আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে নকিয়ার সবার্ধুনিক ফোন এন ৮ রিলিজ হয়েছে। আর আপনি যদি নকিয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এর ফিচার গুলো একবার দেখবেন। এন ৮ নকিয়ার সর্বাধুনিক হ্যান্ডসেট। এটাকে এখন আইফোন এবং এনড্রোয়েড অপারেটিং সিস্টেমের সাথে তুলনা করা হচ্ছে। এটি ৫ টি আর্কষনিয় কালারে বাজারে আসবে।
নকিয়া এন ৮ এখন আপনার সামনে। এর সুন্দর ডিজাইন আপনার মন কাড়বেই। এর আছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা, অত্যান্ত উঁচু মানের ভিডিও ধারন করার সুবিধা, ফাইল রাখার জন্য বিশাল জায়গা, লেটেস্ট মিউজিক প্লেয়ার এবং সিমবিয়ান ৩ অপারেটিং সিস্টেম।
এখানেই শেষ নয়। এর আকর্ষনিয় কেসিং এ কখোনো দাগ পড়বে না। এই ফোনটিকে নকিয়ার সর্বাধুনিক প্রযুক্তি এবং এটি আইফোন বা স্মার্ট ফোনকে চ্যালেন্জ করতে পারে।
সামনের দিক থেকে তো এটাকে দেখে অনেক বড় একটি ফোন মনে হয়। কিন্তু আসলেই কি তাই? এর পার্স্ব সাইড মাত্র ১২.৯ মি.মি. কি বিস্বাস হচ্ছে না? তাহলে নিচের ছবিটাই দেখুন না কেন। তবে এর স্কীনটি অবশ্যই বড়, ৩.৫ ইন্চি।
মজার ব্যাপার হচ্ছে এর কোন রিমুভাল ব্যাটারি কভার নেই। আর এর শক্তিশালী ব্যাটারি নিয়ে আপনাকে চিন্তা করতে হবেনা। এটি আপনাকে একটানা ১.৫ দিন পযর্ন্ত কথা বলার সুবিধা দিবে।
ফোনটিকে পার্স্ব দিক থেকে একটি কলমের মত মনে হবে এবং এর মেমোরি কার্ড সুবিধা বাইরে থেকেই পাএয়া যাবে যা ফোনের সাইডে যুক্ত আছে।
এর কেসিংটি অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এবং এটি শক্তিশালি দাগ প্রতিরোধক পদার্থ দিয়ে আবৃত। যা আপনার ফোনের গায়ে কখনো কোন দাগ বা আঁচোড় ফেলতে পারবে না।
আপনারা অবশ্যই এর উপরের দিকে দেখও বুঝতে পারবেন ফোনটি কত আর্কষনিয়।
নকিয়ার প্রথম শক্তিশালী ক্যামেরা যুক্ত মোবাইল ফোন, যাতে ১২ মে.পি এর ক্যামেরা আছে । আরো আছে শক্তিশালী ফ্লাশলাইট যা জেনন দিয়ে চলে। এত পারবেন আপনি উন্নত মানের ভিডিও ধারন করতে।
এর টাচ স্ক্রীন সমৃদ্ধ বিশাল স্ক্রীন আপনাকে তাড়াতাড়ি নেভিগেট করার সুবিধা দিবে।
এর আছে ১ গি.হার্জ সি.পি.ইউ এবং শক্তিশালী মিউজিক প্লেয়ার, যার দ্বারা আপনি অনেক হাই কুয়ালিটি ভিডিও, ডিভিডি চালাতে পারবেন।
আপনি যদি ষ্টোর করতে চান তাহলে তো কোন কথাই নেই। এর ইন্টারনাল ১৬ জিবি স্টোরেজ স্পেস। আরো আছে মেমরি কার্ড সুবিধা।
স্টান্ডবাই অবস্থাই এর স্ক্রীন দেখলে আপনি ফ্লাট হবেন।
এতে আপনি জাভা ও সিমভিয়ান সফটওয়্যার এর সর্ব শেষ ভার্সন ওপেন করতে পারবেন। এক কথাই আপনাকে অ্যাপ্লিকেশন এর ব্যাপারে কোন চিন্তা করতে হবে না।
ফিচার সমুহ একনজরে:
এবং আরো অনেক কিছু
ভিডিও ডেমো:
কি ভাল লাগলো? ভাল লাগলে মন্তব্য দিয়েন।
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ভাই, এতোকিছু বললেন, আনুমানিক দামটা যদি বলতেন। দামটা কি আইফোনের সমান নাকি কম।