বাংলালায়ন আর আগুরি কে কি করা যায় ?এবং কিছু ভবিষ্যতবানী

আজ কোন তর্ক বিতর্ক করব না Wimax নিয়ে ।বিতর্ক করবনা ৬০০ টাকায় Kb না KB দিবে ।আজ কিছু ভবিষ্যতবাণী করব আর Wimax প্রভাইডারদের কি করা যায় জাতির সাথে বেইমানি করার এটা জিজ্ঞেস করব আপনাদের কাছে।প্রথম কথা বাংলালায়ন এর নাটক নিয়ে অসাধারণ নাটকবাজ কোম্পানি এরাই সবচেয়ে বেশী নাচানাচি করেছে তারাই কোন প্রস্তুতি ছাড়া ১ জুন Wimax আসবে বলে প্রচার করেছে এবং সভা সমাবেশ সহ আরও কত কি।কিন্তু ভিতরের খবর ছিল এদের কোন প্রস্তুতিই ছিলনা।এবং আগামী কবে আসবে তার ঠিক নাই তারপর আরও কত নাটক সর্বশেষ বলল এইমাসের ১৫ তারিখ আসছে এবং ১০ হাজার ফ্রি সংযোগ দিবে এবং বিটিআরসিকে তারা এটা কনফার্ম করেছে কিন্তু আজ ২৮ তারিখ কোন খবর নাই।একটা কোম্পানি যদি এইরকম বেইমানি করে তার সার্ভিস কেমন হবে নিজেরাই বুঝে নেন।শুধু একটা কথা বলি বাংলালায়ন যদি ফ্রি ইন্টারনেট দেয় তাহলে ২০০ বার ভাববেন তারপর সিদ্ধান্ত নিয়েন না হয় কুরবানীর ঈদে কুরবানী হয়ে যাবেন।সাবধান বাংলাদেশের জন্য wimax একটা ভাইরাস ।
তারপর আসি আগুরির কথা প্রথম প্রথম এই কোম্পানিটাকে অনেক স্মার্ট মনে হয়েছে।কোন আওয়াজ ছাড়াই বাংলালায়নের সামনে এসে পড়ল।কিন্তু........এরা ঘোষনা দিয়েছিল এইমাসের শেষ দিকে পাবলিকলি সংযোগ দিবে ।কিন্তু সেই পুরোনো বাংলালায়নের স্টরি রিপিট।

আর কিছু লেখার দরকার নাই আপনারা অনেক মেধাবী ।এবার আসি আমার ভবিষ্যতবানীর কথায়
১)এদেশে wimax আসতে অনেক দেরি হবে আর আসার পরে কোম্পানিগুলো মুখ থুবড়ে পড়বে ।
২)কথার সাথে বাস্তবের মিল পাবেন না ।বলবে ১ এমবিপিএস পাবেন ১২৮ ।কথায় কথায় নানা অজুহাত ।
৩)wimax এর সাথে সাথে বা তার আগেই ৩জি আসবে আর সব মার্কেট দখল করে নিবে কারন গ্রামীন জানে পাবলিক কি খায়।
৪)ইন্টারনেট মানে গ্রামীন এটা এদেশে চলতেই থাকবে কেউ গ্রামীনের কিছূই করতে পারবেনা।
৪)গ্রামীন ৩ জি ৪জি যত রকমের জি আছে সব দিয়ে বাজার দখল করে নিবে।
পোস্টটি আমি রংধনু ফোরামে দেবার জন্য লিখেছিলাম পরে ভাবলাম আপনাদেরকেও যুক্ত করি তাই দিয়ে দিলাম।
আপনাদের মন্তব্য দিবেন ।wimax আসবে বলে আশাবাদী ছিলাম কিন্তু ......................Impossible

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাহা কতা কইছেন মিয়া ভাই। আমিও এইডা কই।

wimax modem ar দাম নাকি ৯ হাজার টাকা / দরকার নাই আমাদের wimax.

    দাম ৩ হাজার টাকা।মাগনা দিলেও নিমু না ।বাসায় দিয়ে গেলেও না

Level 0

দরকার নাই আমাদের wimax.

খুবই সত্যি কথা। আশার গুড়েবালি। সুন্দর বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার আক্ষেপগুলো একেবারে ঠিক।……………………………………..

আমি কিছুদিন আগে শুনলাম, ২ রা অক্টোবর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের Reunion- এ বাংলালায়ন তাদের WIMAX ঊদ্ধবধন করবে.

    যে কোম্পানি আদামজী ক্যান্টনমেন্ট কলেজের Reunion- এ wimax উদ্ধোধন করে এই কোম্পানি যে কি রকম কোম্পানি তা সহজেই অনুমেয়।বাংলালায়ন কে আদমজীর মতই সরকার ভূর্তূকী দিয়ে টিকিয়ে রাখতে হবে আর কিছুদিন পরেই বাংলালায়ন আদমজীর মত পাড়ার আইএসপি হয়ে যাবে।

Level 0

CALL THEM 01819689002

Level 0

সবকিছুই ছিল তাদের বউতাবাজি. আমি মনে করি যে গ্রামীণফোন অন্যান্য সাভিস নিয়ে আসবে অতি শীঘ্রই। শোনা যাচেছ যে গ্রামীণ নাকি ৩জি সাভিস আনবে দেখা যাক কি হয়। আর বাংলালায়ন এখন আর বাংলালায়ন নেই বাংলাকেট হয়ে গেছে। এদেশে এজ সাভিস যেখানে ভালভাবে সাভিস দিতে পারছেনা সেখানে আবার ৩জি ৪জি। ঠিক বুঝতে পারছিনা কি করতে চাই এরা। coming soon……………………………………………… 3g with Grameenphone.

৩)wimax এর সাথে সাথে বা তার আগেই ৩জি আসবে আর সব মার্কেট দখল করে নিবে কারন গ্রামীন জানে পাবলিক কি খায়।
৪)ইন্টারনেট মানে গ্রামীন এটা এদেশে চলতেই থাকবে কেউ গ্রামীনের কিছূই করতে পারবেনা।
৪)গ্রামীন ৩ জি ৪জি যত রকমের জি আছে সব দিয়ে বাজার দখল করে নিবে।

এই তিনটা কথা একেবারে সত্যি কথা ভাই!!!

Level 0

এজটা ঠিক নাই কি করবে বুঝতে পারছিনা। তবে এটা সত্য যে গ্রামীনের স্পিড আরেকটু বেড়েছে। আপনি কি ইউজ করেন।

    ঢাকার বাইরের মানুষের জন্য গ্রামীন ছাড়া কোন অপশন নাই।আর আমি ঢাকার বাইরের টিউনার

একটা কথায় আছে টাকায় টাকা আনে। শূণ্য হাতে এত প্লান প্রগ্রাম টিকে না। যারা বিটিসিএলের টাকা দিতেই এত দেরী করে তারা আবার কী করবে? টেকনিক্যাল সাপোর্ট দিতে তো আরও অনেক টাকা লাগবে। বাংলা লিঙ্কের বড় ইনভেস্টমেন্টের কারনেই সেবাকে কিনে এখন দুইনম্বর অবস্থানে আছে। টেলিটক আর ওয়ারিদের ভেল্কিবাজিতে ওদের কিছুই হয় নি। ওয়াইম্যাক্সের জন্য বিদেশী ভাল কোন কম্পানীকে ইনভাইট করা দরকার। অনেকে বলবে-টাকা লোপাট হচ্ছে, দেশের টাকা দেশেই থাকুক। আসলে পাবলিক সেটা বুঝবে না, বোঝার দরকারও নেই। ভাল সাভির্স পাওয়া দিয়ে কথা।
যেই দেশের রাজনীতির ৮০ লোক উকিল, বেরিস্টার, সেনাবাহিনী, গ্রামের মোরল আর অমুকের ছেলে, মেয়ে বা বউ সে দেশে বিজ্ঞান চর্চার বেপারে সঠিক সিদ্ধান্ত হওয়ার বৃত্তান্ত আর বণর্না করতে চাই না।

    টিউটা ভাই আপনার নামটা দেখলেই আপনার মুখটাও ভেসে উঠে সবসময়।টিউটো ভাই আপনার সাইটে দেখলাম ১০০ টিউটোরিয়ালের জন্য পুরষ্কার আছে।আপনি চাইলে আমি ট্রাই করব।কি বলেন

    আরেক টা কথা ।আপনি মোবাইল পুরষ্কার কয় জনেকে দিবেন।প্লিজ ডিটেইল জানান

Level 0

সাইফ দি বস ৭ says:
২৯ সেপ্টেম্বর, ২০০৯ at 11:19 পুর্বাহ্ন

৩)wimax এর সাথে সাথে বা তার আগেই ৩জি আসবে আর সব মার্কেট দখল করে নিবে কারন গ্রামীন জানে পাবলিক কি খায়।
৪)ইন্টারনেট মানে গ্রামীন এটা এদেশে চলতেই থাকবে কেউ গ্রামীনের কিছূই করতে পারবেনা।
৪)গ্রামীন ৩ জি ৪জি যত রকমের জি আছে সব দিয়ে বাজার দখল করে নিবে।

এই তিনটা কথা একেবারে সত্যি কথা ভাই!!!

100% হাসা কথা

Level 0

গেরামিনের পোষ্টপেইট এ কিতা আনলিমিটেড আছিনী ???

    আছে আছে আবার ইন্টারনেট সিম এ ও আছে ।

আরে ভাই সবার আগে মনে রাখা দরকার এটা বাংলাদেশ । এ দেশে এত আধূনিক একটা প্রযুক্তি হুট করে এসে দারুন একটা সার্ভিস দিবে এটা কল্পনার বাইরে । বাংলাদেশে প্রযুক্তির উন্নয়ন খুবই কঠিন । সরকার এখনো ব্যান্ডউইথ এর দাম কমায় নাই । সুতরাং wimax এর পক্ষে কম দামে ভালো সেবা দেয়া অসম্ভব । আর বাংলাদেশে এখন ইন্টারনেট ইউজার বাড়ার পিছনে সবচেয়ে বড় অবদান গ্রামীন এর । গ্রামীন এর এগিয়ে চলা আপাতত কেউ থামাতে পারবে না ।

Level New

গ্রামিন ই সেরা আমিও সবার সাথে একমত। কিন্তু আমার বাসায় গ্রামিনের নেটওয়ার্ক ভালো না। তাই গতি কম পাই। কিন্তু ওয়ারিদ এর নেটওইয়ার্ক সবসময় ৯১-৯৮ থাকে। ক্লিকের সাথে ই কোন সাইট ৪ ভাগের সাড়ে ৩ ভাগ লোড হয়ে যায়। কিন্তু সমস্যা হল গ্রামিনের মত অফার দেয় না। তাই সবার সাথে আমিও বলি গ্রামিন ই সেরা কারন আমি ব্যবহার করি।

    রলিন ভাই আপনার কথা বুঝলাম না।ওয়ারিদ কি ৯১-৯৮ KBPS এ ডাউনলোড হয়?গ্রামীনতো ২৫-৩৫KBPS এ ডাউনলোড হয়।

রলিন ভাইজান কি বললেন ৯১-৯৮ !!! এইটা কি ভাই? আমার তো চোক্কেমুক্কে আন্দার দেকতাচি। আর মামুন ভাইকি গ্রামীণের আত্মীয় স্বজন। এত্তো স্পিড আহে কোত্থিকা? ভাইরে এক গ্রামীণের আনলিমিটেডের যে কি জ্বালা তা আমি নিয়া বুজচি। বেশী অইলে ১০-১৫। কিচুক্ষণ পরপর ডিসকানেক্ট এর সমস্যা তো আছেই। গত মাসে বিল আইচে ১১৯০ টেকা। জিগাইলাম অগোরে, সব ধুনপুন উত্তর।

    রুবেল ভাই স্পিডটা কিন্তু আপনি কোথায় হতে ব্যবহার করছেন তার উপর অনেকটা নির্ভর করে।আমি কুমিল্লা হতে ব্যবহার করি আর এখানেইউজার অনেক কম এজন্য স্পিড বেশী পাওয়া যায়।ঢাকার অনেক এলাকায় ১০-১২ এর উপরেই উঠৈনা।

Level New

ভাই ৯১-৯৮ মানে হলো নেটওয়্যার্ক। আর স্পীড সর্বোচ্চ ৪০ Kbps এবং সর্ব নিম্ন 2.80 Kbps। এটা গ্রামিনের