বাংলাদেশ ব্যাংক কর্তৃক Forex Trading এর ওপর নিষেধাজ্ঞা ও সতর্কতা জারী!

বাংলাদেশ ব্যাংক কর্তৃক Forex Trading/Dealing কে অবৈধ ঘোষণা করে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা ও সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি গত ১২/০১/২০১২ তারিখে প্রকাশ করা হয়েছে। এতে জনসাধারণকে সতর্ক করে বলা হয়েছে যে, তারা যেন Forex Trading/Dealing এর কোন বিজ্ঞাপন বা প্রশিক্ষন কোর্সে আকৃষ্ট হয়ে এজাতিয় প্রতারণামূলক ও অবৈধ ব্যবসায় জড়িত না হন। আর এ বিজ্ঞপ্তিতে Forex Trading/Dealing এর প্রশিক্ষন কোর্স এবং ব্যবসার বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথাও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এর অনুমদিত ডিলার বা মানিচেঞ্জার ব্যতীত অন্য কারো সাথেই বৈদেশিক মুদ্রার কোন ধরনের লেনদেন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আশা করি এ বিষয়ে আমরা সতর্ক হব।

প্রেস বিজ্ঞপ্তিটির লিংক। (পিডিএফ ডকুমেন্ট)

ওয়েবসাইট এ গিয়ে ১২ জানুয়ারীর ২ নং বিজ্ঞপ্তিটির details এ ক্লিক করুন।

বাংলাদেশ ব্যাংক এর বিভিন্ন ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে এই ওয়েবসাইট এ একটি অংশ রয়েছে, যার মাধ্যমে সহজেই জাল নোট সনাক্ত করা যায়। অনেকের প্রয়োজন হতে পারে মনে করে এর লিংক টি দিয়ে দিলাম। এই পেজের লিংক গুলতে ক্লিক করলে এক একটি ইমেজ আকারে নোটগুলোর নিরাপত্তা সম্পর্কিত তথ্য দেখা যাবে।

জাল নোট সনাক্তকরণ লিংক

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ, এফ, এম, আসাদুজ্জামান এর সাথে কথা বলে তারপর কমেন্ট টা করছি। এখানে ফরেক্স কে অবৈধ ঘোষণা করা হয় নি। ফরেক্স এর নামে যারা ভিবিন্ন বিজ্ঞাপন এবং প্রশিক্ষণ করানর কথা বলছে এবং নানা ধরনের লোভ ও প্রলবন দেখাচ্ছে তাদের অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং আমরা যে ভাবে ফরেক্স এ টাকা আদান প্রদান করি তাঁকে অবৈধ বলা হয়েছে। ফরেক্স সম্পূর্ণ বৈধ ।

    Level 0

    @রাজু:টাইটাল দেখে ভাবলাম মনে হলো যে ফরিক্স হয়তো গায়েব।

      @ebookbd: আমিও ভয় পাইছি, ৩-৪ বছর এটার উপর পেট চলছে। ভাবলাম এই বুজি পেটে লাথি পরল।

Level 0

হতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ 🙂

Level 0

রাজু ভাই সহমত।

Level 0

রাজু ভাই একটু কি বিস্তারিত বলবেন বিজ্ঞপ্তি সম্বন্দে।”এ, এফ, এম, আসাদুজ্জামান ” উনি কে।

    @rock: এ, এফ, এম, আসাদুজ্জামান হচ্ছে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়ের মহাবেবস্থাপক। যিনি এই ঘোষণাটি দিয়েছেন।

রাজু ভাই সহমত।

kindly না জেনে ভুল ইনফর্মেশন দিবেন না।। (টিউন করবেন না)

    Level 0

    @সালাম: মিঃ রাজুর কমেন্ট এর একটি অংশে বলা আছে “এবং আমরা যে ভাবে ফরেক্স এ টাকা আদান প্রদান করি তাঁকে অবৈধ বলা হয়েছে।” তাহলে একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষন, বিজ্ঞাপন এবং লেনদেন পদ্ধতির সমস্তই যখন অবৈধ, তখন কোম্পানী বৈধ কিংবা অবৈধ হলে কোন পার্থক্য হয় কি? এ যেন মদ বেচা-কেনা এবং পান করা অবৈধ কিন্তু এর বোতলটি বৈধ এরকম বুঝানো। বাস্তবতা হচ্ছেঃ এজাতীয় কোম্পানী গুলোর মাধ্যমেই দেশের রিজার্ভ মূল্যবান বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে। আমার মনে হয় বাংলাদেশে ডলারের বর্তমান মূল্যবৃদ্ধির পেছনেও এদের কিছু না কিছু অবদান রয়েছে।

      @SamuraixBD: ভাই একটা ব্রোকার হাউস দেখান যেটা বাংলাদেশি। এখানে কোম্পানী বলতে বুজিয়েছে যে যারা ভিবিন্ন বিজ্ঞাপন ও প্রলোভন দেখিয়ে মানুষ কে ফরেক্স শিখানোর নামে মোটা অংকের টাকা নিচ্ছে তাদের কথা। তার মানে এখানে মদ ও বৈধ মদের বোতলও বৈধ, সুধু যারা টা সরকারের অনুমতি ছাড়া বিক্রি করছে তারা অবৈধ। আর আমরা সাধারনত একজন আরেকজনের কাছ থেকে ডলার কিনি এর সাথে ব্যাংক ও সরকারি কোন সম্পর্ক নেই, তাই এটাও অবৈধ। আপনি ব্যাংক এর মাধ্যমে ব্রোকার থেকে লেন দেন করেন, কোন অসুবিদা হবে না। আর যেই বিজ্ঞপ্তির কথা বলছেন আপনি সেটাই ভালো মতো পরে দেখুন, যে কোন যায়গায় ফরেক্স কে অবৈধ বলা হয়েছে? আর ফরেক্স টা কি কবে থেকে এর জন্ম তা আগে ভালো মতো জেনে নিলে মনে হয় ভালো হত।

আমার মনে হয়। । যারা বৈধ ভাবে foreign currency earn kore বা bangladesh bank authorized dealer er মাধমে ডলার ক্রয় করে তারা পারবে । । ।

    Level 0

    @সালাম: ভাই, আপনার অনুমান সঠিক হলেই ভালো। মন্তব্যের জন্য ধন্যবাদ। 🙂