আমার ছ’জন কর্মচারী আছে, আমি যা কিছু জানি সব তারাই আমাকে শিথিয়েছে
তাদের নাম (কি, কে, কেন, কখন, কেমন করে আর কোথায়)
- অ্যারিস্টটল
বর্তমানে অনেক বাংলাদেশী যুবকরাই ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, কেউ নিজেকে সফল বলে দাবি করে আবার কেউ বলে আমাকে দিয়ে এসব হবে না। এই যে এখানেই ২টি কথা লুকিয়ে আছে ”সফলতা, হতাশা” আসলেই কি আপনি কাজ করতে গিয়ে ব্যার্থ হয়েছেন?নাকী সঠিক কাজটি করতে পারেন নি বলে নিজেকেই নিজে অযোগ্য মনে করছেন। আজকে আমি আপনাদের যা শেখাবো তা হলো সফল হতে যা করতে হয়।
এবং কোন কাজটি করলে আপনি ভালো মতো মানিয়ে নিতে পারবেন, বহুল জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং জব (ডাটা এন্ট্রি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভার্চুয়াল এসিসট্যান্ট, মোবাইল এপ্লিকেশন ডেভেলপিং, ওয়েব সাইট ডিজাইন, সার্ভার ট্রাবলশূটিং রিপেয়ারিং, গ্রাফিক্স, ডাটাবেস বিশেষজ্ঞ) এখানেই আছে আপনি যে কাজটি করতে চান বা বর্তমানে করথেছেন।
বর্তমানে অনেক ফ্রিল্যান্সিং জব টিউন এবং বিটিং সাইট রয়েছে এর মধ্যে জনপ্রিয় যেমন, 99designs, allfreelancework, getacoder, freelancers, odesk, freelance ইত্যাদি। এইসব সাইটে আপনার আইড়ি করা থাকলেই আপনি কাজের বিট করতে পারবেন, অথবা বাংলাদেশের ভিতরেই অনেক লোকাল কাজ পাওয়া যায় তাও আপনি নিত পারেন। আর কাজটি যেভাবে আপনার করে নিবেন
প্রথমেই একটি চার্ট তৈরী করুন আর লিখুন ক্লায়েন্ট কি কি সুবিদা চাইছেন,
সময় লিখে রাখুন, কিভাবে পেমেন্ট নিবেন তাও এখানে লিখুন
বাকি পেমেন্ট নিতে গিয়ে যে সকল ভুল আপনি করতে পারেন:-
উপরের ভুলের কারনে আপনি যা হারাবেন:-
ভালো ব্যবহার করেই ক্লায়েন্ট কে ধরে রাখবেন এভাবে:-
যা ভুল:-
ওই আমি তোর সাইট হ্যাক কইরা দিমু
তোর সাইটে ভাইরাস আগেই ডুকাই রাখছিলাম
আমি যানতাম এমন কিছু হবে তাইতো আমার পার্সোনাল কোড দিয়ে রেখেছি
সাইটের এডমিন দিমু না
সি প্যানেল তো আমার কাছে
এগুলো বলে নিজের স্টাটাস নামাবেন না আর এসব হলো ছোট বাচ্ছার মত কথা
আর এতে কোন সমাধান হবেই না বরং আপনার ক্যারিয়ার যাবে
যা ঠিক:-
স্যার/ভাইয়া আসলে আমাকে আপনার সাইটের জন্য বা কাজের জন্য প্রচুর সময় দিতে হয়েছে
আমি অন্তত (.) দিন ঘুমাতে পারি নাই
আমি আপনার সাথে সাইটের কাজ করার আগেই যা বলার বলেছি এর চেয়ে কম দিলে আমার কষ্টের সঠিক মূল্য পাবো না
ক্লায়েন্টকে বুঝাতে হবে যে আপনি ওই টাকা টাই চাইছেন যা পেলে আপনার পোষাবে।
নতুন নতুন অফারগুলো পুরানো ক্লায়েন্ট কে আগে জানান
মাঝে মাঝে আপনি যে সব সাইটের কাজ করেছেন তা দেখুন আর কোন কিছু বলার থাকলে তা ক্লায়েন্টকে বলুন
ক্লান্টকে নতুন কোন ফ্রি পরামর্শ দিতে পারেন।
আপনি যাদের চিনেন তাদের নাম মনে করুন
বর্তমান ক্লায়েন্ট থেকে জেনে নিন তারপরিচিত কেউ এই জাতীয় কোন কাজের সাথে জড়িত কিনা
সঠিক স্থানে বিজ্ঞাপণ দিন
সুন্দর ইমেইল মার্কেটিং
দেশের নামকরা ডিজাইন কোম্পানির সাথে হাত মিলিয়ে নিন
আপনারা ক্লায়েন্টের জ্ঞান খাটো করে দেখবেন না
প্রকৃত উদাহরণ দিন
কথা বলার এক্সপ্রেশন সহজ রাখুন
ক্লায়েন্টকে প্রশ্ন করতে উত্সাহিত করুন
আপনার প্রস্তাবনা ডিজাইন:
“আমি বা আমরা জানতে পেরেছি আপনি একটি ওয়েব সাইট বানাতে চাইছেন, আমি আপনার জন্য আপনার চাহিদা অনুযায়ী ওয়েবসাইটি বানাতে চাই।
আপনি যেই রকম সুবিদা চাইবেন সেই রকম খরচ পড়বে এবং এক্সট্রা কোন চার্জ নেই।
আপনার সাথে যদি এটাই আমাদের প্রথম কাজ হয়ে থাকে তবে আমি আপনাকে SEO টা ফ্রি করে দিতে চাই।
এবং পরবর্তীতে যে কোন সমস্যা নিয়ে আপনি আমার সেবা পাবেন “
এবার নিচে আপনার কোম্পানির বা আপনার পরিচয় দিন এভাবে
এবিসি উইজেট ওয়েবসাইট ডিজাইন প্রস্তাবনা
সূত্র:.
লোকেশন:.
যোগাযোগ মাধ্যম:.
পরিশেষে একটি সাইন দিন।
আমার মতে ৫টি আইডিয়া দিলাম:
আকর্ষণীয় গ্রাফিক্স এবং প্রদর্শণ করে ব্যবহার করুন
দেখুন
দেখুন
আগ বাড়িয়ে কোন সুবিদা দিতে যাবেন না
Youtube
বিনামূল্যে কিছু পরামর্শ দিবেন
নিজের একটি টিউনার তৈরী বরুন আর সেটি ইমেইলের সাথে সবসময় এটাচ করে দিবেন।
আপনি কিছু T-শার্ট সঙ্গে আপনার নতুন ডিজাইন(লোগো) মুদ্রিত তরে আপনার বন্ধু এবং আপনার ক্লায়েন্টকে দিতে পারেন।
নিজের সাথে সবসময় একটি কলম এবং একটি ছোট নোট রাখতে পারেন যাতে নতুন আইডিয়া মাথায় এলে নোট করে রাখতে পারেন।
ছুটির দিনে আপনি আপনার লোগোর সঙ্গে কিছু নান্দনিক গ্রিটিংস কার্ড এবং মুদ্রণ আপনার ক্লায়েন্ট, বন্ধুদের প্রেরণ করতে পারেন
নিজের একটি ব্যক্তিগত ভিজিটিং কার্ড বানিয়ে নিন
মাঝে মাঝে সন্ধায় বা বিকেলে ক্যাফেতে গিয়ে কপি খেতে পারেন আর নতুন কারো সাথে পরিচিত হতেও পারেন যদি সেখানে আপনার কোন বিজ্ঞাপণ লাগানো থাকে।
স্থানীয় পত্রিকার কারো সাথে ভালো সম্পর্ক রাখুন
আপনার করা ডিজাইন(সাইটের ডিজাইনের) সঙ্গে সৃষ্টিশীল এবং/অথবা মজার বুকমার্ক মুদ্রণ এবং প্রাসঙ্গিক বই বই সঞ্চয় কফি শপ এবং চা দোকান রাখুন।
আউটডোর ব্যানার তৈরি করুন, এবং আপনার শহর কেন্দ্রে রাখুন
আপনার স্থানীয় থিয়েটার, অথবা বিনোদন প্রতিষ্ঠান এবং যোগাযোগ তাদের শো এক জন্য একটি সুন্দর ওয়েবসাইট ফ্রি অফার করুন
ব্যবসায়িক পরিকল্পনা
বাজেট
জনবল(কত জন মিলে সার্ভিস দিবেন)
একটি রিসেলার একাউন্ট অথবা একটি ডেডিকেটেড সার্ভার কিনুন
আপনার ওয়েব হোস্টিং ব্যবসার বিজ্ঞাপণ দিন
ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ রাখুন
সর্বশেষ যা বলতে চাই,
১০০% আপটাইম সার্ভার
আমরাই সবার সেরা
আনলিমিটেড স্পেস
আমাদের সার্ভারের সাইট হ্যাক হয় না
[কোন কম্পিউটারের হার্ডডিক্স কি আনলিমিটেড হতে পারে? তাহলে স্পেস কেমনে আনলিমিটেড হবে]
[সার্ভার এর ক্যাশিং ক্লিয়ার করতে মাঝে মাঝে সাইট ডাউন হতেই পারে]
[নিজের টা তুলে দরুন আর কে কেমন তা বলার প্রয়োজন নেই]
সাইট লোড হতে সময় বেশি লাগে কেন
একটু পর পর সার্ভার ডাউন হচ্ছে
ইরর দেখাচ্ছে
ব্যান্ডওয়াইথড খুব দ্রুত শেষ হচ্ছে কেন
ftp কাজ করছে না, পারমিশন ইরর
ব্যাক আপ নিতে পারছি না কেন
[আপনি আগে থেকেই এই ধরনের প্রশ্নের উত্তর তৈরী করে রাখতে পারেন, আপনি টিউটোরিয়াল/faq বানিয়ে রাখুন, তাহলে ইনষ্টান্ট সমাধান করে দিতে পারবেন। ]
১। গ্রাহক এর সাথে যোগাযোগ না রাখার চেষ্টা করা
২। গ্রাহক খুব প্রয়োজনে ফোন করলে আপনি বার বার রিং বাজলেও না রিসিভ করা
৩। গ্রাহকের সাথে উচ্চস্বরে কথা বলা
৪। হুমকি দেয়া
৫। বিশ্রি ভাবে গালাগাল করা
৬। গ্রাহকের কথা শেষ হবার আগেই উল্টো তাকে প্রশ্ন করা
[গ্রাহক নিজেই সার্ভার/হোষ্টিং নিয়েছে এখন সে তার সার্ভারে চলে যেতে চায় আর আপনার সাহায্যে চাইছে, মেন সে তার ফুল ব্যাকআপ চায়, তার সঠিক আইপি চায়(ফাইল ট্রান্সফার করার কাজে), যদি ডোমেইন ও আপনি দিয়ে থাকেন তবে সে ডোমেইন কন্ট্রোল চাইবে।
দয়া করে আপিন গ্রাহকের পাওনা দিয়ে দিন, অনেকে মেজাজ ঘরম করে গ্রাহকের ব্যাকআপ দেয় না, ফোন ধরে না, ইমেইল রিপ্লে দে না এবং সর্বশেষ কন্ট্রোল দিতে চায় না, আবার গ্রাহকের ফাইল ডিলেট করে দে
যদি এসব করেন তবে যায়গা মত ধরা খাবেন.ইজ্জত তো যাবে সাথে বিজনেস যাবে হাতাহাতিও হতে পারে]
১। গ্রাহক যে প্যাকেজ কিনেছে তা গ্রাহক কে না জানিয়ে কয়দিন পর চেন্জ করে দেয়া
২। গ্রাহক কে না বলে সার্ভার চেন্জ করা
৩। নিজের ইচ্ছে মতো ব্যান্ডওয়াইথড কমানো বা বাড়ানো
৪। বিনা প্রয়োজনে(অনুমতি ছাড়া) গ্রাহকের সি প্যানেলে প্রবেশ
৫। ১ম বছরের পর রিনিউ করার সময়ে অতিরিক্ত খরচ দাবি করা
১। মাঝে মাঝে গ্রাহক কে মেইল করুন(মাল্টি ইউজার মেইল)
২। গ্রাহককে ফোন করে তার সাইটের অবস্থার কথা জেনে নিন, মানে সার্ভার এর কোন সমস্যা দেখা যাচ্ছে কিনা
৩। গ্রাহককে ছোটখাট সাইটের জন্য হোষ্টিং উপহার দিন যাতে গ্রাহক আপনার প্রতি সন্তুষ্ট হয়
৪। অলাভজনক প্রতিষ্ঠানের জন্য হোষ্টিং স্পন্সর করুন
৫। ১টি পরিপূর্ণ ইউজার গাইড তৈরী করুন
গ্রেস, গ্রম্সান, গ্লিট ও গুর্টস(দয়া, সাধারন বুব্ধি, চরিত্রের দৃঢতা এবং সহন শক্তি)
এই টিউনের প্রতিটি কথা আমার নিজের আইডিয়া থেকেই লেখা, কোথাও থেকে নিয়ে লেখা নয়, তাই আমার অনেক কথা আপনার সাথে না মিলতে পারে এবং আপনার সাথে না মিললেও আরেকজনের সাথে মিলবে এটাই স্বাভাবিক। তাই আমি অগ্রিম সরি বলে দিচ্ছি।
টপিক্স: আনোয়ার হোসেন রানা (Cx Rana)
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, শেষ বর্ষ
ছবি সংগ্রহ:গুগল
ধন্যবাদ:
যারা কাজ করতে গিয়ে হতাশায় ভুগতেছেন তাদের জন্য আমি আছি, বাস্তব বিশ্বের জীবিত কিছু বাস্তব শিক্ষা প্রয়োজন?
স্বাগতম ফ্রেশনোলজিতে-অ্যাডমিশন খোলা, আসুন এবার স্মার্ট বনে যাই।
[এডমিন:-লেখা ভালো হলে স্টিকি করুন]
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
[ Note ]
লেখাটি উপরের দেয়া (ধন্যবাদ )সাইট সমূহে তে কপি করে দেয়া যাবে,তবে
টেকটিউনস
এর লিংকটি দিতেই হবে।