ডাইনামিক ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে মাই এক্স কিউ এল সম্পর্কে ধারনা থাকতে হবে।মাইএক্সকিউএল দিয়ে যে সকল কাজ করা হয়ে থাকে সাধারণত তাদেরকে সংক্ষেপে CRUD বলা হয়ে থাকে। CRUD এর মানে হচ্ছে Create, Read, Update, Delate. মাই এক্স কিউ এল দিয়ে এই সব কাজ করাকে সংক্ষেপে CRUD বলে। এবার আসেন SQL দিয়ে আপনি Create, Read, Update, Delete করবেন কিভাবে তা জানা যাক।
SQL SELECT (Read)
SELECT * FROM table WHERE column1 = 'some_test' ORDER BY column1, column2 ASC;
উপরের এই কোডটি হচ্ছে sql দিয়ে কোন ডাটা পড়ার জন্য।
SQL INSERT (Create)
INSERT INTO table(colum1, column2, column3) VALUES (val1, val2, val3);
উপরের এই কোডটি হচ্ছে sql দিয়ে কোন ডাটা ইনপুট দেবার জন্য।
SQL UPDATE (Update)
UPDATE table SET column1 = 'some_text' WHERE id = 1;
উপরের এই কোডটি দিয়ে আপনি কোন ডাটার মান পরিবর্তন করতে পারবেন।
SQL DELETE (Delete)
DELETE FROM table WHERE id = 1;
এই কোড ডাটাবেজ থেকে কোন তথ্য ডিলিট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
===============
পূর্বপ্রকাশিতঃ এলোমেলো
আমি পলাশ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you, r ektu details hole valo hoto