মুভি ডাউনলোডের সময় CAM Rip, PDVD Rip, R5, BDRip এসব কী? আসুন জেনে নিই বিস্তারিত মুভি ট্যাগ!

আমরা বেশিরভাগ মানুষই মুভি খোর। পুরোপুরি পাগল না হলেও অনেক মানুষই মুভি দেখতে ভালবাসেন। আর আমরা এসব মুভি ইন্টারনেট থেকে মাংনায় ডাউলোড করি। কিন্তু ডাউনলোডের সময় আমরা সবাই দেখেছি মুভির শেষে PDVDRip, BRRip, TS ইত্যাদি লেখা থাকে। আমাদের অনেকেরই এসব সম্পর্কে জ্ঞান নেই। তাহলে আসুন একটু জেনে নেয়া যাক। আমার এই ছোট্ট প্রয়াস হয়ত আপনাদেরকে ভবিষ্যতে আরো ভালভাবে মুভি ডাউনলোড দিতে সাহায্য করবে। মূলত মুভির শেষে যে লেখাগুলো থাকে তা রিপিং (Ripping) স্টাইল চিহ্নিত করে।

CAM Rip

মুভি যখন প্রথম রিলিজ হয় তখন এই রিপের ফাইলগুলো ইন্টারনেটে ছাড়া হয়। দেখেই বোঝা যায়, এটি হল Cam অর্থাৎ ক্যামেরা দ্বারা রিপ করা।
সিনেমা হলের প্রিন্টই হল ক্যাম রিপ যাকে আমরা বলে থাকি Hall Print. এ ধরনের রিপের কোয়ালিটি নিম্নমানের হয়। একটি পাওয়ারফুল ক্যামেরা দিয়ে হলে বসেই স্ক্রিন ভিডিও করা হয়। সাউন্ড নেয়া হয় ক্যামেরার সাথের স্পিকার দিয়ে অথবা হলের স্পিকারের লাইন থেকে। অনেক ক্ষেত্রেই হাঁত কাপার কারনে স্ক্রিনও কেঁপে যায়, আবার সামনে দিয়ে যদি কোন লোক হেঁটে যায় তবে তাকেও দেখা যায়। বসার জায়গা সঠিক না হলে রিপিং এর সময় স্ক্রিনের চারদিকের বর্ডারটি স্পষ্ট হয়ে ওঠে (অর্থাৎ সিনেমা হলের পর্দার বর্ডার)। আবার অনেক সময় একটি কোনা থেকে বসে রেকর্ড করলে সিনেমা অনেকটা বাকা বলে মনে হয়।
আমাদের এই উপমহাদেশে যে সকল Cam Rip হয় সেগুলো খুব নিম্নমানের। তবে পশ্চিমা দেশের হলের পর্দা স্পষ্ট এবং সেখানে রিপিং সম্পর্কিত প্রতিভা ভাল হওয়ায় সেখানকার ক্যাম রিপ একটু ভাল কোয়ালিটির হয়।

PDVD Rip

এর পুরো অর্থ সম্পর্কে ইন্টারনেটে মতভেদ আছে। কেউ বলেন এর অর্থ Pre DVD Rip আবার কেউ বলেন Pirated DVD Rip. তবে যেটাই হোক না কেন, এটা কিন্তু এই আমাদের এশিয়া মহাদেশ সম্পর্কিত। প্রি ডিভিডি রিপ বলতে বুঝায় সিনেমার অফিশিয়াল রিলিজ হওয়ার আগেই যে রিপ করে সিনেমা ইন্টারনেটে রিলিজ করা হয়। আর এসব ডিস্ক সাধারনত সিলভার ডিস্ক হয় যা কিন্তু সস্তা।
আমরা বাজারে যেগুলো কিনি সেগুলোর বেশিরভাগই PDVD রিপ।

DVD Rip

এটি হল PDVD এর যমজ ভাই। একই জিনিস। এটি সরাসরি DVD থেকে রিপিং করে Xvid/DivX (ইনকোডিং ফরম্যাট) ইনকোডিং ফরম্যাটে এনে ইন্টারনেটে রিলিজ করা হয়। এটি হল ফাইনালি রিলিজড ডিভিডির রিপ। কোয়ালিটি বেশিরভাগ ক্ষেত্রেই ভাল হয়।

TV Rip

টিভি হল বর্তমানে আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। অনেকের কম্পিউটারে টিভি কার্ড লাগানো থাকে এবং তা দিয়েই আমরা পিসিতে টিভি দেখতে পারে। কিছু উন্নতমানের কার্ড হলে সরাসরি টিভি থেকেই রেকর্ড সম্ভব হয়। তবে কোয়ালিটি কেমন হবে তা নির্ভর করে আপনার টিভি স্ক্রিন কত পরিষ্কার এবং চ্যানেল কত স্বচ্ছ। Television থেকে যেসব রিপিং করে ইন্টারনেটে ছাড়া হয় সেগুলোই হল টিভি রিপ।
মূলত মুভি TVRip হয় না। কোন টেলিফিল্ম, নাটক ইত্যাদি TVRip হয়ে থাকে। আমাদের দেশে এর প্রচলন কম কেননা আমাদের দেশের লোকাল ক্যাবল নেটওয়ার্কের কোয়ালিটি ভাল নয়।

BRRip OR BDRip

Blue Ray Disk এর নাম আপনারা সবাই শুনেছেন। এগুলো ডিস্কের দাম অনেক বেশি এবং আমাদের দেশে পাওয়া যায় কিনা সে সম্পর্কে আমি বলতে পারব না। Blue Ray ডিস্ক থেকে রিপিং করে যে সব ইন্টারেনেটে ছাড়া হয় সেগুলোই হল BR অথবা BD রিপ। এগুলোর কোয়ালিটি খুবই ভাল, দেখতে পুরোপুরি পরিষ্কার। একে আমরা Original Master Print বলতে পারি।
এগুলোর ভিডিও কোয়ালিটি ৭২০-১০৮০ পিক্সেল পর্যন্ত হয়ে থাকে। নিম্নে BDRip এবং BRRip এর পার্থক্য দেয়া হলঃ

BDRip: এই রিপ Xvid এনকোডিং এর মাধ্যমে সরাসরি ব্লু রে ডিস্ক থেকে রিপিং করা হয়।
BRRip: ইতোমধ্যে ফাইল আকারে রিলিজ হয়েছে, এরকম অংশ থেকে আবার নতুন ভাবে ইনকোডিং এর সাহায্যে রিপ করাকে BRRip বলে।

বিঃদ্রঃ BRRip এবং BDRip – DVDRip থেকে অনেক ভাল। কিন্তু ব্লু-রে ডিস্কের কোয়ালিটি ১০৮০ পিক্সেলের হয়, কিন্তু আমরা যে রিপগুলো দেখে সেগুলো ৭২০ পিক্সেলের হয়। তাই BRRip বা BDRip কে আসল ব্লু-রে কোয়ালিটি বলে ভুল করবেন না।

TS Rip

TS এর সম্পূর্ণ অর্থ হল Tele Sync। এটি প্রায় CAM রিপ এর মতই। তবে মূল পার্থক্য হল – একটি এক্সটার্নাল সোর্স থেকে অডিও সরবরাহ করা হয়। যদি ডাইরেক্ট সাউন্ড সিস্টেম থাকত, তাহলে দর্শকদের মুখের কথা শোনা যেত। আবার কমেডি সিনেমা হলে হো হো করে হাসির শব্দ শুনলেও অবাক হওয়ার কিছু ছিল না।
কিন্তু আনন্দের বিষয়, TS রিপ এ এমন বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। এ রিপ গুলো অনেক সময়ই ফাকা সিনেমা হলে উন্নত ক্যামেরা দ্বারা করা হয়। প্রজেক্টর অনেক উন্নত করা হয় এর ফলে পিকচার কোয়ালিটিও ভাল আসে।
তাই বলা যায়, TS Rip এর কোয়ালিটি CAM রিপ এর চেয়ে একটু ভাল। তবে কোয়ালিটি বেশি নির্ভর করবে প্রযুক্তির উপর।
স্ক্রিনের Aspect Ratio হয় 4:3

TC Rip

TC এর সম্পূর্ণ অর্থ হল TeleCine। এটি শুধু আমাদের দেশে নয়, প্রায় সব দেশেই একেবারে Uncommon. কারনটি একটু পরে বলছি।
TC রিপ এ সিনেমার রিল (Reel) থেকে সরাসরি সিনেমা কপি করা হয়, এরপর ডিস্ক থেকে রিপ করে ইন্টারনেটে ছাড়া হয়। সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি অত্যন্ত উন্নতমানের হয়। কিন্তু এ রিপিং পদ্ধতিতে খরচ বেশি হওয়ায় এটি অনেকটাই আন-কমন।

SCR Rip

পুরো অর্থ Screener। অনেক মুভির প্রচারের জন্য VHS Tape বিভিন্ন দোকানে পাঠানো হয়। এসবের মূল বৈশিষ্ট্য হল, স্ক্রিনে শুরুতে কোম্পানির নাম এবং কপিরাইট সম্পর্কিত টেক্সট ভাসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এসকল টেক্সট পুরো সিনেমার সময় ধরে এক কোনায় ভাসতে থাকে। এসকল Tape থেকে যে সকল রিপ করে ইন্টারনেটে ছাড়া হয় সেগুলো SCR Rip নামে উল্লেখ করা হয়।
এসকল ছবির মান কেমন হবে তা নির্ভর করবে এনকোডারের আর টেপের উপর। যদি সরঞ্জমাদি ভাল হয় তবে কোয়ালিটিও ভাল হতে বাধ্য।

DVD SCR

এটি হল Screener এর মামাত ভাই। পার্থক্য হল, VHS Tape এর বদলে DVD থেকে এর রিপিং করা হয়। তবে খুশি হয়ে লাভ নেই, এতেও বিশেষ ধরনের টেক্সট ভাসতে থাকে। বরং এখানে টেক্সট যদি মাঝখানেও ভাসে তাহলে করার কিছু নেই।

R5 Rip

R5 হল একটি বিশেষ ধরনের ডিভিডি ফরম্যাট যা Region 5 হিসেবে রিলিজ হয়। (সূত্রঃ ইন্টারনেট/গুগলিং)। এর জন্ম সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে। ইন্টারনেটের চোরাকারবারিরা R5 Rip রিলিজ করে (অবশ্য এখনো তো তারাই করে)। এসকলের কোয়ালিটি খুবই উন্নতমানের। উল্লেখ্য আমি একটা মুভি ডাউনলোড করেছিলাম R5 রিপের, কোয়ালিটি বলতে পারেন Full HD. (অথচ সাইজ ৪৫০ মেগা)
মূলত, মুভি পাইরেসির সঙ্গে কোম্পানি গুলো পাল্লা দেয়ার জন্য আলাদা ফরম্যাটের ডিভিডি রিলিজ করত। এটি অনেক সময় ডাইরেক্ট টেলিসিন ট্রান্সফার করা হয় ডিভিডির মত আলাদা কোন ইমেজ সম্পাদনা ছাড়াই। এর ফলে যখন PDVD বা DVDSCR রিলিজ হয়, তখনই এই বিশেষ ফরম্যাট রিলিজ হয়। এই বিশেষ ফরম্যাটের সাথে কোয়ালিটির কারনে PDVD বা পাইরেটেড কিছু টিকতে পারে না। এই বিশেষ কোয়ালিটি থেকেও আমাদের পাইরেট ভাইয়ারা রিপ করে থাকে।
*আর এই রিপ হল R5 Rip. R5 রিলিজ অনেক সময় কোন ইংলিশ অডিও ট্রাক ছাড়াই রিলিজ হতে পারে। এর ফলে চোরদের মুভির অফিশিয়াল রিলিজের অডিও ব্যবহার করতে হয় আলাদাভাবে কাট করে
Because there is no scene release standard for pirated R5 releases, they were variably tagged as Telecines, DVD Screeners, or even DVD rips. In late 2006, several release groups such as DREAMLiGHT, mVs, and PUKKA began tagging R5 releases with “.R5″ or r5 line (the line meaning it has direct english line audio) and suggesting that other groups do the same.
* = ইন্টারনেট (সূত্র)
যদি এরকম হয়, অর্থাৎ সরাসরি ইংলিশ অডিও ট্রাক না থাকে, তবে সেই রিপ “.LINE” হিসেবে চিহ্নিত করা হয়।

WorkPrint (WP)

WorkPrint(WP):
এ রিপ দিয়ে ডাউনলোড দেবেন না। এই রিপগুলোতে সিনেমা রিলিজ হওয়ার আগেই বের হয়। এসব কে চোরাই রিপ না বললেও চলে, কেননা ইন্ডাস্ট্রি নিজ স্বার্থে এটি ব্যবহার করে। এ ক্ষেত্রে অনেক সিন নাও থাকতে পারে, সাউন্ড না থাকতে পারে। একে আমরা অনেকটা Movie Trailer এর সাথে তুলনা করতে পারি।

এখন আমি একটি সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। প্রশ্নটি হল, ডাউনলোড করব কোনটি?
আপনারা ডাউনলোডের জন্য DVDRip, BR/BDRip, R5 Rip বেছে নেবেন। এগুলোর কোয়ালিটি খুবই ভাল হয় (বেশিরভাগ ক্ষেত্রে)। কোন সাইট থেকে মিডিয়াফায়ার মুভি ডাউনলোড করা যায় এ সম্পর্কে অনেক পোস্ট টিটিতে আগেই করা হয়েছে। তবে তারা গাদা গাদা সাইট এনেছিলেন, আপনাদেরকে আমি কয়েকটি ভাল সাইট দিচ্ছি। যেখানে কিনা বেশিরভাগই ভাল মানের মুভি পাওয়া যায়।
১। http://www.getmediafire.com
২। http://www.mediafire4u.com
৩। http://www.mediafirehbo.com
৪। http://www.hatemtai.com

অনেক কষ্ট করে পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভাল লেগেছে। কোন তথ্যে ভুল থাকলে সংশোধন অবশ্যই গ্রহন করা হবে।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dhonnobad

ak link dila valo hoto na

আপনার পোস্টটি খুবই ভাল লাগল। ধন্যবাদ।

একটু একটু জানতাম। তবে এত ক্লিয়ারলি জানতাম না। অনেক ধন্যবাদ।

প্রিয়তে । নির্বাচিত করার জন্য ভোট দিলাম। এক কথায় মান সম্মত টিউন

জানার আছে অনে কিছু

ভালো লাগলো

আমার কাছে একটা BDRip আছে যার সাইজ ৩.৭২ জিবি ১০৮০পি ফুল এইচডি মুভিটা হল
Fast Five এইটা অরিজিনাল ব্লু -রে ডিস্ক থেকে রিপ করা।

Level 0

very good tune.

মারাত্মক টিউন । নির্বাচিত হওয়া উচিৎ … প্রিয়তে নিলাম।

English গান mediafire থেকে ডাউনলোড এর কোন ভাল website এর address দিতে পারেন ?

😐 🙂 😀

    @নামনাই: ওয়েব এড্রেসের প্রয়োজন নেই। গুগলই যথেষ্ট। এজন্য প্রথমে আপয়ানার গানটির নাম লিখুন কোশোন এর মধ্যে , এবং site লিখে লিখুন মিডিয়াফায়ার। ধরুন, আপনি Broken Angel গান ডাউনলোড দিতে চান। তাহলে গুগলে লিখুনঃ
    "broken angel arsh" site:www.mediafire.com
    আবার ফরম্যাট যদি mp3 চান বা অন্য কোন, তাহলে লিখুন:
    "broken angel arsh" /mp3 site:www.mediafire.com
    তাহলে শুধু গান কেন, মিডিয়াফায়ার চষে বেড়াইতে পারবেন।

Level 0

Hmm janar ache onek kichu .

খুবই ভালো টিউন । আমি অনেক গুলু ধারনা পাইলাম । ধন্যবাদ আপনাকে । 😀 😀

নামনাই ভাই এই সাইটটা দেখতে পারেন- http://www.moviepc.co.cc/

Level 0

Hatemtai.com এ তো TS/PreDVD/Camrip সব থাকে।
Bluray এর জন্য Mediafiremoviez.com, Mediafire4u.com ও Megahotfire.com ভাল।

    @dr.shamim: হাতেমতাই এ ব্লুরে রিপ সহ অনেক ভাল কোয়ালিটির সিনেমা পাওয়া যায়। পাশাপাশি পাওয়া যায় HD Songs.

Level 2

নতুন অনেক কিছু জানলাম, ধন্যবাদ 😀

Level 2

অল্প সল্প জানতাম , বিস্তারিত জানার ইচ্ছা ছিল । জেনে ভালো লাগছে । ধন্যবাদ

আমি Titanic নামিয়েছি দুইবার…
১ম বার- 1.43 GB (DVD Rip) 480p
২য় বার- 4.38 GB (BRRip) 720p

তখন বুঝেছি কোয়ালিটি কি জিনিস? এইজন্য ভালো ভালো Movie-গুলো এখন আর দোকান থেকে DVD কিনে দেখতে মন চায় না, Net থেকে নামিয়েই দেখি…

    @C/O D!pu…: হার্ডডিস্ক এর জায়গা বাচান, বেশি সিনেমা রাখুন। এখনকার সময় এত বড় সাইজের সিনেমা ডাউনলোড করেন কেন? এখন তো ৪০০-৫০০ মেগার মধ্যে হাই কোয়ালিটির সিনেমা পাওয়া যায়।
    আপনি টাইটানিক মুভিটির জন্য যতটুকু জায়গা বরাদ্দ দিয়েছেন, ঐ একই পরিমান জায়গায় আমি হাই কোয়ালিটির ১২-১৫ টি মুভি রাখতে পারব। 😛

Level New

অনেক নতুন তথ্য জানলাম, ধন্যবাদ টিউনটির জন্য

Level 0

Nice tune. I like it.

Level 0

akhon ki DON 2 er cam rip chara BRRip ba R5 Rip ba DVD SCR paoa jabe? + mediafire link e ?

    @Jonty: না ভাই, মুভি রিলিজ হওয়ার পর BRRip বা R5 রিপের আসতে দেরী করতে হয়। এক কথায়, ভাল কোয়ালিটি পেতে হলে আপনাকে দেরি করতে হবে, যে-ই মুভিই হোক না কেন!

good to learn…………..

Level 2

খুবই দারুন তথ্য। অসংখ্য ধন্যবাদ আর নতুন বছরের শুভেচ্ছা।

Level 0

Thanx Bro……….

Level 2

Nice..onek kisu janlam..thanks
Bhai, ami direct Blueray print movie namate chai. Rip sara
pawa jabe kono torrent or kono website e…..?ripping sara hote hobe…sudhu blueray print.

    @Shuvro333: মুভি রিপিং বলতে আমরা বুঝি, কোন সোর্সের প্রটেকশন ভেঙ্গে দিয়ে মুভি কপি করে নেয়া। এরপর পুনরায় ইনকোড করা যেন ফাইল সাইজ ছোট হয়। সরাসরি ১০৮০ পিক্সেলের মুভি পাওয়া প্রায় অসম্ভব। একমাত্র টরেন্ট সাইটগুলোতে পাইলে পাইতে পারেন।
    যেমনঃ http://www.torrentz.eu এ গিয়ে “(movie name) brrip 1080” পিক্সেল লিখে সার্চ দিতে পারেন।