অরিজিনাল সফটওয়্যার ব্যবহারের মজাটাই আলাদা। পাইরেটেড প্রোগ্রাম ব্যবহারের সময় চোর-চোর অনুভূতিটা মোটেও সুখকর না। তার উপর মাস না যেতেই "You are guilty of sofware piracy", "Your License Have Been Blocked" এইসব এরর মেসেজের জ্বালা কে বুঝবে?! তাই সফটওয়্যার পাইরেসির পিছনে না ছুটে, ফ্রিওয়্যার অল্টারনেটিভ আর পেইড সফটওয়্যারের র্যাফেল ড্রর আশায় থাকি। আগরতলা আর চকিরতলা যেমন এককথা না তেমনি লিগাল, লাইসেন্সড সফটওয়্যারের সাথে পাইরেটেড ক্র্যাক/প্যাচের তুলনা চলেনা।
সেই হিসাবে ২০১১ এর ডিসেম্বরটা বেশ ভালোই গেল আমার। শুরুতে লটারীতে জিতেছিলাম Avira Internet Security 2012 এর ১৮ মাসের অরিজিনাল লাইসেন্স-
...তেমন কিছুই করতে হয়নি, ফেসবুকে অ্যাভাইরার অফিশিয়াল ফ্যানপেজের "লাইক" বাটনে একটা টিপি দিয়েছিলাম শুধু! ক্যামনে কি?!! খ্যাকজ যাইহোক, মাসের শেষে এসে কনটেস্টে জিতে নিলাম TrustPort Total Protection 2012-
**********************************#######################****************************
ক্লিকবিডিতে এড দেওয়ার কাজটাও শেষ---
আসেন এই খুশির খবরে মিষ্টিমুখ করি-
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
বাহ। আচ্ছা টিটিতে avg’র ২০১৮ পর্যন্ত যে লাইসেন্স দেয়া, সেটা কি অরিজিনাল?