আর মাত্র কয়েক ঘন্টা । রাত পোহালেই পর্দা উঠবে দেশের অন্যতম সেরা ডেভলপার গ্রুপের বার্ষিক আয়োজন phpXpert সেমিনারের । প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে । এরই মধ্যে হয়ে গেলো phpXpert সেমিনারের রিহার্স্যালস ।
রিহার্স্যালস বা মহড়ার জন্য ভেন্যু ছিল উত্তরার ১৪ নম্বর সেক্টরের লিভিও অফিস । হল অফ ফেম এবং সিক্স মিনিটস টু ফেম দুই সেশনের বক্তারাই নির্ধারিত সময় বেলা ১১টায় উপস্থিত হন ভেন্যুতে । প্রথমেই সিক্স মিনিটস টু ফেমের বক্তারা শুরু করেন । সিক্স মিনিটস টু ফেমের বক্তারা এই প্রথমবার phpXpert সেমিনারের প্রেজেন্টেশন দিচ্ছেন, তাই অভিজ্ঞ বক্তারা তাদের প্রেজেন্টেশন বাড়তি গুরুত্ব দিয়ে শোনেন । সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয় । কি কি নিধার্রিত টপিকের জন্য বাদ যেতে পারে আর কি কি যোগ হতে পারে তা নিয়ে পরার্মশ পান বক্তারা ।
এরপরই আসে মূল সেশনগুলোর বক্তাদের পালা । একইভাবে তারাও নিজেদের প্রেজেন্টেশন দেন । টুকে রাখেন অন্যদের পরামর্শগুলোও । এর মাঝেই চলতে থাকে মজা নেওয়া, ছবি তোলা এবং জম্পেশ আড্ডা দেওয়া । বরাবরর মতই ছিল Mac এর মেলা, তবে কিছু লিনাক্স ও উইন্ডোসবেসড ল্যাপিও উপস্থিতি জানান দেয় । হাসিন ভাইয়ের অতিথেয়তায় খাওয়া দাওয়াও হয় ভরপুর । দুপুরে খিচুরী, গরু-মুরগীর ডিসের সাথে ছিল বেগুন ভাজাও ! চা, কোল্ড ড্রিংকস সঙ্গী ছিল সারাদিনই ।
এখন অপেক্ষা আসল আয়োজনের । অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার 😀 । অপেক্ষায় থাকুন কাল সন্ধ্যার বিশেষ টেকটিউনস কভারেজের ।
ওয়েবসাইট: http://phpxperts.net/
ফেসবুক: http://www.facebook.com/groups/pxperts/
ইয়াহু গ্রুপ: http://tech.groups.yahoo.com/group/phpexperts/
তথ্য সহায়তায়: অন্যতম বক্তা আবু আশরাফ মাসনুন
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
http://phpxperts.net/ তো দেখি পার্কিং করা ডোমেইন। :/