmud Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, এইসব কোম্পানীর জন্মই হয়েছে ইংরেজদের জারজ ঘর থেকে, এরা মাতৃভাষার মর্ম বুঝবে কিভাবে। এরা ব্যবসা ছাড়া কিছুই বোঝেনা।