১৯শে ডিসেম্বার । বাংলা ব্লগ দিবস আয়োজন নিয়ে প্লাটফরমগুলোর মধ্যে মতানৈক না থাকলেও অধিকাংশ প্লাটফরম এই দিনটিকেই বাংলা ব্লগ দিবস হিসেবে স্বীকৃতি দেয় । আজ বিকাল ৫টায় উল্লেখযোগ্যসংখ্যক ব্লগারদের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলা ব্লগ দিবসের অনুষ্ঠান ।
বিকাল সাড়ে ৪টা থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকেন আয়োজক ও অতিথি ব্লগাররা । অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিল সামহোয়্যার ইন ব্লগ । বিকাল ৫টায় বিডিনিউজ২৪ ব্লগের মডারেটর ব্লগার কৌশিকের উপস্থাপনায় শুরু হয় আয়োজন । বিশেষ অতিথীদের মধ্যে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক সিরাজুল হক এবং আরো অতিথি । সামহোয়্যার ইন ব্লগের মডারেটর সৈয়দা গুলশানা ফেরদৌস জানা আয়োজনের উদ্দেশ্য ও নৈপথ্য গল্প শোনান ব্লগারদের । এর অতিথিরাও তাদের বক্তব্য রাখেন । কিভাবে বাংলা ব্লগের জগত ক্রমেই শক্তিশালী হচ্ছে তা নিয়ে তারা আরো আশাবাদ ব্যক্ত করেন । এবারের প্রতিপাদ্য ছিল "গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন" ।
সামহোয়্যার ইনের অরিল্ড ক্লকারহগ, টেকটিউনসের কর্ণধার মেহেদী হাসান আরিফ, বিজ্ঞান লেখক ও প্রিয় ডট কমের জাকারিয়া স্বপন ও অনুষ্ঠানে অংশ নেন । ধারণার চেয়েও অনেক বেশী ব্লগার অনুষ্ঠানে যোগ দেয়ায় অনেককেই দাড়িয়ে থকতে হয় । তারপর সবার মাঝে দিনটি নিয়ে ছিল ব্যাপক উচ্ছাস । টেকটিউনসের পক্ষ থেকে সকল ব্লগারদের শুভেচ্ছা ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ আরিফ নিজামী ভাই। অনুষ্ঠানটি অনলাইনে দেখেছি লাইভ। কিন্তু আপনার দেত্তয়া ছবি দেখে মনে হচ্ছে মিস করেছি কিছু 🙂