আজ কোন তর্ক বিতর্ক করব না Wimax নিয়ে ।বিতর্ক করবনা ৬০০ টাকায় Kb না KB দিবে ।আজ কিছু ভবিষ্যতবাণী করব আর Wimax প্রভাইডারদের কি করা যায় জাতির সাথে বেইমানি করার এটা জিজ্ঞেস করব আপনাদের কাছে।প্রথম কথা বাংলালায়ন এর নাটক নিয়ে অসাধারণ নাটকবাজ কোম্পানি এরাই সবচেয়ে বেশী নাচানাচি করেছে তারাই কোন প্রস্তুতি ছাড়া ১ জুন Wimax আসবে বলে প্রচার করেছে এবং সভা সমাবেশ সহ আরও কত কি।কিন্তু ভিতরের খবর ছিল এদের কোন প্রস্তুতিই ছিলনা।এবং আগামী কবে আসবে তার ঠিক নাই তারপর আরও কত নাটক সর্বশেষ বলল এইমাসের ১৫ তারিখ আসছে এবং ১০ হাজার ফ্রি সংযোগ দিবে এবং বিটিআরসিকে তারা এটা কনফার্ম করেছে কিন্তু আজ ২৮ তারিখ কোন খবর নাই।একটা কোম্পানি যদি এইরকম বেইমানি করে তার সার্ভিস কেমন হবে নিজেরাই বুঝে নেন।শুধু একটা কথা বলি বাংলালায়ন যদি ফ্রি ইন্টারনেট দেয় তাহলে ২০০ বার ভাববেন তারপর সিদ্ধান্ত নিয়েন না হয় কুরবানীর ঈদে কুরবানী হয়ে যাবেন।সাবধান বাংলাদেশের জন্য wimax একটা ভাইরাস ।
তারপর আসি আগুরির কথা প্রথম প্রথম এই কোম্পানিটাকে অনেক স্মার্ট মনে হয়েছে।কোন আওয়াজ ছাড়াই বাংলালায়নের সামনে এসে পড়ল।কিন্তু........এরা ঘোষনা দিয়েছিল এইমাসের শেষ দিকে পাবলিকলি সংযোগ দিবে ।কিন্তু সেই পুরোনো বাংলালায়নের স্টরি রিপিট।
আর কিছু লেখার দরকার নাই আপনারা অনেক মেধাবী ।এবার আসি আমার ভবিষ্যতবানীর কথায়
১)এদেশে wimax আসতে অনেক দেরি হবে আর আসার পরে কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে ।
২)কথার সাথে বাস্তবের মিল পাবেন না ।বলবে ১ এমবিপিএস পাবেন ১২৮ ।কথায় কথায় নানা অজুহাত ।
৩)wimax এর সাথে সাথে বা তার আগেই ৩জি আসবে আর সব মার্কেট দখল করে নিবে কারন গ্রামীন জানে পাবলিক কি খায়।
৪)ইন্টারনেট মানে গ্রামীন এটা এদেশে চলতেই থাকবে কেউ গ্রামীনের কিছূই করতে পারবেনা।
৪)গ্রামীন ৩ জি ৪জি যত রকমের জি আছে সব দিয়ে বাজার দখল করে নিবে।
পোস্টটি আমি রংধনু ফোরামে দেবার জন্য লিখেছিলাম পরে ভাবলাম আপনাদেরকেও যুক্ত করি তাই দিয়ে দিলাম।
আপনাদের মন্তব্য দিবেন ।wimax আসবে বলে আশাবাদী ছিলাম কিন্তু ......................Impossible
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ডাহা কতা কইছেন মিয়া ভাই। আমিও এইডা কই।