আমি স্টুডেন্ট,তাই আমার কাছে রক্তের মুল্য পাঁচ টাকা!!!!

প্রথমেই ক্ষমা চেয়ে নেই ,এবং বলে নেই এটি টেকনো বিষয়ক কোনো টিউন না! আমি নিজের কাছে অপরাধী হয়ে লিখছি আমি অনেক বড় মাপের লেখক নই ,তাই বড় বড় ব্লগ এ লিখার সৌভাগ্য হয় নি কখনো৷ হয়ত হবেও না ৷
আমি এই technology বিষয়ক  ব্লগ টাকেই ভালোবেসেছি তাই এটাতেই লিখছি ,উদ্দেশো আপনাদের সাথে শেয়ার করা ....................
সেদিন সোমবার ছিল৷ বনানী থেকে ফিরব ........ দিবানিশি বাস এ  না উঠে একটা লোকাল বাস এ উঠে পড়ি......ভাগ্য ভালো বলতে হবে ,উঠেই সিট পেয়ে যাই ৷লোকাল বাস এ সিট পাওয়া সোভাগ্য ......অল্প কিছুক্ষণ পরেই বাস ভরে উঠে ৷অনেক গিজা-গিজি করে মানুষ দাড়ালো......হেল্পার এসেই ভাড়া চাইতেই -বললাম নামার সময় দিব ৷ হেল্পার অন্যদের থেকে ভাড়া আদায় করে চলে গেল কিছুক্ষণ পর বাস সাতরাস্তার (খুবসম্ভব) কাছাকাছি  আসতেই সে বাসের পিছনে গেল, ভাড়া নিতে এবং ভাড়া নিয়ে দরজার সামনে আসল লোক নামাতে৷ চোখ টা বুঝে রেখেছিলাম ,হঠাৎ প্রচন্ড হই-হুল্লোড়ে জেগে উঠলাম ৷ তাকিয়ে দেখি একটা মানুষের মাথা বেয়ে রক্ত ঝরছে আর ভিতরের দিক থেকে বাসের হেন্ডেল ধরে আছে!!! আর  আরেকটা ছেলে অনবরত তার পেতে লাথি মারছে!!! প্রায় ১০ সেকেন্ড  পরে এই নরক থামল! বাসের মানুষ নির্বাক , বাইরের লোকগুলো ছেলেটাকে থামালো ৷তার সাঙ্গপাঙ্গরা বাস এ বাড়ি দিয়ে বলছে বাস চালাতে৷ ড্রাইভার ভয়ে বাস ছাড়ল৷ চেয়ে দেখি রক্তাক্ত মানুষ টা বাসের হেল্পার ৷
তার সহযোগীর সার্টের বোতামগুলো ছিঁড়া!! কি হযেছিল ? জানতে চাইলে পাশের লোক জানালো -হেল্পার গিয়ে ছিল পিছনে ভাড়া আনতে ,ওই ছেলে গুলোর কাছে ভাড়া চাইতে....কিন্তু ছেলে গুলো ভাড়া চাওয়ার পর কোনো কথায় বলেনি ! বাস থেকে নেমেই হেল্পার কে এলোপাথারি লাথি আর গুসি মারে হেল্পার এর সহযোগী মাফ চাইতে গেলে তাকেও মারে! মেরে রক্তাক্ত করে তার পরে থামে ............

http://media.knoxnews.com/media/img/photos/2010/10/28/102810halloween-blood_t607.jpg

আমার খুব জানতে ইচ্ছা করে আমরা কিভাবে নিজেদের সভ্য জীব বলে দাবি করি, মাত্র চার-পাচ টাকার জন্য ছেলে গুলো ওকে মেরে চলে গেল আবার  বলে গেল যে ,তারা নাকি স্টুডেন্ট !! সেদিন আমি পারিনি বাসের মেঝেতে লুকাতে কেননা আমার কাধেও ছিল বইয়ের ব্যাগ ,বুকে ছিল স্টুডেন্ট এর id ! এত ছোট লাগছিল নিজেকে, লজ্জায় sunglass টা খুলে চোখে লাগাই .....দেখছিলাম হেল্পার এর সহযোগীর চোখ দিয়ে পানি পড়ছিল৷সে তবুও কাঁপা কাঁপা গলায় বাসের ভাড়া দিতে বলছিল ৷ আমার কাছে এসেই কাধে বেগ দেখে এড়িয়ে যেতে চাইলো ,আমি হাত ধরে বললাম আমি আমি স্টুডেন্ট না !ভাড়া নিন!
আমি তার চোখের দিকে তাকাতে পারি নি ,গন্তব্য আসার আগেই টলতে টলতে বাস থেকে নেমে পড়ি৷
আমি জানিনা সেদিন ব্যাগ কাধে বই গুলো নিয়ে মিথ্যা বলা উচিত হযেছে কিনা৷ আমি শুধু পালাতে চেয়েছি লজ্জায় -ঘৃণায় মানুষরুপী পশুর পরিচয় থেকে........
এখনো লোকাল বসেই চড়ি৷ বাস এ কেউ স্টুডেন্ট বলে পরিচয় দিলেই ,মুখ ঘুরিয়ে  চেয়ে  দেখি মানুষ তো ? নাকি পিছনে একটা পশুও আছে !!!
http://balaarjunan.files.wordpress.com/2007/06/drop-globe-man.jpg

Level 0

আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

monta kharap hoye gelo bro tomar kotha shune ….

অসাধারন লিখেছেন। মনটা ছুয়ে গেল।
মাঝে মাঝে এমন দৃশ্য চোখে পড়ে। সত্যি তখন ছাত্র হিসেবে লজ্জা লাগে। 🙁

    (নিচের এই কথাগুলো যে মুহুর্তে লিখেছিলাম সে মুহুর্তে টিউন টি আবার ফিরে পেলাম………….. ধন্যবাদ হাসান ভাই)

    ‘প্রথমে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়া কে অনেক ধন্যবাদ ………টিউন টা আমার ছিল……… আমি আগেই ধরে নিয়ে ছিলাম যে টিউন টা পেন্ডিং হতে পারে …….নন টেকি বিষয়ক, তাই সবার কাছে আগে ক্ষমা চেয়েছিলাম ……যেন যাদের ইচ্ছা নেই, তারা চলে যেতে পারে ………..আমি বলে ছিলাম আমি কোনো বড় ব্লগার নই,বড় ব্লগে লেখার যোগ্যতাও নেই ৷আমি এই প্লাটফর্ম টাকে ভালোবাসী, তাই কিছু কথা আমার ডায়রির পাতা থেকে শেয়ার করেছিলাম৷টেকটিউনের প্রতি আমার কোনো অভিযোগ নেই…………শুধু এই টুকু বলব,আমার টিউনটাতে কেও ক্ষতিগ্রস্ত হত না ………….আমরা কেউ ই অতিমানব না ……তাই আমরা ভুল করি ………. কিন্তু ভুল বুঝার ক্ষমতা /শুধরানোর সুযোগ আমরা খুব কমই পাই…….কখনো কখনো কিছু ভুল আমাদের মনুষত্বের পরিচয় কে মুছে দেয়…………..এমন ভুল যেন আমরা কেউ না করি ………শুধু এই massage তাই দিতে চেয়েছিলাম ৷
    যাই হোক ………………………….সবাই কে অনেক ধন্যবাদ টিউন এর পক্ষে বিপক্ষে মন্তব্য দেওয়ার জন্য৷ কেউ ওই টিউন টি পড়তে চাইলে facebook ই যোগাযোগ করতে পারেন ৷ আমার facebook id :nahidrayhan ‘

Level 0

ভালো মানুষের বড়ই অভাব আজকাল ! আর কিছু লেখার ভাষা নেই .. .. 🙁

    @Salman vai: কথাটা ভুল………… প্রতিটা মানুষ ই ভালো !কেউ তার মনুষত্বকে আগলে রাখে ,আর কেউ গলা টিপে হত্যা করে !!

লিখেছেন ভালই । যারা ছাত্র পরিচয়ে এরকম করে তারা কি আসলেই ছাত্র নাকি অন্য কিছু ( পশু) ?

৭/২/২০১২ তে রাত ১ টার বাংলা সংবাদ মোহনা টিভি তে দেখানো হল আপনার এই ঘটনাটি , আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম দেখে সংবাদ টি , সেখানে ঘটনাটি সম্পূর্ণ উলটো করে বর্ণনা করা হয়েছে , বাসের হেল্পার নাকি ছাত্রদের মেরে রক্তাক্ত করেছে । সেই ঘটনাকে কেন্দ্র করে মিরপুর রোডে ছাত্ররা ভাংচুর করে এবং ঐ ঘটনার প্রতিবাদ করে ।

ভাই দেখিনি…………….ঘটনা টা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে …………..মিডিয়ার প্রতি আমার বিন্দুমাত্র আস্থা নেই

অত্যন্ত সুন্দর লেখা ও মর্মান্তিক ।

@নাহিদ রায়হান:

সত্য মিথ্যা জানিনা ভাই , আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না , যদি আপনার লিখাটা সত্যি হয়ে থাকে তাহলে ১০০% টিভি তে যে নিউস হইছে তা মিথ্যা । আমি শুধু এটুকুই বলতে পারব ।

মাঝে মাঝে আমাদের মনুষ্যত্ব পরিক্ষা করা দরকার । আমরা ক্রমেই কি পশু হচ্ছি নাকি আরও ভয়ঙ্কর কিছু । আমি যখন কমেন্ট করছি তখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুন হইয়ে গেলো দুইটা তাজা রক্ত । আর ভালো লাগে না 🙁

স্টুডেন্ট রূপি এসব বীর বাহাদুরদের সামাজিক ভাবে বয়কট করা উচিত । জাতীয় স্বার্থ কে ভুলে গিয়ে যারা দলীয় ক্ষমতার জোরে নিরীহ মানুষের উপর অত্যাচার করে তাদেরকে সামাজিক ভাবে ঘৃণার দৃষ্টিতে দেখা উচিত। এরা মানুষ না মানুষরূপি ……………………।