সকল সিমের দরকারি কোড ২০২১

সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের কিছু গুরুত্বপূর্ণ কোড। এবং সাথে আরও আছে এয়ারটেল মিনিট চেক কোড। তো চলুন শুরু করি।

সকল সিমের ব্যালেন্স চেক করার কোড দেখে নিন :

★ গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566#

★ রবি সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *222#

★ এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *778#

★ বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124#

★ টেলিটক সিমের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *152#

সকল সিমের নাম্বার বের করার কোড :

আমরা অনেকেই নিজের নাম্বার ভুলে যাই তাই সকল সিমের নিজের নাম্বার বের করার কোড দেখে নিন :

★ গ্রামীণফোন সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

★ রবি সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

★ এয়ারটেল সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#

★ বাংলালিংক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *511#

★ টেলিটক সিমের নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *551#

সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড :

★ গ্রামীণফোন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*10#

★ এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#

★ রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8444*88#

★ বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *124*50#

★ টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোড ডায়াল করার প্রয়োজন হয় না কারণ আপনার যদি ইন্টারনেট প্যাকেজ নেওয়া থাকে তাহলে *152# কোড ডায়াল করে সিমের ব্যালেন্স চেক করলে ইন্টারনেট ব্যালেন্সও একই সাথে এক মেসেজ এর মাধ্যমে আপনার সিমের মোট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।

সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড :

জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ২০০ টাকা পর্যন্ত দিয়ে থাকে তবে জিপি সিম সকল গ্রাহকের জন্য সর্বনিম্ন ১১ টাকা নির্ধারণ করেছে। আপনার সিমে যত বেশি টাকা খরচ করবেন আপনার ইমার্জেন্সি ব্যালেন্স ততো বেশি টাকা দিবে। আপনার সিমে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন জানতে জায়াল করুন : *1211010*2#

জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *1211*3# (চার্জ ফ্রি)।

জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1211*3# অথবা *566# কোড ডায়াল করেও দেখতে পারবেন।

রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

রবি সিম থেকে সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তবে রবি সিম প্রত্যেক গ্রাহকের জন্য সর্বনিম্ন ১২ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারণ করছে।

আপনার রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন কিনা যাচাই করতে ডায়াল করুন : *8#

রবি সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *123000#

রবি সিম থেকে ১২ টাকা অথবা তার উপরে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।

রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *1# অথবা *222#

এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার কোড দেখে নিন :

এয়ারটেল সিম ইমার্জেন্সি ব্যালেন্স সবোর্চ্চ ১০০ টাকা পর্যন্ত দেয় তবে এয়ারটেল সিম প্রত্যেক গ্রাহকের জন্য ইমার্জেন্সি ব্যালেন্স সর্বনিম্ন ১২ টাকা নির্ধারণ করছে।

এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন : *141# (চার্জ প্রযোজ্য)।

এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করার জন্য আলাদা কোডের প্রয়োজন হয় না *778# কোড ডায়াল করলে আপনার সকল ব্যালেন্স দেখতে পারবেন।

বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স সংক্রান্ত সকল কোড দেখে নিন :

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিস নিতে ডায়াল করুন : *875#

বাংলালিংক সিমে ইমার্জেন্সি ইন্টারনেট সার্ভিসের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *8750#

বাংলালিংক সিমের ইমার্জেন্সি মিনিট নিতে ডায়াল করুন : *874#

বাংলালিংক সিমে ইমার্জেন্সি কত মিনিট জানতে ডায়াল করুন : *8740#

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড দেখে নিন :

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে *1122# SMS করুন 1122 নাম্বারে। এছাড়াও আপনি যদি প্রয়োজনীয় এমাউন্ট নিতে চান তাহলে *1122*50# SMS করুন 1122 নাম্বারে।

টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে *11220# SMS করুন 1122 নাম্বারে।

সকল সিমের স্পেশাল অফার দেখার কোড :

★ গ্রামীন সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করুন : *999# অথবা *999*2#

★ রবি সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

★এয়ারটেল সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *999#

★ বাংলালিংক সিমের স্পেশাল অফার দেখতে ডায়াল করুন : *888#

★ টেলিটক সিমের স্পেশাল অফার দেখার কোড এই টিউন লেখা পর্যন্ত সংগ্রহ করা যায়নি সংগ্রহ হলে যুক্ত করে দিবো

আশাকরি আজকের এই উপাকারি টিউনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করুন। তাছাড়া আপনি টেলিটক নাম্বার দেখার উপায় ২০২১ সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ

Level 2

আমি নুর নবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Visit : https://zaihok.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস