www.instant-recharge.com সাইট এর প্রতারণা থেকে সাধু সাবধান!!! সকলের সুবিধার কথা চিন্তা করে Alertpay, Paypal, Moneybookers Account থেকে মোবাইলে টাকা আনার ভাল কোন সাইট শেয়ার করুন***

আসসালামু আলাইকুম। টেকতিউন্স বন্ধুরা আশা করি ভাল আসেন। আজ আপনাদেরকে একটি প্রতারক Web সাইট থেকে সাবধান করার জন্য এই টিউন। কিছুদিন আগে Techtunes এ "৫০% বোনাস অফার !!! এখনই নিন !!! " এই শিরোনামে একটি টিউন পাই। এবং অই সাইট থেকে মোবাইলে টাকা Recharge করার জন্য ১০ ডলার পে করি। কিন্তু আজও আমার টাকা আসে নাই। তারপর গতকাল টেকতিউন্স এ সাহায্য বিভাগে এ নিয়ে একটা পোস্ট করি।

সেখানে যারা কমেন্ট করেছে হুবুহু তা তুলে ধরলামঃ

 

জ্বি । আপনি নিশ্চিন্তে রিচার্জ করতে পারেন ।

@শুভ: কিভাবে আপনি নিশ্চিন্ত হলেন? তারমানে বাটপার দলের আপনিও একজন সদস্য!!!! আমি আপনাকে চিনি…. ধানমন্ডির শুভ…… আরকিছু বললাম না… সবার কাছে অনুরোধ অতিলোভে আম ছালা সবই যাবে… তাই সাবধান…. আমার ও আমার বন্ধুর টাকা এরা গত টার্মে মেরে দিছে আজো মোবাইলে আসে নাই…. ধন্যবাদ

  1. 18 January, 2012 at 1:17 amএদের সাইটের আবস্থাতো বেশি ভাল দেখছি না। কোন তথ্যইতো টিক মত দেয়া নাই! কত ডলার দিলে কত পাব, সেই সব কিছুইতো জানতে পারলাম না! কেউ কি জানেন?

    Reply

  2. সাবধান ! আমার ১০ ডলার আজ পর্যন্ত মোবাইলে আসে নাই :(

লক্ষ করে দেখুন এইখানে শুভ মিয়া ছাড়া সবাই এই সাইটটির বিরুদ্ধে কমেন্ট করেছে।

এখন প্রশ্ন হচ্ছে কে এই "শুভ"? ওনিও কি প্রতারক দলের কোন সদস্য?

সুতরাং সাধু সাবধান!!!!!!!

 

আরেকটি কথা আমাদের দেশে অনেকেই অনলাআইনে কিছু কাজ করে এবং বাংলাদেশে Paypal না থাকায় Alertpay এর উপর নির্ভর করে। যেহেতু Alertpay থেকে বাংলাদেশে টাকা উঠানো অনেক ঝামেলার বেপার তাই অনেকে সামান্য টাকা আয় করে মোবাইলে Transfer করতে চায়। তাই সকলের সুবিদারথে আপনাদের কাছে অনুরুধ দয়া করে সকলের সুবিধার কথা চিন্তা করে Alertpay, Paypal, Moneybookers Account থেকে মোবাইলে টাকা আনার ভাল কোন সাইট Comment Box এ শেয়ার করুন। আর http://www.instant-recharge.com এর প্রতারণা থেকে সবাইকে সাবধান করুন। জানিনা কতজন এর প্রতারনার শিকার হয়েছে। জনস্বার্থে সকল অভিজ্ঞ টিউনারদের সাহায্য চাইছি?

 

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।

Level 2

আমি সাজেদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 191 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাধু সাবধান……. 😛

সব জায়গায় ফরমালিন ডুকছে। আমরা ভেজাল এবং প্রিজারভেটিব মুক্ত টাকা Transfer এর সাইট চাই,\।

PayPal এ complain করুন। টাকা ফেরত পেয়ে যাবেন। আমি ১০ ডলার দিয়েছিলাম। কিন্তু টাকা পাইনি মোবাইলে। তখন PayPal এ complain করলাম। কিছু formalities এর পর টাকা ফেরত পেয়েছি।

Thanks ভাইয়া। আপনার Tricks কাজে লাগবে।

ei baatpar er pisone ami ekbar legesilam.

well, Proshongo goto vaabe arek batpaar ase… TT te tune korse.. and Facebook e public er chokhe dhula diese… name Saamaan erokom type er ekta ID.
lumia 800 dite chay shobai ke … :O

name: Saadmaan*

oi chorar Facebook fanpage:
http://www.facebook.com/iTechHelp

facebook account:
http://www.facebook.com/cybersadman?ref=pb

Apnara jachai kore dekhte paren. Action nile…
N.B. Girl ID theke friend request pathabe

bhai koi theke uthailen shesh porjonto? janayen …amio apnar pother e pothik….

ভাই LR এ ১০ ডলার খুউয়েছি, সব চোর শালারা।

http://www.recharge24.net/
You can try this.

ভাই PayOutBD.com দিয়ে Cash টাকা আনেন। মোবাইল কিংবা হাট বাজার সব জায়গায় খরচ করেন। আমি অনেকবার করেছি এবং কোন ঝামেলায় পরিনি।