ফ্রিতে জিতে নিলাম ৫,২০০ টাকা মূল্যমানের সিকিউরিটি স্যুটঃ TrustPort Total Protection 2012! অরিজিনাল লাইসেন্সেড সিকিউরিটি সফটওয়্যারের উপর কিছু নেই!

অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের মজাটাই আলাদা। পাইরেটেড প্রোগ্রাম ব্যবহারের সময় চোর-চোর অনুভূতিটা মোটেও সুখকর না। তার উপর মাস না যেতেই "You are guilty of sofware piracy", "Your License Have Been Blocked" এইসব এরর মেসেজের জ্বালা কে বুঝবে?! X( তাই সফটওয়্যার পাইরেসির পিছনে না ছুটে, ফ্রিওয়্যার অল্টারনেটিভ আর পেইড সফটওয়্যারের র‍্যাফেল ড্রর আশায় থাকি। আগরতলা আর চকিরতলা যেমন এককথা না তেমনি লিগাল, লাইসেন্সড সফটওয়্যারের সাথে পাইরেটেড ক্র্যাক/প্যাচের তুলনা চলেনা।

সেই হিসাবে ২০১১ এর ডিসেম্বরটা বেশ ভালোই গেল আমার। শুরুতে লটারীতে জিতেছিলাম Avira Internet Security 2012 এর ১৮ মাসের অরিজিনাল লাইসেন্স-


...তেমন কিছুই করতে হয়নি, ফেসবুকে অ্যাভাইরার অফিশিয়াল ফ্যানপেজের "লাইক" বাটনে একটা টিপি দিয়েছিলাম শুধু! ক্যামনে কি?!! খ্যাকজ :P যাইহোক, মাসের শেষে এসে কনটেস্টে জিতে নিলাম TrustPort Total Protection 2012-

**********************************#######################****************************

ক্লিকবিডিতে এড দেওয়ার কাজটাও শেষ--- B-)

আসেন এই খুশির খবরে মিষ্টিমুখ করি-

Level New

আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ। আচ্ছা টিটিতে avg’র ২০১৮ পর্যন্ত যে লাইসেন্স দেয়া, সেটা কি অরিজিনাল?

    @অতিরিক্ত একজন: জ্বিনা। অরিজিনাল লাইসেন্স যদি এভাবে ফ্রিতে বিলি করে তাহলে এভিজি/এভাইরা সহ সব পেইড এন্টিভাইরাস কোম্পানিগুলাকে পথে বসতে হবে ভাইজান। একটা প্রোগ্রাম তৈরি করতে লাখ লাখ লাইন কোড টাইপ করতে হয় আর এন্টিভাইরাস কোম্পানিগুলা এর জন্য হাজারখানেক প্রোগ্রামারকে বেতন দিয়ে পুষতে হয়। কমন সেন্সই বলে একটা পেইড এন্টিভাইরাসের সব সুবিধা ফ্রি / পাইরেটেড এন্টিভাইরাসে পাবেন না।

Level 0

হে হে ! আপনের মত সবাই তো এইরকম ড্র এর আশায় থাকেনা আর গিল্টিও ফিল করেনা ।
“”একটা পেইড এন্টিভাইরাসের সব সুবিধা ফ্রি / পাইরেটেড এন্টিভাইরাসে পাবেন না।””

সব সুবিধা এবং ফিচার অবশই পাইরেটেড ভার্সনে পাওয়া যায়। আমি নরটন চালাই সব সুবিধাই পাইতাসি পাইরেটেড।
আপডেটও লইতাছে কোন সমস্যা ছাড়াই। পার্থক্য হইল কম্পানি থেইকা কিনা আনলে টাকা আপনার বেশি থাকলে ভাব লইতে পারবেন সবার লগে।প্লাস এইটা একটু বেশী সেইফ মনে করে অনেকে প্লাস অনেকে পাইরেটেড এ আপডেট করার জন্য স্মার্ট এনাফ না দেইখা পেইড চালায়।

বিজ্ঞাপন দিলেন নাকি রিভিউ দিলেন নাকি কি দিলেন বুঝলামনা

    @arifbd2015: তালেবরগিরি আপনিই দেখালেন। আপনার ভাষ্যমতে আমি “স্মার্ট এনাফ না”…আপ্সুস, কান্না আসতেছে…ঊঊঊঊঊঊঊঁ …আমার মধ্যে অতীতেও কেউকেটা ভাব ছিলনা, এখনো নাই। পাইরেসি নিয়ে গর্ব করাতে রুচি পাইনা, এই যাহ! লেখাটা এধরনের বিভিন্ন প্রমোশনাল অফারের ব্যাপারে জানাতে আর অরিজিনাল লাইসেন্সড কপি ব্যবহারে উৎসাহিত করার জন্যে ছিল, আপনার জন্য না। কিছু মানুষ থাকে যাদের চাঁদ দেখাতে নেই, কারণ তারা চাঁদ দেখতে চায়না…যে দেখাচ্ছে তার আংগুল বাঁকা, কিংবা আংগুলের নখে ময়লা আছে কিনা সেটা খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে যায়…খ্যাকজ!

    গত ছয়বছরে কপিরাইট ইস্যুতে ত্যানা প্যাচানো অনেক দেখছি… আপনার সাথে তর্কে যাওয়ার কনফিগারেশন নাই। অনুরোধ থাকবে, পারলে মনটারে একটু বড় করে আইসেন…

    @arifbd2015: সফটওয়্যার পাইরেসীতে বাংলাদেশের অবস্থান এখন ৩য়। আশা করা যায় আপনার মত “স্মার্ট” মানুষেরা অচিরেই বাংলাদেশকে ১ম স্থানে নিয়ে যেতে পারবে। আমরা তখন বুক ফুলিয়ে বলতে পারবো- চুরিবিদ্যায় বাংলাদেশীরাই বিশ্বসেরা…এগিয়ে যান

ভাই আমি link dicci full version download kurun
part 1 http://www.fileserve.com/file/rnzSDZH/TrustPort
part 2 http://www.fileserve.com/file/cn9zQvz/TrustPort
part 3 http://www.fileserve.com/file/GzZFhc5/TrustPort
ভাই আপনাদের যে software lagbe apnara shudu amake name ta bolben ami full version deuar seasta kurbo bye bye ……
ooo areak ta kata আপনারা akta download deuar por areak ta diben 900 second por
download ar jnno apnader slower download e click korte hobe

apnar chaile attar theacke download korte paren
link 1 http://www.uploadstation.com/file/2BwfmGs 200 MB
link 2 http://www.uploadstation.com/file/rGrBH3p 59 MB
quick download it
download link 1 donload and wite 900 second
and download link 2 download

ভাই আপনার ওএস খানা কি লাইসেন্স কপি? কত দিয়ে কিনলেন?

@রিসাত: আপনি বলেছেন যে কোন সফটওয়্যার ফুল ভার্সন দিতে পারবেন….Windows 7 এ কাজ করবে এরকম ফুল ভার্সন কোন ”ফোল্ডার লক” সফটওয়্যার দিতে পারবেন? যদি পারেন তাহলে খুবই উপকৃত হব।
[ বি:দ্র: দেয়ার আগে আপনি একবার check করে দেখবেন ওটা Windows 7 এ কাজ করে কিনা…কারন এর আগে টিটি তে কয়েকজন ভাইয়ের কাছ থেকে দুটি সফটওয়্যার পেয়েছিলাম যার কোনটিই Windows 7 এ কাজ করেনা….আমি খুবই হতাশ এ ব্যাপারে। ]
@রাফি মাহমুদ: ভাই আপনিও কি পারবেন আমাকে উপরোল্লিখিত ব্যাপারটায় একটু help করতে? তাহলে খুবই উপকৃত হব।

আপনাকে অভিনন্দন। আসলেই আসল লাইসেন্সড সফটওয়্যার ব্যাবহারের মজাই আলাদা। পাইরেটেড সফটওয়্যার ব্যাবহারে সবাইকে সত্যিকার অর্থে অনুৎসাহিত করা উচিত।

যে কোন ব্যাপারই নীতি নৈতিকতা কিংবা বাস্তবতার আলোকে আলোচনা করা যায়। আমি এখানে বাস্তবতার আলোকে ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করবো।
সবার আগে আমি আপনাকে শাওন ভাইয়ের একটি টিউন আপনাকে দেখতে বলবোঃ http://www.techtunes.io/tech-humour/tune-id/68074/
শাওন ভাই ওখানে উল্লেখ করেছেন “আমরা প্রায় ডলারপ্রতি ৭৫টাকা ধরলে ৪,৭৩,৩২৫ টাকার পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার করি” যার বর্তমান বাজারমূল্য ৫,১১,০০০ টাকারও বেশী। আপনার আমার কারো কম্পিউটারের পিছনে এই অর্থ ব্যায় করার অবস্তা আছে কিনা তা জানাবেন।
আমার আর একটা প্রশ্ন ছিল। ধরেন বাংলাদেশে পাইরেটেড সফটওয়্যার বিরোধী এক কঠোর আইন পাস হল। মানে পাইরেটেড কিছু পাইলেই জেল জরিমানা ইত্যাদি ;)। কি হবে তখন????
আমি এর কিছু সম্ভাব্য উত্তর বের করার চেষ্টা করলামঃ
১. অফিস আদালতে কম্পিউটার ব্যাপকহারে হ্রাস পাবে
২. সামান্য প্রিন্ট ৫ টাকা থেকে বেড়ে ৫০০ টাকায় গিয়ে ঠেকবে
৩. পাড়ায় মহল্লায় টাকা জমিয়ে একটি কিংবা দুটি অরিজিনাল পিসি কিনা হবে
৪. সংসদে স্কুল কলেজের জন্য হাজার কোটি টাকার বিল পাস হবে তথা মন্ত্রী আমলাদের ব্যাপক ইনকামের সংস্তান হবে
ব্লা ব্লা ব্লা……………………………………

নারে ভাই আমি লিনাক্সবাদী কিংবা চুরির পক্ষবাদী নই। আমি বাস্তববাদী। রাজনৈতিক নেতাদের দেশপ্রেম না থাকা যেমন সত্য তেমনি আমাদের পাইরেটেড সফটওয়্যার ব্যাবহারের কোন বিকল্প নেই।

Sad but true

    @মাকসুদ: লিনাক্স ইউজ করেন, অতশত সফটওয়্যারও লাগবেনা, টাকাও লাগবেনা। আমি ছয় মাস যাবত সব কাজ লিনাক্স থেকেই করছি, কোন সমস্যাই হয়নি 😀

    যাহোক, ধন্যবাদ আপনাকে 🙂

      @মিনহাজুল হক শাওন: ধন্যবাদ শাওন ভাই। আমিও লিনাক্স ইউজাই। কিন্তু উপ্রের ব্যাপারগুলা হল বাস্তবতার আলোকে লিখা। যাতে লিনাক্সকে উইন্ডোজের পরে হিসাবে আনতে বাধ্য।

      তবুও আমি সপ্ন দেখি পাইরেসি মুক্ত বাংলাদেশ দেখতে।

ভাই আপনি যেভাবে নিজের লটারির জেতার কেচ্ছাকাহিনি কইয়া সব্বাইরে আসল মালের খোজ-খবর লইতে কইতাছেন , এতোদিন পর ( তাও আবার লটারি জেতার পর ) আপনার হুশ হইলো অরিজিনালিটির ………………… 😮 😮 😮

Level 0

[img|http://gullee.com/smilies/35.gif]

ami o download korlam freeta :d:d http://shadhindesh.com

ফেসবুকে অ্যাভাইরার অফিশিয়াল ফ্যানপেজের লিঙ্ক দেন ভাই

new business technique on TT

Portable folder lock 5.8.0.rar
http://www.mediafire.com/?niqxwxgyiic
Folder Lock 6.2.40 (FULL + Serial).rar
http://www.mediafire.com/?m4mfnnwmvnr

হাসান VAI AMNE AMNE DILAM VALONA
FULL VERSION
VALO THAKBEN