এই পোস্টটি আমি অনেক আগে সামুতে দিয়েছিলাম তখন টেকটিউনস এ সমস্যা ছিল তাই এটি দিতে পারিনি।আজকে একটা কারনে পোস্ট খুজে বের করে টেকটিউনস এ দিলাম ।আজ matt cutts হতে একটা মেইল পেলাম যার সম্বোধন ছিল bangladeshi mamun
আমি matt cutts এর সাইটে মন্তব্য করেছিলাম Mamun_BANGLADESH নামে ।আমার নামের পাশে BANGLADESH ছিল বলে আজ আমাকে উনি বাঙলাদেশি বলেছেন।নামের পাশে BANGLADESH নাকলে উনি হয়ত ভাবত আমি অ্যামিরিকান কেউ।আর matt cutts হচ্ছে গুগল সাচ ইন্ঝিনের একজন সিনিয়ার ইন্ঝিনিয়ার।এবার চলুন মেইন স্টরিতে
মাঝে মাঝে ইন্টারনেটে ঘুরতে ঘুরতে মন খারাপ হয়ে যায় কারণ মাঝে মাঝে অনেক জনপ্রিয় সাইট পাই যেগুলোতে আমাদের দেশের নাম থাকেনা আবার অনেক আনাড়ি ভাষার সাপোর্ট থাকলেও বাংলা নাই।
যেমন গুগল টার্সলেটর এ ৪০টি ভাষার সাপোর্ট থাকলেও বাংলা ভাষার সাপোর্ট নাই কিন্তু বাংলা পৃথীবির ৮ম বৃহত্তম ভাষা।আবার বেবিলন এ বাংলা নাই কিন্তু এটিও ৪০টি ভাষা সাপোর্ট করে।এরকম যথেষ্ট উদাহরণ আছে পৃথীবির অনেক মানুষ আমাদের দেশের নামও জানেনা।আপনারা অনেকেই এব্যাপারে জানেন ।সুতরাং কথা না বাড়িয়ে কাজের কথাই আসি ।
আমরা যদি আমাদের দেশের নাম ও আমাদের ভাষা ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারি তাহলে মনে হয় কিছু কাজ আসতে পারে আর এই উদ্দেশ্যে আমার এই পোস্ট ।
যারা আমাদের এইভাবে পাত্তা দেয়না আমার মনে হয় তাদের কোন দোষ নাই কারন জাতি হিসেবে আমাদের আহামরি কিছুই নাই যে আমদেরকে পাত্তা দিতে হবে আমরা ৩য় বিশ্বের গরিব দেশ আবার ইন্টারনেটেও আমাদের উপস্তিতিও খুব কম ।আবার বাংণাদেশি নামটিও ইন্টারনেটে খুবই কম।তাই আপনাদের প্রতি আমার অনুরোধ আসুন সবাই মিলে আমাদের দেশের নাম ও বাংলাকে সারা ইন্টারনেটে বেশী করে ছড়িয়ে দেই আর তাতে আমাদেরই লাভ হবে।আর এজন্য আমাদের কিছূ করনিয় আছে যেমন আপনি যখন কোন বিদেশী সাইটে বা ব্লগে মন্তব্য দিতে যাবেন তখন অবশ্যই আপনার নামের সাথে বাংলাদেশ নামটি যুক্ত করে দিবেন যেমন Mamun_BANGLADESH এবং আমাদের দেশকে সবজায়গায় ছড়িয়ে দেবার চেষ্টা করবেন।আশা করি পৃথীবির সবজায়গায় খুজে পাব বাংলাকে সেই আশাই আছি।অন্য যেকোন ব্লগে এই লেখাটি দিতে পারেন আমার সমস্যা নাই
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ঠিক বলেছেন ।