মাইক্রোসফট বাংলাদেশ আয়োজন করছে বহু কাজের কাজী কোলাব্রেশন সফটওয়্যার SharePoint নিয়ে দিনব্যাপি এক কমিউনিটি দিবসের । SharePoint দিয়েই একাধারে করা যায় ইন্টারনেট-ইট্রানেট ওয়েবসাইট, ইন্টারনাল কমিউনিটি ম্যানজমেন্ট, কনটেন্ট মেনেজমেন্ট, কনটেন্ট ইনসাইটস (বা প্রেজেনটেশন) সহ আরো অনেক ধরণের কাজ । দিন দিন কর্পোরেট অফিসগুলোতে SharePoint এর কাজ এবং এর কাজ জানা লোকের চাহিদা বেড়েই চলেছে । মাইক্রোসফট নিজেই প্রায় ২ বিলিয়ন ডলার আয় করে SharePoint থেকে । SharePoint-এ যুক্ত হচ্ছেন দৈনিক প্রায় ২০ হাজার ব্যবহারকারী !
SharePoint এর ইনস্টলশেন থেকে কনফিগারেশন, ম্যানেজমেন্টসহ মোটামুটি ভালো একটা ধারণা দিতেই পরিকল্পনা এই আয়োজনের । জানুয়ারীর ৭ তারিখে আইডিবি ভবনের আইডিবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এই কমিউনিটি ডে । সকাল ৮.৪৫ থেকে ৯.৩০ পূর্যন্ত রেজিস্ট্রেশন পর্ব চলবে । তারপর ৯.৩০ থেকে সন্ধ্যা ৬টা পূর্যন্ত চলবে অনুষ্ঠানটি । মাঝে পাবেন লান্চ ও স্ন্যাকস ব্রেক । মাইক্রোসফটের DPE Academic and New Markets Lead জনাব ভিনসেন্ট কোয়াহও উপস্থিত থাকবেন অনুষ্ঠানটিতে ।
আপনিও একদম বিনামূল্যে অংশ নিতে পারেন এতে । এর জন্য প্রথমে ফেসবুকের এই ইভেন্ট পাতায় যোগ দিন । তারপর জানুয়ারীর ৭ তারিখে সকাল ৯ টার সময় চলে আসবেন আয়োজন স্থলে আর রেজিস্ট্রেশন করে নিবেন সেখানেই । অংশগ্রহনকারীদের জন্য থাকছে লটারীতে ওয়াইমেক্স মডেম বা উইন্ডোজ ফোন ডিভাইস ! এছাড়াও সবার জন্যই ফ্রি দুপুরের খাবার এবং টিশার্টতো থাকছেই । আয়োজন সম্পর্কে আরো বিস্তারিত পাবেন ফেসবুকের এই ইভেন্ট পাতায় ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
i like this post