আবার সময় হয়ে গেলো দেশের অন্যতম বৃহৎ ও একটিভ ডেভলপার গ্রুপের বার্ষিক আয়োজন phpXpert সেমিনার ২০১১- এর । ৭ ঘন্টার এই মহাআয়োজন এবার হচ্ছে ১৭ই ডিসেম্বার, ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ।
মোট ১২টি সেশন ও ৬টি মিনি সেশন পরিচালনা করবেন মোট ২১জন বক্তা । ১২টি সেশন পূর্ণ সেশন পরিচালনা করবেন তানভীর হাসান খান, নুরুল ফেরদৌস , এম এ হোসেইন তনু এবং অবশ্যই হাসিন হায়দারের মত জাঁদরেল এক্সপার্টসরা । আর বাকি ৬ মিনিটের ৬টি মিনি সেশন পরিচালনা করবেন তাউস, তারেক হাসানের মত সম্ভাবনাময় তরূণ ডেভলপাররা ।
"সিক্স মিনিট অফ ফেম" নামের মিনি সেশনে আছে..
এইবারের আয়োজনটিতে প্রায় ৩০০+ জন রেজিস্টার্ড পার্টিসিপেন্টস অংশ নিচ্ছে । গতকাল রিহারস্যালও হয়ে যাবার কথা লিভিও অফিসে । phpXperts সেমিনারের ৫ম বছরের এই আয়োজন হতে বাকি আর মাত্র একদিন ।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শেষ । যারা কোড পাননি তারা অপেক্ষা করুন টেকটিউনসর বিশেষ কভারেজের জন্য 🙂
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরীক্ষা তাই সম্ভাবনা নাই। কভারেজের অপেক্ষায় রইলাম।