জানুয়ারীতে “কিউবি ল্যাপটপ মেলা ২০১২”

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি "মেকার কমিউনিকেশন"-এর আয়োজনে জানুয়ারীতে বসতে যাচ্ছে ল্যাপটপ মেলা । "জ্বালাও প্রযুক্তির আলো" স্লোগানে ১২ জানুয়ারী শুরু হয়ে তিনদিন ধরে চলবে এই আয়োজন । ভেন্যু রাজধানীর সোনারগাঁ হোটেল ।

মেলায় থাকছে ১২টি প্যাভেলিয়ন ও ৬০টি স্টল । নামীদামি সব ব্র্যন্ড এক ছাদের নিচে পাবেন এই মেলায় । নামে ল্যাপটপ মেলা হলেও নেটবুক নোটবুকও পাবেন এখানে । দেশী ব্র্যন্ড চড়ুই কিংবা দোয়েলের ল্যাপটপও মিলতে পারে । আজ এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত জানান আয়োজকরা ।

২০ টাকার টিকিটের বিনিময়ে ঢোকা যাবে মেলায় । ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি । প্রবেশ টিকিটে আছে রেফেল ড্রতে আছে আকর্ষণীয় পুরস্কার । ১২ জানুয়ারী হতে ১৪ জানুয়ারী সকাল ১০ থেকে রাত ৮টা পূর্যন্ত চলবে এই মেলা । মেলার টাইটেল স্পন্সর কিউবি । কো-পার্টনার বিডিজবস ডট কম এবং এখনি ডট কম ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই।চট্টগ্রামে একটা করা দরকার।

ল্যাপটপ এর দাম কমলে কিছু একটা কররো……:)

মেলা টা কোথায় হবে ?