কি আছে নকিয়ার নতুন এন ৮ ফোনে ?

আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে নকিয়ার সবার্ধুনিক ফোন এন ৮ রিলিজ হয়েছে। আর আপনি যদি নকিয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এর ফিচার গুলো একবার দেখবেন। এন ৮ নকিয়ার সর্বাধুনিক হ্যান্ডসেট। এটাকে এখন আইফোন এবং এনড্রোয়েড অপারেটিং সিস্টেমের সাথে তুলনা করা হচ্ছে। এটি ৫ টি আর্কষনিয় কালারে বাজারে আসবে।

Nokia N8

নকিয়া এন ৮ এখন আপনার সামনে। এর সুন্দর ডিজাইন আপনার মন কাড়বেই। এর আছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা, অত্যান্ত উঁচু মানের ভিডিও ধারন করার সুবিধা, ফাইল রাখার জন্য বিশাল জায়গা, লেটেস্ট মিউজিক প্লেয়ার এবং সিমবিয়ান ৩ অপারেটিং সিস্টেম।

Nokia_N8

এখানেই শেষ নয়। এর আকর্ষনিয় কেসিং এ কখোনো দাগ পড়বে না। এই ফোনটিকে নকিয়ার সর্বাধুনিক প্রযুক্তি এবং এটি আইফোন বা স্মার্ট ফোনকে চ্যালেন্জ করতে পারে।

Nokia_N8

সামনের দিক থেকে তো এটাকে দেখে অনেক বড় একটি ফোন মনে হয়। কিন্তু আসলেই কি তাই? এর পার্স্ব সাইড মাত্র ১২.৯ মি.মি. কি বিস্বাস হচ্ছে না? তাহলে নিচের ছবিটাই দেখুন না কেন। তবে এর স্কীনটি অবশ্যই বড়, ৩.৫ ইন্চি।

Nokia_N8

মজার ব্যাপার হচ্ছে এর কোন রিমুভাল ব্যাটারি কভার নেই। আর এর শক্তিশালী ব্যাটারি নিয়ে আপনাকে চিন্তা করতে হবেনা। এটি আপনাকে একটানা ১.৫ দিন পযর্ন্ত কথা বলার সুবিধা দিবে।

Nokia_N8

ফোনটিকে পার্স্ব দিক থেকে একটি কলমের মত মনে হবে এবং এর মেমোরি কার্ড সুবিধা বাইরে থেকেই পাএয়া যাবে যা ফোনের সাইডে যুক্ত আছে।

Nokia_N8

এর কেসিংটি অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এবং এটি শক্তিশালি দাগ প্রতিরোধক পদার্থ দিয়ে আবৃত। যা আপনার ফোনের গায়ে কখনো কোন দাগ বা আঁচোড় ফেলতে পারবে না।

Nokia_N8

আপনারা অবশ্যই এর উপরের দিকে দেখও বুঝতে পারবেন ফোনটি কত আর্কষনিয়।

Nokia_N8

নকিয়ার প্রথম শক্তিশালী ক্যামেরা যুক্ত মোবাইল ফোন, যাতে ১২ মে.পি এর ক্যামেরা আছে । আরো আছে শক্তিশালী ফ্লাশলাইট যা জেনন দিয়ে চলে। এত পারবেন আপনি উন্নত মানের ভিডিও ধারন করতে।

Nokia_N8

এর টাচ স্ক্রীন সমৃদ্ধ বিশাল স্ক্রীন আপনাকে তাড়াতাড়ি নেভিগেট করার সুবিধা দিবে।

Nokia_N8

এর আছে ১ গি.হার্জ সি.পি.ইউ এবং শক্তিশালী মিউজিক প্লেয়ার, যার দ্বারা আপনি অনেক হাই কুয়ালিটি ভিডিও, ডিভিডি চালাতে পারবেন।

Nokia_N8

আপনি যদি ষ্টোর করতে চান তাহলে তো কোন কথাই নেই। এর ইন্টারনাল ১৬ জিবি স্টোরেজ স্পেস। আরো আছে মেমরি কার্ড সুবিধা।

Nokia_N8

স্টান্ডবাই অবস্থাই এর স্ক্রীন দেখলে আপনি ফ্লাট হবেন।

Nokia_N8

এতে আপনি জাভা ও সিমভিয়ান সফটওয়্যার এর সর্ব শেষ ভার্সন ওপেন করতে পারবেন। এক কথাই আপনাকে অ্যাপ্লিকেশন এর ব্যাপারে কোন চিন্তা করতে হবে না।

Nokia_N8

ফিচার সমুহ একনজরে:

  • ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
  • এইচ.ডি হাই কুয়ালিটি ভিডিও ধারন সুবিধা
  • সিমবিয়ান ভাসর্ন ৩ অপারেটিং সিস্টেম
  • লাইভ ফাইল ও ছবি শেয়ারের সুবিধা
  • ইন্টারনেটের মাধ্যমে লাইভ টিভি দেখা
  • ৫০ ঘন্টা মিউজিক প্লে
  • টাচ স্ক্রীন
  • লিথিয়াম ব্যাটারি
  • জেনন ফ্লাশ লাইট
  • অ্যালুমিনিয়াম কেসিং

এবং আরো অনেক কিছু

ভিডিও ডেমো:

কি ভাল লাগলো? ভাল লাগলে মন্তব্য দিয়েন।

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এতোকিছু বললেন, আনুমানিক দামটা যদি বলতেন। দামটা কি আইফোনের সমান নাকি কম।

Level 2

ভাই দামটা তো বললেন না। দাম শুনলে তো মনে হয় আমার মত লোকেদের মাথায় বজ্রপাত হবে। 😀

    ৩৭০ ইউরো বা ৪৯৯ ডলার বা ৩৫০০০ টাকা মাত্র।দাম খুব বেশি না।

Level 3

বাংলাদেশে প্রচলিত নোকিয়ার সিরিজ ৪০ সেটে ইউনিকোড সাপোর্ট করে তাই বাংলা ওয়েবসাইট দেখা যায় কিন্তু সিম্বিয়ান সেট গুলিতে দেখা যায় না। এটাতো দেখা যাচ্ছে সিমবিয়ান ভাসর্ন ৩ অপারেটিং সিস্টেম এর সেট। এটাতে কি বাংলা ওয়েব সাইট দেখা যাবে? যদি বাংলা সাপোর্ট করে তবে ৩৫০০০ টাকা বেশী মনে হবে না। আর যদি না করে……

Level 0

খুব তাড়াতাড়ি একটা ফোন কিনবো, কোন্টা কিন্বো, কনফিউজ হয়ে আছি। এতদিনে আইফোন ৪জি আর নোকিয়া এন নাইন হানড্রেড নিয়ে কনফিউজ ছিলাম, আপনি সমস্যা আরো বাড়ায়া দিলেন। চ্যুজ করা কঠিন হয়ে গেছে!

Level 2

আপনাকে ধন্যবাদ …..!!!!!!!!
http://bdnet2u.blogspot.com/

Level 0

ধন্যবাদ আপনাকে ভালো তথ্য ।

সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ।

সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ