মুক্তিযুদ্ধ নিয়ে বাঙালীর আবাগের শেষ নেই । জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষ এক কাতারে এসে দারিয়ে ছিল নিজের অধিকার আদায়ের জন্য। এ লড়াই ছিল নিজেদের অস্তিত্বের লড়াই , টিকে থাকার লড়াই, নিজেদের আত্বসম্মান ফিরে পাবার লড়াই । এ লড়াই এর একজন মেধাবী সৈনিক যিনি ঐ সময়ে যুক্তরাষ্ট্রের মতো দেশের একটি ইউনিভার্সিটিতে চান্স পেয়েও শুধূমাত্র দেশে মাতৃকার টানে সেখানকার বিলাস বহুল জীবন আর আভিজাত্য ত্যাগ করে যোগ দিলেন মুক্তিযুদ্ধে । ঢাকায় চালালেন একের পর এক সারাসী গেরিলা হামলা । হয়ে উঠলেন পাক বাহীনির জন্য জিবন্ত আতংক । তার নাম রুমি। পুরো নাম শাফি ইমাম রুমি । শহিদ জননী জাহানারা ইমাম এর দুই ছেলের মধ্যে বড় ছেলে রুমি । সেই রুমিকে নিয়ে নির্মান হতে যাচ্ছে একটি টেলিফিল্ম। রুমি দ্যা লিজেন্ড । এ সাহসী কাজে হাত দিয়েছেন সালাউদ্দিন খান পলাশ ভাই । প্রজেক্টের শুরুর দিকে এ নিয়ে তার করা সামুতে একটা পোস্ট দেখতে পারেন এখানে । গতকাল তার অফিস গিয়েছিলাম ।প্রস্তুতির সব কিছু চুরান্ত।এবার শুধু মাঠে নামার বাকি । ছবি নিয়ে কিছু কথা বলাতে ইচ্ছে করছে । বলেই ফেলি, কোনো রকম বানীজ্যিক উদ্যেশ্য নিয়ে এই কাজে হাত দেয়া হয় নি । ছবিটি নির্মানের সাথে যারা জরিত তারা প্রত্যেকের পরিবার মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত। যেমন ডিরেক্টর সালাউদ্দিন ভাই নিযে এবং এরকম পরিবারের কিছু ছেলেদের ব্যাক্তিগত উদ্যোগে নির্মিত হচ্ছে রুমি দ্যা লিজেন্ড ।সত্যি কথা বলতে আমারা যারা জাহানারা ইমাম এর একাত্তরের দিনগুলি বইটি পড়ছি তাদের কাছে রুমিকে পরিচয় করিয়ে দেওয়া মানে মার কাছে মাসীর গল্প করার মতো ।
মুক্তিযুদ্ধ নিয়ে কোন বাঙালীর আবেগের শেষ নেই ।বর্তমান সময়ের এতো হতাশার মাঝে একমাত্র মুক্তিযুদ্ধের গৌরব হতে পারে আমাদের সামনের দিকে এগিয়ে যাবার প্রেরনা । একটু অফটপিকে যাই বাংলাদেশে ক্রিকেট যখন লাগাতার খারাপ পারফরমেন্স করতেই থাকে একের পর এক বাজে বাভে হারতেই থাকে । দলের মন মানসীকতা থাকে চুরান্ত বিপর্যস্থ। তখন প্লেয়ারদের মনোবল বারানোর জন্য কোচ যে কাজটি করেন সেটি হলো টিমের ভালো ভালো ম্যাচ এর ভিডিও দেখান । যে ম্যাচগুলোতে বাঘ বাঘের মতোই পারফরমেন্স কেরেছিল । সে ম্যাচ গুলো দেখিয়ে কোচ চেস্টা করেন প্রেয়ারদের ভেঙে পড়া মনোবল আবার জোরা লাগুক। ফিরে আসুক হারানো বল। আমার এ কথাগুলো বলার উদ্যেশ্য হলো । আমরা বাঙালী জাতি হিসেবেও কিন্ত আমাদের পারফমেন্স খুব একটা ভালো না । চারিদিকে হতাশা আর হতাশা । তো আমাদের মনবল বারনোর জন্য আমাদের কি করা উচিত ? আমাদের উচিত বেশি বেশি মুক্তিযুদ্ধের ছবি দেখা আর এর সার্বিক উন্নয়নে যথাসম্ভব সহযোগিতা করা ।
আরো্ বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ছবি বানানো এবং সার্বিক ভাবে এ ব্যাপারে সহযোগিতা করা । বাঙালীর বীরত্বগাথা ইতিহাসকে নতুন প্রজন্মের কাছ আরো বেশি করে তুলে ধরা । বাঙালী যে কোনো এক সময়ে বাঘের মতো গর্জে উঠে পাক কে চিরতরে সাফ করে দিয়েছিল সে ইতিহাস তুলে ধরা । এ দেশে রুমির মতো মেধাবী সন্তানেরা একাত্তরে নিজের কথা চিন্তা না করে দেশের জন্য অকাতরে প্রান বিলিয়ে দিয়ে গেলো সে ইতিহাস এর খানিকটা তুলে ধরা । ছবিটির নির্মেনর উদ্যেশ্য তাই । সকলের সহযোগিতা এই পরিশ্রমকে সার্থক করে তুলবে । সবাইকে ধন্যবাদ ।
ডিরেক্টর আর প্রডাকশন হাউস সম্পর্কে আরো জানতে এখানে দেখুন
যদিও এটা কোনো টেকনিক্যাল টিউন না । মুক্তিযুদ্ধের উপর কাজ হচ্ছে তাই সবাইকে জানাতে ইচ্ছে হলো । তারপরেও কেউ কিছূ মনে করলে ক্ষমা চেয়ে নিলাম ।
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need