আসুন দেশের জন্য কিছু করি।

টেক  টিউন এর সকল টিউনারদের জানাই আমার বিজয় দিবসের অগ্রিম শুবেচ্ছা।এটা আমার প্রথম তিউন।আশা করি সবাই সাপোর্ট করবেন।কথা না বাড়িয়ে মুল কথায় আশি,

দেশ কে আমরা সবাই ভালবাসি।আর দেশ কে ভালবেসে লাখ বাঙালি শহিদ হয়েছেন।তাদের আত্ম ত্যাগ আমরা গভীর চিত্তে স্মরণ করি।তাদের মত হয়ত আমরা দেশ কে সেভাবে কিছু দিতে পারিনি কিন্তু আমাদের সাদ্ধের মধ্যে অন্তত কিছু একটা করতে পারি, আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তারা সবাই কোন না কোন  ভাবে সামাজিক নেটওয়ার্ক এর আওতায় আছি।আসুন আমরা দেশ কে ভালবেসে পৃথিবীর সবাইকে জানিয়ে দি, আমরা আমাদের দেশ কে ভালবাসি।আর সে কাজ টি করতে পারি আমরা সবাই আমাদের প্রোফাইল এর ছবি গুলো লাল সবুজের পতাকা দিয়ে সাজিয়ে।পৃথিবীর সবাই দেখুক আমাদের লাল সবুজের পতাকা।

জানিনা  আপনারা আমার সাথে আছেন কিনা?তবে মনে হয় যদি আমরা সত্যি দেশ কে ভালবাসি তবে অবশ্যই আপ্নাতা আমার দাকে সারা দিবেন। অপেক্ষায় রইলাম............।

যদি কিছু ভুল লিখে থাকি তবে ক্ষমা করবেন।

Level 0

আমি ranim-mahfuz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i need money.i want money.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, আপনার এই আহ্বান ভালো লেগেছে। তবে একদিনের বাঙালি হয়ে কোন লাভ নেই। আমরা যদি সত্যি আমাদের দেশকে ভালবাসি তবে যে যার অবস্থান থেকে দেশের জন্য কিছু কিছু কাজ করি যেটা যার পক্ষে যতটুকু সম্ভব। এই যেমন এখন শীতকাল। হয়ত আপনার বাড়ির পাশেই কোন একটা গরিব ছেলের শীতবস্ত্র নেই। ওকে একটা শীতবস্ত্র দিন। আপনি যদি দিতে পারেন তবে আমরাও আপনার মত হাজার আছি। সবাই মিলে সাহায্য করতে পারি। আর আমরা যখন যা করবো চেষ্টা করবো মানুষকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ উদ্ধার হয় এমন কোন কাজ না করতে। আরও অনেক ব্যাপার আছে ভাই, কিন্তু সেগুলো করার মত আমাদের সমাজের কেউ নেই, বরং মুখের বড় বড় বাণী মুখেই থেকে যায়, কাজের সময় তা পাওয়া যায় না।

ভাই আপনার উপদেশের জন্য ধন্যবাদ।চেষ্টা করব দেশের জন্য ও দশের জন্য কিছু করতে।