টেকটিউনস কভারেজ: মহাআয়োজনে phpXperts সেমিনার ২০১১

১৭ই ডিসেম্বার । দিনটি ঠিক করা ছিল phpXperts গ্রুপের ৫ম বার্ষিক আয়োজন phpXperts সেমিনার ২০১১ এর জন্য । সকাল ৯টা থেকেই ভেন্যু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে থাকেন বক্তা, আয়োজক ও অংশগ্রহনকারীরা ।

টেকটিউনস কভারেজ: phpXperts সেমিনার ২০১১ ফটোব্লগ

১০টার কাছাকাছি সময়েই শুরু হয় মূল আয়োজন । এরই মাঝে অংশগ্রহনকারীরা রেজিস্ট্রেশন কোড চেক করিয়ে অডিটরিয়ামে আসনগ্রহণ করেন । প্রথম সেশনটি ছিল হল অফ ফেমের "Lets have some fun with - Twilio & OpenTok API " । এই সেশনের বক্তা ছিলেন মিজানুর রহমান । তিনি কিভাবে Twilio ও Opentok এর API নিয়ে কাজ করতে হয় তা বর্ননা করেন । এরপর হল অফ ফেমের আরেকটি সেশন নিয়ে আসেন শরীফুল ইসলাম রন্জু এবং সাইদুর রহমান বিজন । তাদের টপিক ছিল Getting Up and running with Zend Framework । Zend Framework কিভাবে লিনাক্স ও উইন্ডোজে সেটআপ দিয়ে তাতে প্রজেক্ট শুরু করতে হবে তার বিস্তারিত কোড ও পদ্ধতি তুলে ধরেন দুই বক্তা ।

এরপর আসে নবাগত বক্তাদের পালা । সিক্স মিনিটস অফ ফেম এর "Smelling Your Code" সেশনে কোডকে সবপ্রকারের দুর্গন্ধ (!) মুক্ত রাখার পরার্মশ তুলে ধরেন রাজু মজুমদার । তারপর সিক্স মিনিটস অফ ফেম এর আরেকটি সেশন নিয়ে আসেন ইফতেখারুল ইসলাম রেইন । তার টপিক ছিল "RESTful Web Services" । এই সেশন পরে হয় প্রথম কুইজ পর্ব । অংশগ্রহণকারীদের মাঝে প্রশ্ন ছুড়ে দেন আয়োজকদের পক্ষে আরাফাত রহমান । বিজয়ী উত্তরদাতা পুরস্কার পান একটি ৮ জিবির পেনড্রাইভ ।

মাহবুব-উর-রহমানের "Taking Advantage of Client Side / JavaScript Templates in Rich Internet Applications" সেশনে আলোচনা করেন ক্লায়েন্টসাইডে জাভাস্ক্রীপ্টের ট্যামপ্লেটস ব্যবহারের নানা দিক নিয়ে । প্রতিটি সেশনের পরই বক্তারা উত্তর দেন অংশগ্রহণকারীদের টপিক রিলেটেড নানান প্রশ্নের । এরপরের সেশনটি ছিল মোর্শেদ আহমদ খানের "Get Excited! Enterprise Search Solutions at your FingerTips" । তিনি সার্চ টুল Solr ব্যবহারের বর্ননা দেন ।

এরপর সিক্স মিনিট অব ফেমে "Flying on the cloud" সেশন ক্লাউড কম্পিটিং নিয়ে বেসিক কিছু ধারণা শেয়ার করেন ইমরান হোসেন শাওন । তারপর বিশ্বের সর্বকনিস্ট জেন্ড সার্টিফায়েড ইন্জিনিয়ার শেহজাদ নূর তাউস "ZCE - Inside Out" । জেন্ড সার্টিফায়েড ইন্জিনিয়ারিং পরীক্ষা কিভাবে, কোথায় দিতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে তা তুলে ধরেন তাউস । তিনি জানান দেশী টাকায় ১৫ হাজার ফি দিয়ে ঢাকা বা চট্টগ্রামের কোন সেন্টারে দেয়া যাবে ZCE পরীক্ষা ।

এরপর হল অফ ফেমে সার্ভারকে টেনে লম্বা করার পদ্ধতি বলতে তাহসিন হাসান আসেন "Setting up Amazon EC2 Servers: Make Your Server Elastic!" সেশনে । Amazon EC2 সার্ভারের খরচ, ব্যবহার ও ব্যান্ডউইড বাচানোর পদ্ধতিতে ফোকাস করেন তিনি । এরপর স্পন্সরদের মধ্যে ইস্কুলJoomShaper এর বক্তারা তাদের প্রতিষ্ঠানের নানান দিক তুলে ধরেন ।

এরপর হয় লান্চ ব্রেক । লান্চ বন্টনকালেই অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব হয়ে যায় । দেশের বিভিন্নস্থান থেকে আসা ডেভলপাররা নিজের সম্পর্কে অবগত করেন আগত সবাইকে ।

তারপর দুপুর পৌনে দুইটায় "Dependency Injection, Reinventing how you manage PHP classes" টপিকের হল অফ ফেমের আরেকটি সেশন নিয়ে আসেন রিফাত নবী । NoSQL এর MongoDB নিয়ে হল অফ ফেমে "MongoDB, a document store that won't let you down!" সেশনে আসেন নুরুল ফেরদৌসলোবান আমান রহমান "A Brief Intro to the Symfony Application Framework v2.x" সেশনটি আকর্ষন করে অংশগ্রহণকারীদের । তারেক হাসান বক্তব্য রাখেন সিক্স মিনিট অফ ফেমের "WordPress plugin / theme development best practices" সেশনে । তিনি ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরীর ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত তা নিয়ে আলোচনা করেন । তারপর আলমগীর হোসেন রিংকু phpXperts গ্রুপেরই কিছু সদস্যের তৈরী করা ফেসবুক এপ্লিকেশন ডেভলপমেন্ট ফ্রেমওয়ার্ক "LightBulb" এর বিভিন্ন দিক তুলে ধরেন ।

ততক্ষনে ঘড়িতে প্রায় সাড়ে তিনটা । তানভীর হাসান খান এবং নাফী-উল-করিম এবার নিয়ে এলেন "Continuous feature integration in large projects" সেশন । তাদের অভিজ্ঞতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যাচ্ছিল তাদের প্রেজেন্টেশনে । সরস ভঙ্গিতে তাদের উপস্থাপনা উপভোগ করে সবাই । তাদের সেশনের পর আবু আশরাফ মাসনুন আসেন "Supervisor, Gearman and PHP - Job management with sanity!" সেশন নিয়ে । সেশনটির টপিক একটু জটিল বলেই মনে হলো । তারপর সর্বশেষ সেশন এবং বহু আকাঙ্ক্ষিত হাসিন হায়দার এবং এম এ হোসেইন তনু এর "Mystery of cryptography, ciphers and the dark side of the moon" । কিভাবে এনক্রিপশন ব্যবহার করলে ইউজারকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া যাবে, Cryptography এর বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন এই দুইজন । সাতঘন্টার আয়োজনের শেষ পর্যায়ও ক্লান্ত মনে হয়নি অংশগ্রহনকারীদের ।

এরই মাঝে স্পন্সর Codemate, BlueLiner, Metrodesk, akhoni.com, RightBrain ও Tasawr এর প্রতিনিধিরা নিজ প্রতিষ্ঠানের সংক্ষেপে পরিচয় করিয়ে দেন সবার সাথে । কয়েকসেশন পরপর চলে কুইজ পর্বও । বিজয়ীরা পেন ড্রাইভ, ব্ল্যাংক ডিভিডি উপহার পায় । phpXperts গ্রুপে বিশেষ পারফরমেন্সের জন্য পুরস্কার পান অন্যতম মডারেটর অন্জন ভৌমিক । গ্রুপের ওয়েবসাইট মেইন্টেনেন্সের জন্য পুরস্কার পান শরীফুল ইসলাম রন্জু

মজার ও আকর্ষনীয় পর্ব ছিল প্রায় ১৬ হাজার টাকা মূল্যমানের Xeon Tab জেতার কুইজ । এই নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় সবার মাঝে । দুই রাউন্ডে হয় এই কুইজ । প্রথম পর্বে তিনজনকে বাছাই করা হয় । তারপর সেই তিনজনের মাঝে আবার প্রতিযোগিতা হয় । মজার বিষয় তাদের জন্য প্রশ্ন খুজে পেতে সমস্যা তৈরী হয় । অবশেষে অংশগ্রহনকারীর এক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে Xeon Tab জিতে নেন আনিস উদ্দিন আহমদ । তারপরই ফটো সেশনের পর ইতি টানা হয় এইবারের আয়োজনের ।

টেকটিউসর সাথে অন্যতম নবীন বক্তা শেহজাদ নূর তাউস তার অনুভুতি শেয়ার করেন,

এটা আমার এতজনের মাঝে প্রথম উপস্থাপনা । সৌভাগ্যক্রমে এটা অনেক ভালো গেছে । phpXperts একটি অসাধারণ টেক কমিউনিটি । এর সঙ্গে থাকে পেরে আমি খুবই আনন্দিত ।

এইবার আয়োজনে Tasawr, Codemate, JoomShaper, Metrodesk, BlueLiner, ইস্কুল, akhoni.com, RightBrain Solution Limited, LeevioMicrosoft WebMatrix ছিল স্পন্সর, ইউআইইউ ভেন্যু পার্টনার এবং টেকটিউনস ওয়েব পার্টনার ছিল । পুরো অনুষ্ঠান হোস্ট করেছেন শরীফুল ইসলাম রন্জু এবং আবু আশরাফ মাসনুন । কুইজের দায়িত্বে ছিলেন আরাফাত রহমান

স্লাইডের লিংক: ডাউনলোড | পুরো অনুষ্ঠানের আরো ছবি

phpXpert গ্রুপ

ওয়েবসাইট: http://phpxperts.net/
ফেসবুক: http://www.facebook.com/groups/pxperts/
ইয়াহু গ্রুপ: http://tech.groups.yahoo.com/group/phpexperts/

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এককথায় অসাধারন ……………
স্লাইডের লিংকের জন্য ধন্যবাদ ।

Level 0

jadio sorasori upovog korar sujog hoini tarpor o techtunes pora onek valo laglo apnaka onek dhonnobad share korar janno

ফাটাফাটি,

অনেক গুছানো এবং তথ্য বহুল সেমিনার আয়জনের জন্য ধন্যবাদ। আরিফ নিজামী ভাই কেউ কভারেজ টির জন্য ধন্যবাদ।

ছবি দেখে আফসোস হচ্ছে। কভারেজের জন্য ধন্যবাদ।হাসিন ভাইয়ের চুল কই গেলো? 😆

Level 0

আমরা ভিডিও লিঙ্ক চাই …। আর ধন্যবাদ আরিফ নিজামী ভাই