১৭ই ডিসেম্বার । দিনটি ঠিক করা ছিল phpXperts গ্রুপের ৫ম বার্ষিক আয়োজন phpXperts সেমিনার ২০১১ এর জন্য । সকাল ৯টা থেকেই ভেন্যু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে থাকেন বক্তা, আয়োজক ও অংশগ্রহনকারীরা ।
টেকটিউনস কভারেজ: phpXperts সেমিনার ২০১১ ফটোব্লগ
১০টার কাছাকাছি সময়েই শুরু হয় মূল আয়োজন । এরই মাঝে অংশগ্রহনকারীরা রেজিস্ট্রেশন কোড চেক করিয়ে অডিটরিয়ামে আসনগ্রহণ করেন । প্রথম সেশনটি ছিল হল অফ ফেমের "Lets have some fun with - Twilio & OpenTok API " । এই সেশনের বক্তা ছিলেন মিজানুর রহমান । তিনি কিভাবে Twilio ও Opentok এর API নিয়ে কাজ করতে হয় তা বর্ননা করেন । এরপর হল অফ ফেমের আরেকটি সেশন নিয়ে আসেন শরীফুল ইসলাম রন্জু এবং সাইদুর রহমান বিজন । তাদের টপিক ছিল Getting Up and running with Zend Framework । Zend Framework কিভাবে লিনাক্স ও উইন্ডোজে সেটআপ দিয়ে তাতে প্রজেক্ট শুরু করতে হবে তার বিস্তারিত কোড ও পদ্ধতি তুলে ধরেন দুই বক্তা ।
এরপর আসে নবাগত বক্তাদের পালা । সিক্স মিনিটস অফ ফেম এর "Smelling Your Code" সেশনে কোডকে সবপ্রকারের দুর্গন্ধ (!) মুক্ত রাখার পরার্মশ তুলে ধরেন রাজু মজুমদার । তারপর সিক্স মিনিটস অফ ফেম এর আরেকটি সেশন নিয়ে আসেন ইফতেখারুল ইসলাম রেইন । তার টপিক ছিল "RESTful Web Services" । এই সেশন পরে হয় প্রথম কুইজ পর্ব । অংশগ্রহণকারীদের মাঝে প্রশ্ন ছুড়ে দেন আয়োজকদের পক্ষে আরাফাত রহমান । বিজয়ী উত্তরদাতা পুরস্কার পান একটি ৮ জিবির পেনড্রাইভ ।
মাহবুব-উর-রহমানের "Taking Advantage of Client Side / JavaScript Templates in Rich Internet Applications" সেশনে আলোচনা করেন ক্লায়েন্টসাইডে জাভাস্ক্রীপ্টের ট্যামপ্লেটস ব্যবহারের নানা দিক নিয়ে । প্রতিটি সেশনের পরই বক্তারা উত্তর দেন অংশগ্রহণকারীদের টপিক রিলেটেড নানান প্রশ্নের । এরপরের সেশনটি ছিল মোর্শেদ আহমদ খানের "Get Excited! Enterprise Search Solutions at your FingerTips" । তিনি সার্চ টুল Solr ব্যবহারের বর্ননা দেন ।
এরপর সিক্স মিনিট অব ফেমে "Flying on the cloud" সেশন ক্লাউড কম্পিটিং নিয়ে বেসিক কিছু ধারণা শেয়ার করেন ইমরান হোসেন শাওন । তারপর বিশ্বের সর্বকনিস্ট জেন্ড সার্টিফায়েড ইন্জিনিয়ার শেহজাদ নূর তাউস "ZCE - Inside Out" । জেন্ড সার্টিফায়েড ইন্জিনিয়ারিং পরীক্ষা কিভাবে, কোথায় দিতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে তা তুলে ধরেন তাউস । তিনি জানান দেশী টাকায় ১৫ হাজার ফি দিয়ে ঢাকা বা চট্টগ্রামের কোন সেন্টারে দেয়া যাবে ZCE পরীক্ষা ।
এরপর হল অফ ফেমে সার্ভারকে টেনে লম্বা করার পদ্ধতি বলতে তাহসিন হাসান আসেন "Setting up Amazon EC2 Servers: Make Your Server Elastic!" সেশনে । Amazon EC2 সার্ভারের খরচ, ব্যবহার ও ব্যান্ডউইড বাচানোর পদ্ধতিতে ফোকাস করেন তিনি । এরপর স্পন্সরদের মধ্যে ইস্কুল ও JoomShaper এর বক্তারা তাদের প্রতিষ্ঠানের নানান দিক তুলে ধরেন ।
।
এরপর হয় লান্চ ব্রেক । লান্চ বন্টনকালেই অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব হয়ে যায় । দেশের বিভিন্নস্থান থেকে আসা ডেভলপাররা নিজের সম্পর্কে অবগত করেন আগত সবাইকে ।
তারপর দুপুর পৌনে দুইটায় "Dependency Injection, Reinventing how you manage PHP classes" টপিকের হল অফ ফেমের আরেকটি সেশন নিয়ে আসেন রিফাত নবী । NoSQL এর MongoDB নিয়ে হল অফ ফেমে "MongoDB, a document store that won't let you down!" সেশনে আসেন নুরুল ফেরদৌস । লোবান আমান রহমান "A Brief Intro to the Symfony Application Framework v2.x" সেশনটি আকর্ষন করে অংশগ্রহণকারীদের । তারেক হাসান বক্তব্য রাখেন সিক্স মিনিট অফ ফেমের "WordPress plugin / theme development best practices" সেশনে । তিনি ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরীর ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত তা নিয়ে আলোচনা করেন । তারপর আলমগীর হোসেন রিংকু phpXperts গ্রুপেরই কিছু সদস্যের তৈরী করা ফেসবুক এপ্লিকেশন ডেভলপমেন্ট ফ্রেমওয়ার্ক "LightBulb" এর বিভিন্ন দিক তুলে ধরেন ।
ততক্ষনে ঘড়িতে প্রায় সাড়ে তিনটা । তানভীর হাসান খান এবং নাফী-উল-করিম এবার নিয়ে এলেন "Continuous feature integration in large projects" সেশন । তাদের অভিজ্ঞতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা যাচ্ছিল তাদের প্রেজেন্টেশনে । সরস ভঙ্গিতে তাদের উপস্থাপনা উপভোগ করে সবাই । তাদের সেশনের পর আবু আশরাফ মাসনুন আসেন "Supervisor, Gearman and PHP - Job management with sanity!" সেশন নিয়ে । সেশনটির টপিক একটু জটিল বলেই মনে হলো । তারপর সর্বশেষ সেশন এবং বহু আকাঙ্ক্ষিত হাসিন হায়দার এবং এম এ হোসেইন তনু এর "Mystery of cryptography, ciphers and the dark side of the moon" । কিভাবে এনক্রিপশন ব্যবহার করলে ইউজারকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া যাবে, Cryptography এর বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন এই দুইজন । সাতঘন্টার আয়োজনের শেষ পর্যায়ও ক্লান্ত মনে হয়নি অংশগ্রহনকারীদের ।
এরই মাঝে স্পন্সর Codemate, BlueLiner, Metrodesk, akhoni.com, RightBrain ও Tasawr এর প্রতিনিধিরা নিজ প্রতিষ্ঠানের সংক্ষেপে পরিচয় করিয়ে দেন সবার সাথে । কয়েকসেশন পরপর চলে কুইজ পর্বও । বিজয়ীরা পেন ড্রাইভ, ব্ল্যাংক ডিভিডি উপহার পায় । phpXperts গ্রুপে বিশেষ পারফরমেন্সের জন্য পুরস্কার পান অন্যতম মডারেটর অন্জন ভৌমিক । গ্রুপের ওয়েবসাইট মেইন্টেনেন্সের জন্য পুরস্কার পান শরীফুল ইসলাম রন্জু ।
মজার ও আকর্ষনীয় পর্ব ছিল প্রায় ১৬ হাজার টাকা মূল্যমানের Xeon Tab জেতার কুইজ । এই নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় সবার মাঝে । দুই রাউন্ডে হয় এই কুইজ । প্রথম পর্বে তিনজনকে বাছাই করা হয় । তারপর সেই তিনজনের মাঝে আবার প্রতিযোগিতা হয় । মজার বিষয় তাদের জন্য প্রশ্ন খুজে পেতে সমস্যা তৈরী হয় । অবশেষে অংশগ্রহনকারীর এক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে Xeon Tab জিতে নেন আনিস উদ্দিন আহমদ । তারপরই ফটো সেশনের পর ইতি টানা হয় এইবারের আয়োজনের ।
টেকটিউসর সাথে অন্যতম নবীন বক্তা শেহজাদ নূর তাউস তার অনুভুতি শেয়ার করেন,
এটা আমার এতজনের মাঝে প্রথম উপস্থাপনা । সৌভাগ্যক্রমে এটা অনেক ভালো গেছে । phpXperts একটি অসাধারণ টেক কমিউনিটি । এর সঙ্গে থাকে পেরে আমি খুবই আনন্দিত ।
এইবার আয়োজনে Tasawr, Codemate, JoomShaper, Metrodesk, BlueLiner, ইস্কুল, akhoni.com, RightBrain Solution Limited, Leevio ও Microsoft WebMatrix ছিল স্পন্সর, ইউআইইউ ভেন্যু পার্টনার এবং টেকটিউনস ওয়েব পার্টনার ছিল । পুরো অনুষ্ঠান হোস্ট করেছেন শরীফুল ইসলাম রন্জু এবং আবু আশরাফ মাসনুন । কুইজের দায়িত্বে ছিলেন আরাফাত রহমান ।
স্লাইডের লিংক: ডাউনলোড | পুরো অনুষ্ঠানের আরো ছবি
ওয়েবসাইট: http://phpxperts.net/
ফেসবুক: http://www.facebook.com/groups/pxperts/
ইয়াহু গ্রুপ: http://tech.groups.yahoo.com/group/phpexperts/
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
এককথায় অসাধারন ……………
স্লাইডের লিংকের জন্য ধন্যবাদ ।