এই তো বেশি দিন না আমি টেকটিউনস এ আছি প্রায় আড়াই বছর ধরে। এতদিনে সাইটটাকে অনেক আপন করে নিয়েছি নিজের অজান্তেই। তাই টেকটিউনস এর যখন কোন সমস্যা হয় তখন কেন যেন নিজেকে ঠিক রাখতে পারি না। গত ২০১০সালে টেকটিউনস এর সার্ভার সমস্যা সহ অনেক কথা নিয়ে একটা টিউন করেছিলাম। যেটা করেছিলাম টেকটিউনস এর প্রতি ভালবাসার কারনেই।
টেকটিউনস নিয়ে আমার হতাশা এবং কিছু প্রশ্ন
তবে ভাল খবর হলো ঐ টিউনের পর সমস্যার অনেকটাই সমাধান হয়েছিল।
তবে এবারের টিউনের বিষয় একটু অন্য রকম। টেকটিউনস এর এডমিন প্যানেল নিয়ে আগে অনেক অসন্তোষ দেখা গেছে কারন তেমন এক্টিভ ছিল না প্যানেল। অনলাইন টাকা ইনকাম নিয়ে অনেক খারাপ সময় গিয়েছিল তখন। কারন মডারেট তেমন হইত না। তাই দেখা যেত স্পামিং এর জালায় টেকটিউনস এ ভিজিট করাটাই কঠিন হয়ে গিয়েছিল। তবে আশার কথা হলো এখন সেই সমস্যা নেই। এখন আগের চেয়ে অনেক একটিভ টেকটিউনস প্যানেল। টিউনতো মডারেট হয়ই সাথে অনেক সময় মন্তব্যও মডারেট হয়। এটা অবশ্যই ভাল দিক।
তারপরেও কথা থেকে যায়। টিউন পেন্ডিং করার ব্যাপারে আমি অনেক ক্ষেত্রেই বিরোধীতা করেছি। স্পাম নিয়ে পেন্ডিং ঠিক আছে পারলে ওদের ব্যান করে দেয়া উচিৎ কিন্তু অন্য সব টিউন পেন্ডিং এর ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিৎ।
ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে টিউন লিঙ্ক দিয়ে রিপোর্ট করা হয় টিউন পেন্ডিং করার জন্য। আমি অবাক হয়ে দেখেছি ঐখানে এমন অনেক টিউন আছে যে গুলা অনেকটা নির্বাচিত হওয়ার যোগ্য!!! অথচ শুধু মাত্র ছোট খাট কারনে ঐ সব টিউন পেন্ডিং করে দেয়া হচ্ছে। আমি ঐ গ্রুপে আগেও এ ব্যাপারে অনেকবার বলেছি কিন্তু কোন কাজ হয়নি। তাই বলা যায় বাধ্য হয়েই এই টিউন করা।
এবার বলি বর্তমান মডারেটর নিয়ে কিছু কথা। এখন যারা মডারেটর হিসেবে আছে তারা অনেকটাই প্রশংসার যোগ্য। কারন দেখা যায় তারা নিঃস্বার্থে ২৪ ঘন্টাই টেকটিউনস কে সময় দিচ্ছে। আমি অনেক সময় চিন্তা করি তারা পড়াশুনা করে কখন! যাই হোক এখন কথা হলো এরা বয়েসে অনেকটাই অনভিজ্ঞ। কোনটা পেন্ডিং করার যোগ্য আমার কাছে মনে হয় অনেক সময়ই এরা বুজে উঠতে পারে না। দেখা যায় নীতিমালার দোহাই দিয়ে টিউনটা পেন্ডিং করে দেয়া হচ্ছে। অথচ টিউনটা ছিল একটি সচেতনতামূলক টিউন। তাই বলে কেউ ভাববেন না তাদের সাথে আমার সম্পর্ক খারাপ। বলা যায় অনেক ভাল সম্পর্ক আমার সাথে। কিন্তু এই ব্যাপারে আমি সবসমই বিপক্ষে ছিলাম।
অনেক দিন আগে টপ টিউনার নিয়ে মডারেটর নির্বাচিত করা হয়েছিল ভোটাভুটির মাধ্যমে। যারা ছিল বয়সে বড় এবং অভিজ্ঞ। যে কোন কারনেই হোক তারা এডমিন হিসেবে যোগ দিতে পারেন নি। হয়ত উনারা হলে এই রকমের টিউন করার কোনই দরকার হতো না।
বর্তমান মডারেটরদের কাছে আমার প্রশ্নঃ আপনার কোন টিউন এই পর্যন্ত পেন্ডিং হয়েছে? আমি শিওর হয়নি। তাহলে বুজবেন কি করে একটা টিউন পেন্ডিং হলে কতটা কষ্ট লাগে টিউনারের? হয়ত জিজ্ঞেস করবেন আমার হয়েছিল কিনা। হ্যা আমারও একটা টিউন হয়েছিল তবে তার জন্য কোন দুঃখ নেই। কারন সেটা করার উপযুক্ত কারন ছিল। যেটা টিনটিন ভাই আমাকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দিয়েছিলেন।
কিছুদিন আগে বাসের হেল্পারকে ছাত্ররা ভাড়ার জন্য মারে এই জাতিয় একটা টিউন দেখেছিলাম। লিখাটা পড়ে মনটা ছুয়ে গিয়েছিল। আমি সহ অনেকেই মন্তব্য করেছিল। আজকে খুজে দেখি টিউনটা নাই। তাহলে আমাদের মন্তব্যের সম্মান রইল কই? নাকি মন্তব্য করার আগে মডারেটর থেকে পারমিশন নিয়ে নিতে হবে?
প্রধান এডমিনের কাছে আমার আবেদন স্পাম টিউন ছাড়া অন্য টিউন পেন্ডিং করার ব্যাপারে আপনি নিজে দেখবেন। নাহলে হয়তো একটি টিউন পেন্ডিং এর মাধ্যমে ভবিষতের একজন মান সম্পন্ন টিউনারকে অংকুরেই মেরে ফেলা হচ্ছে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ঠাণ্ডা মাথার হিসাব নিকাস, হে হে হে, ভাল হয়েছে টিউনটি