বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের প্রতি গুগলের সম্মান প্রদর্শন ‌বাদ গেলাম আমরা : কারণ ও প্রতিকার

অপ্রাসঙ্গিক কথা  :

প্রায় আট মাস টেকটিউনস্ ঘাটাঘাটি করে আজ প্রথম  লিখতে বসলাম। দোয়া করবেন যেন নিয়মিত লিখতে পারি! আর আমি বাংলা ভাল লিখতে পারি না তাই বিভিন্ন জায়গা থেকে শব্দ ও বাক্য কপি করে সাজিয়ে লিখলাম!

প্রাসঙ্গিক কথা  :

বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের প্রতি গুগলের সম্মান প্রদর্শন করা গুগলের একটি নতুন কার্যক্রম। নীচের ছবিগুলো দেখলে বুঝবেন।

India Independence Day - (India) Kenya Independence Day - (Kenya) Finland National Day - (Finland) Pakistan Independence Day - (Pakistan)

আরও দেখুন এইখানে

এমন ভাবে হয়ত গুগল আমাদের গৌরবের ১৬ই ডিসেম্বরকে তাদের হোম পেজে স্থান দিত। তখন নীচের এমন ছবিই স্হান পেত।

Bangladesh Independence Day - (Bangladesh) Bangladesh Independence Day - (Bangladesh)

কারণ :

গুগল এত স্বল্প সময়ের নোটিশে এটা করতে পারবে না। তাদের আগামি কয়েকমাসের প্রগ্রাম নির্ধারিত হয়ে আছে । তবে আমাদের মেইল সমুহ গুগল যথেষ্ঠ গুরুত্বের সাথে বিবেচনা করছে।

প্রতিকার :

এবারে আমরা পারলাম না কিন্তু পরেরবার হয়তো আমরা সফল হব! আর এর জন্য উদ্যোগ নিতে বলব সকল বাংলাদেশী ব্লগিং প্ল্যাটফর্ম কে বিশেষ করে টেকটিউনস্ কে, কারণ তারা চাইলে অনেক কিছু করতে পারে এবং এর প্রমান আমরা অনেকবার পেয়েছি!

আরিফুল ইসলাম শাওন এর এই টিউনে করা  mohammad khalid hosain এর করা এই কমেন্টটি ভাল লেগেছে :

ইস্ যদি আরেকটু আগে এই উদ্যোগটা নিতেন……. ইস্………………….. অপ্লের জন্য ক্যাচ মিস হয়ে গেলো…… তা জেনেও পাঠিয়ে দিলাম….. ওরা অন্তত বুজুক যে আমাদের চাওয়াটা কী!

শেষকথা :

এত কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ! পজিটিভ কমেন্ট করলে উৎসাহিত হব!

আমার ব্লগ : http://alamin2it.tk (এখানে প্রকাশিত)

ফেসবুকে আমি : http://facebook.com/alamin2it

ধন্যবাদ!

Level 0

আমি আব্দুল্লাহ আল-আমিন দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করা আমার নেশাও নয় পেশাও নয়, তবুও টেকটিউনসের ভালবাসায় সিক্ত হয়ে শখ করে ব্লগিং শুরু করলাম। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের আছে গৌরবময় ইতিহাস।
আমাদের ভাষা দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে
আমাদের স্বাধীনতা দিবস
এবং বিজয় দিবস।

আমরা যদি এখন থেকেই এ তিনটি দিবসের কথা গুগলকে জানিয়ে মেইল করি , তবে আশাকরা যায় আগামি ভাষা দিবস , স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে এটা হয়ত করা সম্ভব হবে। তাই এখনই সময় আমাদের ওনাদের মেইল করা। টার্গেট ২০১২ এর এই তিনটি দিবস । আসুন ঝাপিয়ে পরি আমাদের দেশকে পরিচিত করার যুদ্ধে। এটাই হোক এই বিজয় দিবসে আমাদের সামান্য প্রত্যয় ।

হুম !!! অপেক্ষায় ত্থাকুন!! আবার না হউক ! ২১শে ফেব্রুয়ারী মিস যাবে না ইনশাআল্লাহ !! 🙂

এখন তো বলছি কিন্তু সময় আসলেই সব ভুলে যাই এটাই আমাদের সমস্যা!

সত্যিই আফসোস হচ্চে। ইস! আর কিছুদিন আগে যদি করতাম

🙁 21 tariq jodi na dey goole ami goole use korbo na :@

Level 0

hmm

ভাই, সবাই এখন থেকেই একুশে ফেব্রুয়ারীর জন্য আবেদন করলে ডুডল সহ তাহলে একুশে ফেব্রুয়ারীর দিন আমারা হয়ত গুগলকে নতুন রুপে একদিনের জন্য দেখতে পারব।

সহমত তানভীর ভাইয়ের সাথে। কেউ কি একটু উদ্যগ নিবেন দয়করে।মেইল যত দরকার অব্শ্যই আমরা করবো। আর ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ্ আল আমিন ভাইকে যে বাংলা ঠিকমতো লিখতে না পারলেও অনেক কষ্ট করে বাংলায় টিউনটি করেছে এবং বানান ঠিক রেখে। কারণ আমার মতো বাংলা লিখতে জানা কিছু টিউনারও দেখি শুধু অবহেলা বশত ভুল বানান লিখে তখন খুব মন খারাপ হয়। আবদুল্লাহ্ আল আমিন ভাই আপনার নামটা সত্যি অনেক সুন্দর ও অর্থবহ যিনি রেখেছেন তাকে ধন্যবাদ। আর একটু চেষ্টা করে বাংলা লেখাটা শেখে নিলে আমরা উপকৃত হতাম কারণ আপনার কাছ থেকে আগামীতে আরো সুন্দর এবং প্রয়োজনীয় টিউন পাবো তখন। ভালো থাকবেন

Level 0

sohomot

Level 3

এখানে সব ডুডল এর তালিকা পাবেন।
খালি দেশের জাতীয় দিবস,স্বাধীনতা দিবসই না বিখ্যাত লোকদের জন্মদিন,মৃত্যূদিন,বিভিন্ন আন্তর্জাতিক দিবস ইত্যাদিও আছে।
আমাদের তো বিজয় দিবস মিস হয়ে গেল। তাতে কী? সামনের যে যে ইভেন্টগুলার জন্য আমরা আবেদন করতে পারি তার তালিকা নীচে দিলাম। চাইলে আপনারাও এড করতে পারেন:
# International Mother Language Day- 21 February
# Independence Day of Bangladesh-26 March
# Bengali New year- 14 April
# Victory Day of Bangladesh-16 December

Level 3

এখানে সব ডুডল এর তালিকা পাবেন।
link:
http://www.google.com/doodles/finder/2011/All%20doodles