কম্পিউটারের নিরাপত্তা না নিজের নিরাপত্তা ????

PSO1144

আমরা সবাই আমাদের কম্পিউটারকে নানা ভাইরাসের হাত থেকে মুক্ত রাখতে ব্যস্ত থাকি। কিন্তু আমরা হয়ত জানিনা, আমাদের দেশটা কত ভয়ংকর। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। চার দিন আগে আমার অনেক শখ করে কেনা ৬০০০০ টাকার Fujitsu L1010 মডেলের ল্যাপটপ কম্পিউটারটি আমার ঘর থেকে সন্ত্রাসীরা নিয়ে যায়। আমি এবং আমার পিতামাতা কেউই বাড়িতে ছিল না। ৭/৮ জন সন্ত্রাসী ছুরি হাতে আমার ছোট ভাইয়ের হাত পা বেঁধে ল্যাপটপ সহ সামনে যা পেয়েছে নিয়ে গিয়েছিল।

আপনারা হয়ত ভাবছেন, কেন আমি এ নিয়ে একটা টিউন করলাম ? আসলে আমার টিউনটি করার একমাত্র উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা। আমরা অনেকেই শখ করে অনেক দামি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কিনি। কিন্তু আমাদের অবশ্যই উচিত এর নিরাপত্তা দেয়া কারন এগুলোর নিরাপত্তা না দিলে এগুলো আপনার জন্য অনেক বড় বিপদ বয়ে আনতে পারে। আমরা সম্পূর্ণ সন্তুষ্ট যে আমার ছোট ভাইয়ের কিছু হয়নি। কিন্তু আমরা জানি কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

নিরাপত্তার কথা বিবেচনায় ল্যাপটপ থেকে ডেক্সটপ অনেক অনেক ভালো। ল্যাপটপের একমাত্র সুবিধা হল এর বহনযোগ্যতা। কিন্তু পেনড্রাইভের মত কিছু থাকায় আমরা যেখানে প্রয়োজনীয় সকল জিনিস সাথে নিয়ে ঘুরতে পারি সেখানে ল্যাপটপের কি দরকার এটা আমার অনেক আগেই বুঝা উচিত ছিল। কিন্তু এ সত্যটি আমাকে ঠিকই মেনে নিতে হলে তবে অনেক মূল্য দিয়ে। যারা ল্যাপটপ কিনবেন বলে পরিকল্পনা করছেন তাদের জন্য আমার অনুরোধ প্লিজ আপনারা ল্যাপটপ কিনবেন না। একই দামে আপনি অনেক বেশি শক্তিশালী ডেক্সটপ পাবেন।

যার প্রতিটি ইন্সট্রুমেন্টই স্টান্ডর্ডভাবে বানানো অর্থাৎ আপনি চাইলে যেকোন কম্পানিরই ইন্সট্রুমেন্ট বাজার থেকে কিনে ডেক্সটপের সাথে ব্যবহার করতে পারবেন। কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে এমন কোন স্টান্ডা্র্ড নেই। যদি আপনার ল্যাপটপের কোন সমস্যা হয় বা তাহলে আপনাকে শুধুমাত্র ঐ ল্যাপটপ নির্মাতা কোম্পানিই সমাধান দিতে পারবে। তাছাড়া ল্যাপটপের রয়েছে অনেক সীমাবদ্ধতা, এটি বেশি গরম হবে বলে এত বিশেষ ধরনের মাদারবোর্ড ব্যবহার করা হয়, যেন খুব বেশি গরমে না হয়ে যায়।

ফলে ল্যাপটপের গতি অনেক হ্রাস পায়। যারা ল্যাপটপ কিনবেন বলে ঠিক করেছেন তাদের বলছি, প্লিজ আপনারা ল্যাপটপ কিনবেন না। আরা যারা ল্যাপটপ ব্যবহার করছেন তাদের বলছি প্লিজ আপনার ল্যাপটপটি অবশ্যই খুব নিরাপদ স্থানে ব্যবহার করুন, পারত পক্ষে খুব ঘনিষ্ট কেউ ছাড়া কাউকে ল্যাপটপ সম্পর্কে না জানানোই ভালো। কারন আপনি অবশ্যই চান আপনার শখের ল্যাপটপ আপনার বা আপনার কোন প্রিয়জনের মারাত্নক কোন দুর্ঘটনার কারন হয়ে দাড়াক।

আমার মনে হয় আমরা একটু সাবধান হলেই এ ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যাবে।

সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি আপনার সাথে সর্ম্পূণ একমত পোষন করছি….

Level New

কথাগুলা অবশ্যই ঠিক আছে।আল্লাহর রহমত যে জানের উপর দিয়ে কিছু যায় নাই।
কিন্তু আপনার লিখা এই কথা- নিরাপত্তার কথা বিবেচনায় ল্যাপটপ থেকে ডেক্সটপ অনেক অনেক ভালো। যেমন ঠিক আছে তেমনি আপনার অনুরোধটা আমি মানতে পারছি না।বর্তমান যুগে ল্যাপটপের অনস্বীকার্যতাকে আপনি কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবেন না।
আর চুরি/ছিনতাই?আমরা কি মোবাইল ফোন ব্যবহার বাদ দিতে পারবো?কেননা এইটাই তো পকেটমার/ছিনতাইকারীদের প্রধান লক্ষ্য তাই না?
তবে ভাইয়া কেনো এই অনুরোধা আপনি কিসের জন্য করেছেন আমি অবশ্যই তা বুঝেছি।কিন্তু তাই বলে প্রযুক্তিকে বাদ দিয়ে পিছিয়ে পড়াতো আর সম্ভব না।

    আপনার সাথে সম্পূর্ণ সহমত…
    প্রযুক্তির ভালো মন্দ দুটি দিকই আছে…
    ভালটাকে গ্রহণ করুন।

    ভাই আমি বলেছি, আমরা অনেকেই পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবো কিনা এটা না ভেবেই দামি দামি জিনিস কিনি। যা আমাদের অনেক বড় বিপদে বয়ে আনতে পারে। তবে নিরাপত্তা দিতে পারলে আপনি অবশ্যই কিনতে পারেন।
    আমি একজন শখের টাইপিস্ট, আমি জানি ল্যাপটপ আমাকে কত শ্লো বানিয়ে দিয়েছিল। আমার মনে হয় অনেকেই ল্যাপটপ কিনেছেন ঠিকই কিন্তু ডেক্সটপ কিনলে আপনাদের কাজের গতি বেড়ে যেত বহুগুন।
    তাছাড়া ল্যাপটপের দাম অনেক বেশি সে তুলনায় সুবিধা কম। আবার ঝুকিও রয়েছে অনেক। একারনেই আমি আসলে ডেক্সটপের পক্ষ নিয়েছি।

    Level 0

    তারেক ভাই, প্রথমেই আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি। তবে ভাই আমি আপনার এইরূপ চিন্তা ভাবনার সম্পূর্ণ পরিপন্থি। আমি শুধু এটুকুই বলব, আপনি ডেস্কটপ এবং ল্যাপটপের তুলনা করতে গিয়ে ল্যাপটপের যতগুলো অসুবিধার কথা বললেন, আমি তার চেয়ে ল্যাপটপ ব্যবহারের সুবিধার কথা ঢেরগুন বেশি বলতে পারব। এই সময়, ল্যাপটপ রেখে ডেস্কটপ এর চিন্তা করা কি পকেটে করে এনালগ ফোনসেট নিয়ে ঘোরার মত হয়ে গেল না?

    samehood ভাই আমার ধারনা আপনি কম্পিউটার খুব বেশি গতিতে ব্যবহার করতে পারেন না। যারা টাইপিস্ট তারা প্রচন্ড গতিতে কম্পিউটার ব্যবহার করে। আর আমার ধারনা আপনি জানেন ল্যাপটপের টাচপ্যাড কত ঝামেলার? ল্যাপটপের ওজন কমানোর উচিলায় এর কিবোর্ডও যথেষ্ট হালকা ধরনের হয় ফলে আসল কিবোর্ডের মত এত জোরে আঘাত করা যায় না। তবে আপনার কথারও যুক্তি আছে। কিন্তু জীবনের ঝুকি থাকলে বা ব্যপক অর্থক্ষতির সম্ভাবনা থাকলে ভাই আমার ধারনা এনালগ ফোনসেট নিয়ে ঘুরাই ভালো।

    Level 0

    হুম, অতি সত্য কথা। বাস্তবিকই আমি কম্পিউটার খুব বেশি গতিতে ব্যবহার করতে পারি না। আমার অভিজ্ঞতা বলতে দুই তর্জনি। সে যাই হোক, ল্যাপটপের টাচপ্যাড নিয়ে যা বললেন তা কিন্তু বড় কোন সমস্যা নয়। ল্যাপটপে ব্যবহার করা হয় লজিক কীবোর্ড (লাইট), যা দিয়ে দ্রুত কাজ করা সমস্যাই বটে। যে কীবোর্ডে দ্রুত কাজ করা যায় ল্যাপটপে সেটা ব্যবহার করলেই তো হয়! আর ভাই এক্সিডেন্ট এর কি কোন মা-বাপ আছে? যে কোন সময়ই যে কোন দূর্ঘটনা ঘটতে পারে, তা আপনি ডেস্কটপই ব্যবহার করেন বা ল্যাপটপই ব্যবহার করেন না কেন। নিরাপত্তার কথা বলছেন? নিরাপত্তা শব্দটা সেই যে নিরুদ্দেশ হয়েছিল তা তো এখনও ফিরে আসেনি। এখনও এর সন্ধান পাওয়া যায় তবে তা শুধু বাংলা একাডেমি কর্তৃক প্রনীত সংসদ বাংলা অভিধানেই সীমাবদ্ধ।

হোচট খেয়েই তো শেখা যায় ।

khubi dukkhojonok

তারেক ভাই শুনে খূবই খারাপ লাগলো টেকটিউনস পরিবারের কারো সাথে এরকম একটা বাজে ঘটেছে।আশা করি সবাই সতর্ক হবে।ভাল থাকবেন

খুবই দুঃখ জনক ঘটনা। সান্তনা একটাই যে আপনার আদরের ছোট ভাইয়ের কোন ক্ষতি হয়নি। পরিস্থিতি যে আমাদেরকে অন্য রকম ভাবে ভাবতে বাধ্য করে, আপনার টিউনটি তার প্রমান।

আজ থেকে সাত-আট বছর আগে আমার সাথেও এমন একটি ঘটনা ঘটেছিল। তবে তা মোবাইল সংক্রান্ত। জানের বদলে মোবাইল খোয়াতে হয়েছিলো সেদিন।

সন্ত্রাস নামক এসব আবর্জনাতো কখনো নির্মুল হবে না, কমবে যে তারও আসংকা নেই। তাই আমাদেরকেই সাবধান থাকতে হবে।

Level New

খুবই দুঃখ জনক ঘটনা। সান্তনা একটাই যে আপনার ছোট ভাইয়ের কোন ক্ষতি হয়নি।

আমি আপনার সাথে এক মত না। তাহলে আপনি মোবাইল ফোন ব্যবহার করেন কেন? এই টার সাথে তো আপনার জীবনের ঝুকি বেশি। ৭-৮ বছর

আগে ও মানুষ মোবাইল ব্যবহার করতোনা। তাহলে তখন কিভাবে চলতো মানুষ।

Laptop এ

বিদ্যুত খরচ ৬৫ ওয়াট যেখানে ডেক্সটপ পিসির মনিটর ৮০-১০০ ওয়াট

আধুনিক প্রযুক্তির WIFI ব্যবহার করার জন্য ল্যাপ্টপ ই একমাত্র উপায়।

৬০০০০ টাকা দিয়ে ল্যাপ্টপ কিনলে ওই টা সহজে খারাপ হওয়ার কথা নয়।

ল্যাপ্টপ এডাপ্টারের সাহায্যে বলে সহজ়ে পার্টঁস খারাপ হই না।

আমি জানি আপনি দূখের বহিপ্রকাশের জন্য কথা গুলো বলেছেন। তাই আমি ল্যাপটপের পজিটিভ দিক তুলে ধরলাম।

সব কিছুর পজিটিভ দিক থাকলে নেগেটিভ দিক ও থাকে। সেটা ল্যাপ্টপ হোক্‌,ডেক্সটপ,পিসি হোক কিংবা মোবাইল হোক

    ভাই আপনি ল্যাপটপের সুবিধা তুলে ধরেছেন। একইভাবে ডেক্সটপের সুবিধা তুলে ধরতে গেলে লিখে শেষ করা যাবে না।
    আসলে ভাই আমি ল্যাপটপের বিরুদ্ধে নই। কিন্তু আসল কথা প্রয়োজনের উপর, ভাবুনতো আমাদের দেশে কয়জন প্রকৃত পক্ষে কাজের জন্য ল্যাপটপ কেনে ? আপনি দেখবেন কোন বিশেষ দরকার নেই খালি খালি শখের বসে কেনা। যেমনটা এখনও দামি দামি মোবাইল কেনার ক্ষেত্রে দেখা যায়।
    আপনার প্রয়োজন হলে অবশ্যই ল্যাপটপ কিনুন। কিন্তু অবশ্যই আগে নিজের নিরাপত্তার কথা ভেবে।
    আমার ল্যাপটপ চুরি হওয়ার কয়েকঘণ্টা আগে আমাদের পাশের এলাকায় একজন দাগী সন্ত্রাসীকে জনগন পিটিয়ে হত্যা করেছিল যার রক্তাক্ত মৃত লাশ আমি নিজের চোখে দেখেছি, তারপর কয়েক ঘণ্টা পর আমাদের এলাকায় ল্যাপটপ চুরি হল, তার পরদিন মতিঝিলে আমার চোখের সামনে এক বিল্ডিংএ প্রচন্ড আগুনের কারনে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল, তারপর দিন আমার সামনেই সন্ত্রাসীরা মেঘলা গাড়ী থামিয়ে চাঁদা দাবি করে এবং গাড়ী চলাচল বন্ধ করে দিবে বলে হুমকি দেয়।
    ভাই আমি রাজনীতি পছন্দ করি না, এবার না ভোট দিয়েছিলাম। কিন্তু ভয় ধরে গেছে কোন দেশে যে আমরা বসবাস করছি। এজন্য সবার নিরাপত্তার কথা ভেবেই আমি ডেক্সটপ কিনতে বলেছিলাম।
    তবে আপনার নিরাপত্তা ভালো হলে অবশ্যই ল্যাপটপ কিনতে পারেন।

@ ЯOBAYETH

আপনাকে অনেক ধন্যবাদ আমার মন্তব্যে সাড়া দেয়ার জন্য।

Level New

তারেক ভাই ও সবাইকে বলি,আমি যেমন গ্রাফিক্স নিয়ে কাজ করি।সুতরাং এতো বছর কম্পিউটার লাইনে থাকার পরো আজ পর্যন্ত আমি ল্যাপটপ-এর জন্য আমার তেমন কোনো প্রয়োজনীয়তা অনুভব করি নাই।কেননা আমার ডেস্কটপ পিসির মনিটর ২২’’,আলাদা গ্রাফিক্স কার্ড আছে,তবুও মনে হয় আরো হলে আরো ভালভাবে কাজ করতে পারতাম।প্রফেশনালদের জন্য ডেস্কটপের কোনো বিকল্প নেই।কিন্তু আমার আগের কমেন্টেই আমি বলেছি সাধারন মানুষের কথা চিন্তা করে অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলাতে আপনাকে ল্যাপটপে যেতে হবেই।এর কোনো বিকল্প নেই।সন্ত্রাস আমাদের জাতীয় সমস্যা।একে সাথে নিয়েই আমার জীবন(ঝুঁকিপূর্ণ) চালিয়ে যেতে হবেই।তাই না?কি করার আছে?

Level 0

একদম সহি নিকলা…………

অর্থাৎ বিশেষ কিছু প্রফেশনাল ক্ষেত্র ছাড়া বেশিরভাগ পেশাতেই ল্যাপটপ ব্যবহৃত হয় না। ল্যাপটপ যদি প্রফেশনাল কাজে না লাগে তাহলে কি কাজে লাগে ? অবশ্যই কারো শখ মেটাতে বা কারো স্ট্যাটাস বাড়াতে ? কিন্তু ভাই শখের চেয়ে জীবন কি অনেক বড় না ? আমি কিন্তু আপনাদের কথা মেনে নিয়েছি অবশ্যই এটা আধুনিক যুগের চাহিদা। তবে যেহেতু এটা পরিবহন ঝুকিপূর্ণ এবং এটার নিরাপত্তা দিতে সারাদিন বাসায়ই রাখতে হয় তাহলে কেন ডেক্সটপ না কিনে ল্যাপটপ কিনব, মানুষকে দেখানো জন্যে ?

Level New

তবুও কেনো জানি পারছি না আপনার কথা মানতে।আমাদের দেশে কোনটা পরিবহনে ঝুঁকি নেই বলেন?একজন চাকরীজীবি বা ব্যবসায়ী পরিবহনে ঝুকি আছে এই চিন্তায় কি টাকা/বেতন অফিস/ব্যাংক থেকে কি আনানেয়া বন্ধ করে ঘরে বসে আছে?আমরা কি মোবাইল নিয়ে রাস্তায় বের হওয়া বন্ধ করে দিয়েছি।আর ল্যাপটপ তো পরিবহনের জন্যই।আর এই পরিবহনে ঝুঁকি থাকবেই।
আমার বোন যেমন ঢাকার বাইরের ইঞ্জিনিয়ারিং-এ পড়ে।মেয়ে হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমার ল্যাপটপই দিতে হচ্ছেই।কোন বিকল্প নাই তো!

আপনার কথাই ঠিক। কিন্তু তখনই; যখন ল্যাপটপ টাকা বা বেতনের মত এতটা অবশ্যক হয়ে উঠবে। আমাকেও অনেকে বলেছে ল্যাপটপ না কিনতে। কিন্তু আমি তাদের কথা শুনিনি আসলে আমার মাথায় কিছু ঘুকেনি। আমার যুক্তি ছিল কম্পিউটার একটা দুনিয়া, আর দুনিয়াটাকেই সাথে নিয়ে ঘুরার চেয়ে বড় সুবিধা আর কিছু হতে পারে।আমার উপযুক্ত শিক্ষা হয়েছে।
আল্লাহ না করুক , যদি আপনাদের ল্যাপটপটি নিয়েও যদি এরকম কোন দুর্ঘটনা ঘটে, আমার ধারনা তখন আপনাকে আর বুঝাতে হবে না। তখন হয়ত আপনি আমার কথা স্মরন করবেন, এখন আমি যেভাবে স্মরন করি।

Level New

আপনার আবশ্যক কথাটাই উপযুক্ত।
কি আর বলবেন ভাই?টিভিতে খবরে দেখি দেখি উত্তরার অভিজাত শপিং মলে আড়াই লাখ টাকা দিয়ে ঈদের শাড়ী কেনাবেচা হচ্ছে।আর ল্যাপটপ/দামী মোবাইল দিয়ে একটু ফ্যাশন না হয় পাবলিক করুক।আমরা বরং বসে বসে দেখি!!!!
বিচিত্র একদেশের বাসিন্দা আমরা।আর কিছু বলার নাই……………………..

ভাইরে দুঃখের কথা কি বলবো…….
আমার নিজের ল্যাপটপটাই চুরি হয়ে যায়….. তাই পরবর্তিতে ল্যাপটপ না কিনে ডেক্সটপ কিনি…

Very sad.

Level 0

Vai,
Ami ai web a notun.
Goto mash e amar hp4410s laptop churi hoye gase.
Ami 6 mas dhore laptop ta kinesilam.
Ami ki internet er {ip / computer er ime number} dea amar computer
er location jante parbo?

Othoba onno kuno upay a ki parbo?

Doyakore janaben please…
Onek upokar hobe Vai….