“কপিরাইট আইন” আমেরিকায় সামাজিকভাবে প্রত্যাখ্যাত!!!

আমেরিকার বিভিন্ন বিনোদন ও সফটওয়ার কোম্পানির সহযোগিতায় এবং আমেরিকান এসেম্বলির রাজনীতিবিদদের উৎসাহে আর গুগোল এর সার্বিক তত্ত্বাবধানে সেখনে একটি জনমত জরীপ চালানো হয়, এতে পাইরেসি তথা গান, সিনেমা বা বিভিন্ন সফটওয়ারের অবৈধ কপি এবং ব্যবহার করা সম্পর্কে জনগনের মতামত নেয়া হয়। পুরো আমেরিয়াকায় মোবাইল এবং ল্যান্ড টেলিফোনের সাক্ষাৎকারের মধ্যমে এ জরীপটি চালানো হয়। কিন্তু এ জরিপের ফলাফলে বিনোদন ও সফটওয়ার কোম্পানি, রাজনীতিবিদসহ সবাই আশ্চর্য হয়ে যান। নিচে এ জরিপের ফলাফলের কিছু নমুনা দেয়া হল।

জরিপের ফলাফলে দেখা যায় যে, আমারিকার অধিকাংশ জনগণ পাইরেসিকে একটি স্বাভাবিক ব্যপার মনে করে। ৪৬% প্রাপ্তবয়স্ক এবং ৭৫% তরুন নিয়মিতভাবেই কপি, ডাউনলোড অথবা ক্রয়ের মাধ্যমে পাইরেটেড পণ্য ব্যবহার করে থাকেন। আর তাদের ৭০% মনে করেন যে, বন্ধু বা পরিবারের সাথে সংগীত (Music) শেয়ার করা অত্যন্ত যৌক্তিক একটি বিষয়। সেখানের ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই মনে করেন যে, “কপিরাইট আইন” জোর করে তাদের ওপর চাপিয়ে দেয়া তাদের ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন।

আর তাই বিনোদন ও সফটওয়ার কোম্পানিগুলো কপিরাইট আইন নিয়ে যাই বলুক না কেন, সেখানকার রাজনীতিবিদদের এ বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। কেননা, জনগণের ভোটেই তাদের নির্বাচিত হতে হয়।

তথ্য সুত্র।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করুন ফ্রী! কপিরাইট এর ভয় নেই
http://movies-world-zone.blogspot.com/

যতই চাপাচাপি করক কোন লাভ, চাই ফ্রি।

“…আর তাদের ৭০% মনে করেন যে, বন্ধু বা পরিবারের সাথে সংগীত (Music) শেয়ার করা অত্যন্ত যৌক্তিক একটি বিষয়। ”

-খুব গুরুত্বপূর্ণ কথা। 😐

“যতই চাপাচাপি করক কোন লাভ, চাই ফ্রি।”
😀 😀 😀

আমিও এর পক্ষে সফটওয়্যার আমি কখনই কিনে ব্যাবহার করিনি করব না পাইরেটড ভাল তবে ৫০ টাকার ডিভিডি কিনেছি সফটওয়্যার এর আর সবাই জানেন এগুলা কি থাকে সবই পাইরেটড