সেরা ফেসবুক কষ্টের স্টেটাস ২০২১

আমরা আজকের এই পোষ্টটে সেরা ফেসবুক কষ্টের স্টেটাস বা উক্তি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি।

আরও পড়ুনঃ অহংকার নিয়ে উক্তি

১। 💔বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব,
কিন্তু ভালোবাসার পর কারও সাথে বন্ধুত্ব সম্ভব নয়। 💔

২। একটা মানুষ তখনই কাঁদে,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।

৩। ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে।

৪। মৃত্যু শুধু দেহের হয় না
কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়।

৫। কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়,
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।

৬। যখন ছোট ছিলাম, , , , , , সব ভুলে যেতাম
সবাই বলতো, , , , , , , "মনে রাখতে শেখো "
বড় হলাম, , , , , , কিছু ভুলিনা এখন
কিন্তু দুনিয়া বলছে, , , , , "ভুলে যেতে শেখো "।

৭। মনে শুধু একটাই কষ্ট আমি কার জীবনে আপন হতে পারলাম না।

৮। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না, ,
 তারপরও বুকে কষ্ট হলে, , , , দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।

৯। কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও, , , , , , , ।
মুখের কথাও হয় যে গান, , , , , যদি তুমি গাও, , , , ।

১০। কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে, , , , , সে নিজে ও অনেক কষ্ট পায়।
আরও পড়ুনঃ সেরা ভালোবাসার ছন্দ

১১। নিন্দা করতে গেলে, , , , , , বাইরে থেকে করা যায়
তবে বিচার করতে গেলে. ভিতরে প্রবেশ করতে হয়।

১২। জানি তুমি ফিরবেনা, , , , , এই হ্রদয়ের নিড়ে তবুও
💔অপেক্ষায় থাকবো সারা জীবন💔

আশাকরি উপরের স্টেটাসগুলো আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ

Level 2

আমি নুর নবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Visit : https://zaihok.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস