আমি এবার হাজির হলাম অন্য রকম এক সফটওয়্যার নিয়ে।আমাদের কম্পিউটার এর অনেক প্রোগ্রাম অনেক সময় আন-ইন্সটল করা যায় না। ডিলিট হয়না। তাই আমরা পড়ে যাই বিপাকে। কিন্ত আর কোন সমস্যায় আপনাদের পড়তে হবে না। আমি আমাদের সকলের সুবিধার্থে একটি সফটওয়্যার বানিয়েছি । ভালো লাগলে কমেন্ট করে জানাবেন । তাহলে আরো
মজার সফটওয়্যার বানানোর উতসাহ পাবো।
আমার আজকের সফটওয়্যার এর সুবিধাঃ
১। যে কোন সফটওয়্যার delete/uninstall করা যাবে control panel ছাড়াই।
২। যে কোন সফটওয়্যার uninstall/delete করার আগে সেটির backup রাখা যাবে।
৩। যে কোন registry ফাইল এডিট করা যাবে।
এছাড়াও আরো অনেক কিছু।
আগামী পর্বে থাকছেঃ
১। Modem Speed Developer
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
Thanks for sharing.