শেষ হয়ে গেলো তিনদিনের টেকইভেন্ট ই-এশিয়ার আয়োজন । শেষ দিনে মূল আকর্ষন ছিল ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিসের মিট টেকনোলজি লিডার ও oDesk ভিপি এবং COO ম্যাট কুপারের ফ্রি-ল্যান্সিং সেমিনার । দুটি সেমিনারই হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেশন সেন্টারের হল অব ফেমে ।
সকাল ৯টায় ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিসের মিট টেকনোলজি লিডার অনুষ্ঠান । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড. জাফর ইকবাল । জন ডেভিস তার জীবনের গল্প ও ইন্টেলের শেয়ার করেন সবার সাথে । তিনি রসায়নশাস্ত্রে ডিগ্রি করে পিএইচডি করেন সলিড ফিক্সিসে । তিনি শেষে উত্তর দেন দর্শকদের নানান প্রশ্নের । বাংলাদেশে শীঘ্রই R&D শাখা খোলার আশাবাদও ব্যক্ত করেন । দর্শকদের প্রশ্ন হলে থাকা ICT প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে করা হলে ইয়াফেস ওসমান নিজেই উত্তর দেন সেগুলোর ।
এরপর শুরু হয় oDesk ভিপি এবং COO ম্যাট কুপারের ফ্রি-ল্যান্সিং সেমিনার । এতে আরো ছিলেন খ্যাতিমান ফ্রি-ল্যান্সার বার্নাড ভুকাস ও দেশী ফ্রি-ল্যান্সার আল-আমিন । ম্যাট কুপার গত কিছু বছরে oDesk-এ বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন । তিনি বাংলাদেশর ভবিষ্যত সম্ভাবনার দিকও আলোচনা করেন । এর পর ফ্রি-ল্যান্সার বার্নাড ভুকাস তার গল্প শোনান । তিনি শুধু MS Office এর বিভিন্ন প্রফেশনাল কাজ করে এখন ঘন্টায় ১০০ ডলার আয় করেন । এরপর দেশী ফ্রি-ল্যান্সার আল-আমিন বিভিন্ন টিপস দেন । প্রশ্ন উত্তর পর্বে পেপাল সংক্রান্ত প্রশ্নই আসে বেশী । প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান জানান সরকারের পক্ষ থেকে পেপালে কোন সমস্যা নেই । বাংলাদশ ব্যাংককেও নির্দশ দেয়া হয়েছে এই বিষয়ে কিছু করতে । পরে আগত দর্শকরা সমস্বরে পেপালের আবেদন জানায় ।
বেলা দুটাতেই শেষ করে দেয়া হয় কনফারেন্সর এক্সপো অংশ । সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানে ই-এশিয়ার ইতি টানেন রাষ্ট্রপতি ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু পারলাম পরীক্ষার কারণে।ধন্যবাদ কষ্ট করে শেয়ার করার জন্য। 🙂