গত বছরেরই কথা । দেশের পতাকা প্রথমবারের মত সগৌরবে উড়লো বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিযোগিতা ইমেজিন কাপের মঞ্চে । গতবার বাংলাদেশের একমাত্র প্রতিযোগী দল সারা বিশ্বের মানুষের ভোটে জিতে নেয় পিপলস চয়েস আওয়ার্ড ।
বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিযোগিতা ইমেজিন কাপের ১০ম আসরের প্রথম পর্বের শুরু হয়ে গেছে । প্রযুক্তিতে আগ্রহ আছে এবং সফটওয়্যার ডেভলপ করতে পারেন এমন যে কেউ অংশ নিতে পারবেন ইমেজিন কাপে । এইবারের ইমেজিন কাপের থিম - "Imagine a world where technology helps solve the toughest problems" বা "কল্পনা করো এক বিশ্ব যেখানে কঠিনতম সমস্যাগুলো সমাধান হবে প্রযুক্তির সাহয্যে" । ইমেজিন কাপের বাংলাদেশ পর্বের বিজয়ী দল যাবে অস্ট্রেলিয়ার সিডনীতে, যেখানে বসবে ইমেজিন কাপের মূল আসর ।
একজন মেন্টরসহ সর্বোচ্চ চারজনের দলে অংশ নেয়া যাবে ইমেজিন কাপে । প্রতিযোগীদের সবার বয়স কমপক্ষে ১৬ হতে হবে । তারপর থিমের সাথে সামন্জস্য রেখে প্রথমে একটি প্লান দাড় করাতে হবে । সেটি জমা দেয়ার পর মাইক্রোসফট বাংলাদেশের সবুজ সংকেত মিললেই ২য় রাউন্ড শুরু হবে । সেখানে টুল এবং তার উপর একটি ভিডিও ও একটি প্রটোটাইপ (ডেমো ধরণের) তৈরী করে জমা দিতে হবে।
তারপর মাইক্রোসফট বাংলাদেশ সারা দশের প্রতিযোগীদের প্রজেক্ট বিশ্লেষন করে চূড়ান্ত রাউন্ডের মাধ্যমে দেশের সেরা তিন দল ঘোষণা করবে । ১ম স্থান অধিকারী দল যাবে অস্ট্রেলিয়া । ২য় ও ৩য় স্থান অধিকারী দলের প্রত্যেকে পাবে যথাক্রমে ৫০,০০০ ও ৩০,০০০ টাকা মূল্যমানের ল্যাপটপ ।
প্রাথমিক আবেদন জমা দেয়ার শেষ সময় ২১শে ফেব্রুয়ারী ২০১২ । এই সময়ের মাঝেই মাইক্রোসফট বাংলাদেশ বিভিন্ন ভার্সিটিতে ইমেজিন কাপের বুট ক্যাম্প আয়োজন করবে । প্রতিযোগীতার অনলাইন নিউজ পার্টনার টেকটিউনস । ইমেজিন কাপের সব খবরাখবর জানতে চোখ রাখুন টেকটিউনসেই ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ নিজামী ভাই। টেকটিউনসের সাথে থেকে আপডেট তথ্য জানা যাবে। অপেক্ষায় রইলাম কে হয় বিজয়ী