শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি জ্ঞান ছড়িয়ে দিতে ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ প্রতিযোগিতা আয়োজন করছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও শিশুতোষ প্ল্যাটফর্ম ‘হুইসেল’। প্রি-স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতা ছয়টি ক্যাটাগরিতে হবে। প্রতিটি ক্যাটাগরি থেকেই সেরা তিনটি দলকে চ্যাম্পিয়ন, প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য রয়েছে ৫০ লাখ টাকার বিভিন্ন পুরস্কার। গত বৃহস্পতিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত https://ictolympiadbangladesh.com/ ঠিকানায় প্রতিযোগিতার নিবন্ধন করা যাবে। সফটওয়্যার, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকসসহ বিভিন্ন বিষয়ে হবে এ প্রতিযোগিতা। এ জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের বুথও স্থাপন করা হবে। প্রতিযোগিতার অন্যতম আয়োজক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘প্রি-স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শিক্ষাকে জনপ্রিয় করতেই আমাদের এ আয়োজন। ’
দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ দিতে চারটি পর্বে হবে এ প্রতিযোগিতা। প্রথম পর্বে জেলা পর্যায়ে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হবে। জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে আয়োজন করা হবে বিভাগীয় প্রতিযোগিতা। দেশের সব বিভাগের বিজয়ীদের নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনাল। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কিলস।
আমি মাহফুজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।