অপ্রাসঙ্গিক কথা :
প্রায় আট মাস টেকটিউনস্ ঘাটাঘাটি করে আজ প্রথম লিখতে বসলাম। দোয়া করবেন যেন নিয়মিত লিখতে পারি! আর আমি বাংলা ভাল লিখতে পারি না তাই বিভিন্ন জায়গা থেকে শব্দ ও বাক্য কপি করে সাজিয়ে লিখলাম!
প্রাসঙ্গিক কথা :
বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসের প্রতি গুগলের সম্মান প্রদর্শন করা গুগলের একটি নতুন কার্যক্রম। নীচের ছবিগুলো দেখলে বুঝবেন।
আরও দেখুন এইখানে
এমন ভাবে হয়ত গুগল আমাদের গৌরবের ১৬ই ডিসেম্বরকে তাদের হোম পেজে স্থান দিত। তখন নীচের এমন ছবিই স্হান পেত।
কারণ :
গুগল এত স্বল্প সময়ের নোটিশে এটা করতে পারবে না। তাদের আগামি কয়েকমাসের প্রগ্রাম নির্ধারিত হয়ে আছে । তবে আমাদের মেইল সমুহ গুগল যথেষ্ঠ গুরুত্বের সাথে বিবেচনা করছে।
প্রতিকার :
এবারে আমরা পারলাম না কিন্তু পরেরবার হয়তো আমরা সফল হব! আর এর জন্য উদ্যোগ নিতে বলব সকল বাংলাদেশী ব্লগিং প্ল্যাটফর্ম কে বিশেষ করে টেকটিউনস্ কে, কারণ তারা চাইলে অনেক কিছু করতে পারে এবং এর প্রমান আমরা অনেকবার পেয়েছি!
ইস্ যদি আরেকটু আগে এই উদ্যোগটা নিতেন……. ইস্………………….. অপ্লের জন্য ক্যাচ মিস হয়ে গেলো…… তা জেনেও পাঠিয়ে দিলাম….. ওরা অন্তত বুজুক যে আমাদের চাওয়াটা কী!
শেষকথা :
এত কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ! পজিটিভ কমেন্ট করলে উৎসাহিত হব!
আমার ব্লগ : http://alamin2it.tk (এখানে প্রকাশিত)
ফেসবুকে আমি : http://facebook.com/alamin2it
ধন্যবাদ!
আমি আব্দুল্লাহ আল-আমিন দীপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করা আমার নেশাও নয় পেশাও নয়, তবুও টেকটিউনসের ভালবাসায় সিক্ত হয়ে শখ করে ব্লগিং শুরু করলাম। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে!
আমাদের আছে গৌরবময় ইতিহাস।
আমাদের ভাষা দিবস, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে
আমাদের স্বাধীনতা দিবস
এবং বিজয় দিবস।
আমরা যদি এখন থেকেই এ তিনটি দিবসের কথা গুগলকে জানিয়ে মেইল করি , তবে আশাকরা যায় আগামি ভাষা দিবস , স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে এটা হয়ত করা সম্ভব হবে। তাই এখনই সময় আমাদের ওনাদের মেইল করা। টার্গেট ২০১২ এর এই তিনটি দিবস । আসুন ঝাপিয়ে পরি আমাদের দেশকে পরিচিত করার যুদ্ধে। এটাই হোক এই বিজয় দিবসে আমাদের সামান্য প্রত্যয় ।