টেকটিউনস-এর আনঅফিসিয়াল মিটআপ এবং আমার ইমোশনাল ব্রেকডাউন প্রসঙ্গে।

গতকাল ২৩শে ডিসেম্বর/২০১১ খ্রিঃ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলায় বেলা ৩ ঘটিকায় টেকটিউনস-এর আনঅফিসিয়ালমিটআপের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল। আমি সময়মত যথারীতি পৌছে যাই আমার শ্যালক শাহাদত হোসেন শান্তকে নিয়ে। যাবার আগে সোর্ডফিশ এর সাথে সেলফোনে কথা হয়েছিল । আমার ছেলে মনযুর-উল মামুন এর কাছে আমি জানুয়ারী/২০০৯ সনে প্রথম জানি টেকটিউনস বাংলা টেক সাইটটির ব্যাপারে তারপর থেকে আমার প্রাত্যহিক জীবনের অনুসঙ্গ হয়ে যায় এই সাইটটি। কোন কারনে এই সাইটের সার্ভার ডাউন থাকলে বিষন্নতায় ভুগতে থাকি । আগের চেয়ে অনেক তারাতারি লোড হয় এই সাইটটি এজন্য কর্তপক্ষকে ধন্যবাদ। এবার আসি মিটআপে কথা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে ছিলাম যে কারণে. .. আমার ছেলে মনযুর-উল মামুন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ বিএসসি(সম্মান) ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সি ইঞ্জিনিয়ারিং ফাইন্যাল সেমিষ্টার (শেষ পর্বের)পরীক্ষা চলছে। আমার সাথে মিটাপে নিয়ে যেতে চেয়েছিলাম ফাইনাল পরীক্ষার জন্য সে যেতে পারেনি। যাহোক আমি কথা বলবার জন্য দাড়াতেই আমার হঠাৎ মনে হয়েছিল তোমাদের এ বয়সটি আমি পার করে এসেছি আরও ৩০ বৎসর আগে, তবুও তোমাদের মাঝে এসেছি তারণ্যকে ছুয়ে দেখবো বলে.. যে ছেলেদেরকে বর্তমান কলুষিত সমাজ স্পর্ষ করতে পারে নাই । যারা নেশা ও মাদকতার ছোবলগ্রাস থেকে মুক্ত। কোনকিছু লাভের আশা না করেই শুধু নিঃস্বার্থ ভাবে দেবার জন্য চেষ্টা করছে। এরাতো আমার ছেলে মনযুর-উল মামুন এর মত শত শত মামুন। যাদের কাছে প্রত্যাশা করা যায় এরা আমাদের দেশ ও জাতিকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বিশ্বদরবারে। এ সময় টেকটিউনস এর টিপুর কথা খুব বেশী মনে পড়ছিল… যে কিছুদিন আগেও আমাদের মাঝে ছিল সরব অথচ এখন সে নেই । আমি পরকালে তার আত্বার শান্তি কামনা করি।

মিটআপে আমার প্রিয় ভিজিটর ও টিউনারদের দেখার ইচ্ছেটা পুরুন হলো না বিশেষ করে শাওন, সাইফুলইসলাম, শুভ্র আকাশ, জাকির, হিমায়িত দিহান, হাসান যোবায়ের, রাসেল, আব্দুল মালেক, তাহের চৌধুরী, নাবিল আহম্মেদ, টিউটো বিডি, হাসিব NirzonAlobd, রাসেল রনি, সাবিহা , মাইক্রোহ্যাকার_আলমাস , মেহেদী আকরাম, ফাহিম রেজা বাঁধন, শাকিল আরেফিন, দুঃসাহসী টিনটিন, মঈনুল হক ,বিল্লাহ মামুন ,আরিফ নিজামী, রিয়া, রাসেল ,রনি, মো. আমিনুল ইসলাম সজীব, সাব্বির আলম, মোহাম্মদ রকিবুল হায়দার, MITHU, [আইটিপ্রেমী রুহুল ], উইন্ডোজ শোয়েব, আমিনুল ইসলাম, সজীব রহমান, মাইক্রোকাতার প্রোগ্রামার রোমেল সব্যসাচী দত্ত, Pudina Pata, দিহান, রনি পারভেজ, রাফসান মুকুট, m.h.mithu, ও আরো অনেকে এমুহুর্তে যাদের নাম স্বরণে নেই।  সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই প্রত্যাশায় বিদায়। আবার ও দেখা হবে ইনশায়াল্লাহ্ ।

বিঃদ্রঃ আমাকে অনেকে হয়তো ডাঃ মনে করে ভুল করেছেন আমার পরিচয় পর্বে বলেছিলাম আমি একজন ষ্টুয়ার্ড (পথ্য ব্যবস্থাপক)।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা  ।

Level 0

আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়েছি… আপনি যাবার পর আপনাকে আমরা সবাই অনেক মনে করেছি… ধন্যবাদ আপনার ইমোশনাল ব্যাপার টা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আশা করি আপনি নিয়মিত টিউন ও মন্তব্য করবেন।
বিশেষ করে আমার টিউন গুলোতে আপনার মন্তব্বের অপেক্ষায় থাকব… ভাল লাগলে করবেন… আর টেকনোলজি বাতিত আমার লেখা পড়তে আমার বাক্তিগত ব্লগে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি… http://www.moumachibd.com
ভাল থাকবেন।
ধন্যবাদ।

Level 0

হোসেন রাহাত, অশেষ ধন্যবাদ।

কেমন আছেন স্যার। সত্যিই আপনার নিস্পাপ আবেগ আমার হৃদয় স্পর্শ করে গিয়েছে। দোয়া করবেন আমার ও টেকটিউনস্ পরিবারের জন্য যেনো আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারি।

আংকেল, আমার আসার খুব ইচ্ছা ছিলো বাট আমি খুবই দুঃখিত যে, আজকের অনাকাংখিত এক্সামের জন্য কালকের মিটআপটা মিস করেছি। তবে ছবি গুলা দেখে আপনাদের সবার উপর হিংসা হচ্ছে। অনেক মজা হয়েছে। রিয়েলি অনেক মিস করেছি। ভালো থাকবেন।

আপনার উপস্থিতি সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ আরেকবার।

ইনশাআল্লাহ্‌ পরবর্তীতে দেখা হবে। আপনাদের উপস্থিতি আসলেই তরুন প্রজন্মকে আরো বেশী উজ্জীবিত করে।

আপনার উপস্থিতি সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ আরও শতবার।
আপনাকে অবারো ধন্যবাদ মিটাপে উপস্থিত থেকে উজ্জীবিত করার জন্য।
ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনাই করি। 🙂

Level 0

পৃথিবীতে যে এখন ও ভাল মানুষ আছে, তাহা আমি আপনাকে দেখে বুঝেছি। বর্তমান যুগে মানুষের মনূষ্যত্ব্য এতটাই নিচে গেছে যে (বিশেষ করে ঢাকাতে যারা থাকে) কেউ বিপদে পরলে ও কাছে যাওয়া তো দূরের থাক ফিরে ও তাকায় না। আপনাকে দেখে বুঝলাম সব মানুষ এক হয় না। ব্যক্তিগত ভাবে আমি আপনার ফ্যান হয়ে গেছি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনার স্বপ্ন সফল করতে পারি।
আর একবার ধন্যবাদ ।

আমি সুদুর দিনাজপুরে থাকি 🙁 তাই এই ঠান্ডায় ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারিনি।
তবে আগামী মিটআপ মিস হবে না ইনশাআল্লাহ 🙂 ।
আর আগামী মিটআপে আপনারা দু’জনেই অর্থাৎ মনযুর-উল মামুন ভাইয়াকেও সঙ্গে নিয়ে আসবেন।

শাওন রংপুর থাকে। রাসেল রনি, আলমাস ঢাকার বাহিরে থাকে। টিনটিন হল হোসেন রাহাত ভাই। তাহের চৌধুরী ছিল। নাবিল আহমেদ দেশের বাহিরে থাকে। পুদিনা পাতা কোথাও আসে না।

Level 0

আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না 🙁

Level 0

আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে দ্বিগুণ। টেকটিউনের মাঝে আমরা সবাই বিলীন হয়ে গেছি। এখন পত্রিকায় যে সংবাদ হয় টেকটিউন পরিবারের কেউ এমন ধরণের কোন কাজে জড়িত নয় সংবাদে শিরোনাম হবে। সবাই প্রযুক্তির সুরে মেতে থাকার কারণে অন্য কোন চিন্তা ভাবনা নেই আমাদের মাঝে। টেকটিউনই আমাদেরকে নীতিনৈতিকতার পথে রেখেছে। আলোর পথ দেখাচ্ছে প্রতিনিয়ত। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরে কোন এক সময় আবার দেখা হবে কোন উপলক্ষে

আংকেল প্রথমে বলে নেই আপনার এই উতসাহ আমাদের সকলের কাছে আর্শিবাদ স্বরূপ । আমি মিট আপ এ এসেছিলাম দেরি করে । আমি মনে করেছিলাম আপনি হয়তো টিটির কোন কর্মকর্তা । কিন্তু আপনি যে টিটির একজন বড় ভক্ত এবং ভিজিটর কক্ষনই কল্পনা করতে পারি নি । আপনার সাথে পরিচিত হওয়ার লোভটা আমার এখন বেরে গেল । আপনার কাছ থেকে আমরা সকলে দোয়া চাই যেন আমরা সব সময় সঠিক পথে এগিয়ে যেতে পারি আমাদের টিটিকে নিয়ে ।

আংকেল আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাব তার ভাষা খুজে আমি পাচ্ছি না। তবে আমার আগে জানা ছিল না যে টেকটিউনস কাউকে কাউকে আবেগময় করে তুলতে পারে। হ্যাঁ এটা শুধুই সম্ভব যদি হৃদয় এর মধ্য টেকটিউনস গাথা থাকে এবং টেকটিউনস এর প্রতি চরম ভালবাসা থাকে।
আংকেল আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি । আপনার টেকটিউনস এর প্রতি আবেগ আমাদের এই টেকটিউনস কে আরও বেশি ভালবাসতে শিখাবে।ধন্যবাদ

Level New

আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ …

আংকেল আপনি যাওয়ার পর আপনাকে অনেক মিস করেছি আমরা। বিশ্বাস করুন আপনার কথা ওখান থেকে আসার পর প্রায়ই মনে পড়ছে আমার, কেননা মানুষ কতটা আবেগ প্রবণ হলে-কত টা ভালোবাসা থাকলে এভাবে স্মরণ করে আসলেই আপনি তার বাস্তব উদাহরণ। আপনাদের কাছ থেকে আমাদের অনেক আদব শেখার আছে। সত্যি হৃদয় ছূয়ে গিয়েছে। ধন্যবাদ আপনার অনুভুতি আমাদের মাঝে টিউন আকারে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

Level 0

Thank u very much. We please to have a man like you. Though I could not go to this meeting, I appreciate you very much.

যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু রাজশাহী থেকে কেমনে যাই!
আপনাকে ধন্যবাদ।

Level 0

আসলে ব্যস্ততার কারণে ইদানিং ব্লগিং থেকে নিজেকে কিছুটা দূরে রাখতে হচ্ছে এবং এই একই কারণে মিট আপে আসাটাও সম্ভব হয়নি+ এখন আমি রাজশাহীতে আছি, তাই যাওয়াটা সম্ভব হয়নি।

প্রেরনা একটি বড় ব্যাপার। আপনার কাছ থেকে আপনার ছেলে তা পাচ্ছে। আমি চাই ভবিষ্যতে আপনার মত বাবাই হতে। ধন্যবাদ।

খুব ইচ্ছা ছিল কিন্তু নতুন চাকুরির খাতিরে আসতে পারিনি বলে খারাপ লাগছে।

আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম।

    @কামরুল: কামরুল ভাই আছেন কেমন? আপনি তো আমার পাশে বসেছিলেন তাই না?

xm এর জন্য আসতে পারিনি, পরবর্তিতে অবশ্যই আসবো