শিক্ষার্থীদের আবার বিশ্ব জয়ের হাতছানি – মাইক্রোসফট ইমেজিন কাপ ২০১২। টেকটিউনস হলো অফিসিয়াল অনলাইন নিউজ পার্টনার

গত বছরেরই কথা । দেশের পতাকা প্রথমবারের মত সগৌরবে উড়লো বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিযোগিতা ইমেজিন কাপের মঞ্চে । গতবার বাংলাদেশের একমাত্র প্রতিযোগী দল সারা বিশ্বের মানুষের ভোটে জিতে নেয় পিপলস চয়েস আওয়ার্ড

বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিযোগিতা ইমেজিন কাপের ১০ম আসরের প্রথম পর্বের শুরু হয়ে গেছে । প্রযুক্তিতে আগ্রহ আছে এবং সফটওয়্যার ডেভলপ করতে পারেন এমন যে কেউ অংশ নিতে পারবেন ইমেজিন কাপে । এইবারের ইমেজিন কাপের থিম - "Imagine a world where technology helps solve the toughest problems" বা "কল্পনা করো এক বিশ্ব যেখানে কঠিনতম সমস্যাগুলো সমাধান হবে প্রযুক্তির সাহয্যে" । ইমেজিন কাপের বাংলাদেশ পর্বের বিজয়ী দল যাবে অস্ট্রেলিয়ার সিডনীতে, যেখানে বসবে ইমেজিন কাপের মূল আসর ।

একজন মেন্টরসহ সর্বোচ্চ চারজনের দলে অংশ নেয়া যাবে ইমেজিন কাপে । প্রতিযোগীদের সবার বয়স কমপক্ষে ১৬ হতে হবে । তারপর থিমের সাথে সামন্জস্য রেখে প্রথমে একটি প্লান দাড় করাতে হবে । সেটি জমা দেয়ার পর মাইক্রোসফট বাংলাদেশের সবুজ সংকেত মিললেই ২য় রাউন্ড শুরু হবে । সেখানে টুল এবং তার উপর একটি ভিডিও ও একটি প্রটোটাইপ (ডেমো ধরণের) তৈরী করে জমা দিতে হবে।

তারপর মাইক্রোসফট বাংলাদেশ সারা দশের প্রতিযোগীদের প্রজেক্ট বিশ্লেষন করে চূড়ান্ত রাউন্ডের মাধ্যমে দেশের সেরা তিন দল ঘোষণা করবে । ১ম স্থান অধিকারী দল যাবে অস্ট্রেলিয়া । ২য় ও ৩য় স্থান অধিকারী দলের প্রত্যেকে পাবে যথাক্রমে ৫০,০০০ ও ৩০,০০০ টাকা মূল্যমানের ল্যাপটপ

প্রাথমিক আবেদন জমা দেয়ার শেষ সময় ২১শে ফেব্রুয়ারী ২০১২ । এই সময়ের মাঝেই মাইক্রোসফট বাংলাদেশ বিভিন্ন ভার্সিটিতে ইমেজিন কাপের বুট ক্যাম্প আয়োজন করবে । প্রতিযোগীতার অনলাইন নিউজ পার্টনার টেকটিউনস । ইমেজিন কাপের সব খবরাখবর জানতে চোখ রাখুন টেকটিউনসেই ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ নিজামী ভাই। টেকটিউনসের সাথে থেকে আপডেট তথ্য জানা যাবে। অপেক্ষায় রইলাম কে হয় বিজয়ী

নিজামী ভাই, টিউনটির জন্য ধন্যবাদ, অপেক্ষায় রইলাম বাংলাদেশ কে বিজয়ী দেখার আশায়।

Techtune ব্যবহারকারীদের জন্যে রইল বেশি বেশি শুভকামনা।

আমি আশা করি টেকটিউন্স আগামীতে তথ্যপ্রযুক্তির এক বিশাল ভান্ডারে পরিণত হবে। আমি টেকটিউন্সরে উত্বর উত্বর সমৃদ্ধি কামনা করি এবং শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের আনাচে-কানাচে যেন ছড়িয়ে পড়ে আজকের এই টেকটিউন্স।

অপেক্ষায় থাকলাম আপডেট খবর এর জন্য

নিউজ পার্টনার টেকটিউনন্স জেনে খুশি হলাম 😀

Level 0

ekhn dekhbe prithibi je amrao pari.

খুশির খবর , নিয়মিত আপডেট জানবেন ,

Level 0

বাংলার দামাল ছেলেরা আবার বিশ্ব জয় করবে, তাদের শুভকামনায়, ইতি।

ভাল সংবাদটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আরো যদি বিস্তারিত কয়েকটা বিষয় তুলে ধরতেন।
যেমন – http://tech.net.bd/ICimages/IC12_Software_Design_R1_Project_Plan_Preliminary_Summary.doc লিঙ্ক থেকে যে টেমপ্লেট ডাউনলোড করলাম। এখানে অনেকগুলো বিষয়পূরণ করতে হবে। যারা এবারই প্রথম অংশ নিতে চায় তাদের জন্য এমন একটা পূরণ করা টেমপ্লেট দিতে পারেন যা দেখে তারা যেন রিকোয়ারমেন্টগুলো পূরনের স্টাইলটা বুঝতে পারে। একটি সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে কি ডায়াগ্রাম দিতে হবে বা কোডিং এর কতটুকু ব্যাখ্যা দিতে হবে এ ব্যাপারগুলোতেও স্পষ্ট ধারনা আসত। তাছাড়া আমার জানা নেই যে আমি কি এবারের থিমের উপর নির্ভর করে নিজের ইচ্ছামত কোন একটা সফটওয়্যার তৈরি করে তাও কি সাবমিট করতে হবে নাকি।
কোন একটা সফটওয়্যার তৈরি করতে মাইক্রোসফটের জিনিস সি শার্প, ডট নেট, ভিজুয়াল বেসিক বা ভিজুয়াল সি প্লাস প্লাস কি অবশ্যই ইউজ করতে হবে নাকি?

গতবারের ইমেজিন কাপে কি হয়েছিল তা সম্পর্কে খুব একটা খোঁজ-খবর না রাখার কারনে এই সম্পর্কে তেমন ধারনা নেই। আগামীবার অংশগ্রহনের অবশ্যই ইচ্ছা আছে।

শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক ইমেইলের ক্ষেত্রে আমরা জানি যে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং ইআইআইএন এর সমন্বয়ে ইমেইল এড্রেস এবং ইআইআইএন নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় । কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে এটি কাজ করছে না। অনুগ্রহ করে কেউ কি জানাবেন যে মাদরাসার ক্ষেত্রে ইআইআইএন ভিত্তিক ইমেইল ও পাসওয়ার্ড কি হবে। এ বিষয়ে জরুরী সাহায্য চাইছি।

গতবারের বিজয়ীদের নিয়ে ইত্যাদির প্রতিবেদন দেখুন http://bdstudentstalk.com/events/microsoft-imagine-cup-2012/msg114/#msg114

Level 3

অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিজামী ভাই একটা অনুরোধ আপনার কাছে ।আপনি আরেকবার আর একটু বিস্তারিত লিখুন Easy Boot নিয়ে।আমি আপনার আগের টিউনটিতে মন্তব্য করেছি।একটু দেখবেন। আমি চাই Easy Boot দিয়ে এক্সপি,হিরেণবুট,আরো বিভিন্ন ধরনের iso ফাইল এ্যাড করতে background image,logo change করলাম পারছিনা তবে অন্যের তৈরি করা জিনিস এডিট করতে পারছি।