এসিএম আইসিপিসি (ওয়াল্ড প্রোগ্রামিং কন্টেস্ট) ২০১১ এর ফলাফল (র‍্যাঙ্কলিস্ট)

আসসালামু আলাইকুম।

এসিএম এর সাথে আমরা অনেকেই পরিচিত।এসিএম হচ্ছে প্রোগ্রামারদের মিলনমেলা। সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা মেধাবিদের। “বাংলাদেশঃ এসিএম ও অন্যান্য প্রতিযোগিতা” নিয়ে একটি লেখা প্রক্রিয়াধীন আছে। ঐখানে আমি আমাদের অবস্থা সম্পরকে জানানোর চেষ্টা করব যে আমরা খরচ টা কোথায় করব? (যেহেতু টাকা লিমিটেড)। যাই হোক আজ এটা নিয়ে কথা নাই। আজ রেজাল্ট দেখার পালা। চীন ফাষ্ট আট টি সমাধান করে। বুয়েট তিন টির সমাধান করে। উন্নত দেশগুলোর তুলনায় আমরা যে সুযোগ সুবিধা পাই, তার তুলনায় এই ফলাফল নিঃশন্দেহে ভাল।  আরও ভাল করবে আমাদের দেশ এই প্রত্যাশায়...

আমরাও এরকম উল্লাস করব ইনশাল্লাহ একদিন।

RankTeamSolvedTime
1Zhejiang University81228
2University of Michigan at Ann Arbor81462
3Tsinghua University7800
4St. Petersburg State University7893
5Nizhny Novgorod State University7938
6Saratov State University7966
7Friedrich-Alexander-University Erlangen-Nuremberg71088
8Donetsk National University71155
9Jagiellonian University in Krakow71176
10Moscow State University71187
11Ural State University71345
12University of Waterloo71555
13Taurida V.I. Vernadsky National University6614
14National Taiwan University6804
15University of Warsaw6872
16St. Petersburg State University of IT, Mechanics and Optics6931
17Nanyang Technological University6958
18Universidad de Buenos Aires – FCEN6965
19Korea Advanced Institute of Science and Technology6965
20Peking University61012
21Sharif University of Technology61066
22Carnegie Mellon University61110
23Shanghai Jiao Tong University61113
24Lviv National University61150
25The Chinese University of Hong Kong61243
26Zhongshan (Sun Yat-sen) University61367
27University of Electronic Science and Technology of China5648
28Taras Shevchenko Kiev National University5754
29Massachusetts Institute of Technology5803
30Belarusian State University5811
31Universidade Federal de Pernambuco5817
32University of Tokyo5822
33South Ural State University5839
34Kazakh-British Technical University5874
35Perm State University5927
36Kyoto University5935
37Novosibirsk State University51010
38Fudan University51225
39Harbin Institute of Technology51312
40Tianjin University51353
41University of Helsinki51447
42Universidade Federal do Paraná4386
43Moscow Institute of Physics & Technology4452
44Wuhan University4550
45Universidade de São Paulo – Escola Politécnica4590
46Princeton University4673
47Universidade de São Paulo – Instituto de Matemática e Estatística4675
48International Institute of Information Technology – Hyderabad4710
49East China Normal University4732
50Universidad Nacional de Córdoba – FaMAF4759
51University of Alberta4763
52Seoul National University4772
53Swiss Federal Institute of Technology Zurich – VIS4808
54Beijing Jiaotong University4813
55Indian Institute of Technology – Delhi4862
56University of Wroclaw4896
57University of Stellenbosch4981
58Pontificia Universidad Católica del Perú41025
59Hangzhou Dianzi University3263
60Fuzhou University3272
61California State University – Chico3288
62German University in Cairo3389
63University of New South Wales3395
64Ain Shams University3426
65Bangladesh University of Engineering and Technology3431
66Leiden University3447
67Huazhong University of Science & Technology3447
68Instituto Tecnológico de Aeronautica3491
69University of Miami3536
70Shandong University3538
71Universidade Federal de Minas Gerais3560
72Harvey Mudd College3601
73Simon Fraser University3682
74Ho Chi Minh City University of Science2137
75University of Oklahoma2142
76Hong Kong University of Science and Technology2152
77Universidad de Guanajuato – CIMAT2159
78Zhejiang Normal University2193
79University of Chicago2225
80Duke University2243
81Alexandria University – Faculty of Engineering2248
82American University of Sharjah2299
83Harbin Engineering University2332
84University of Wisconsin – Madison2359
85Orel State Technical University2374
86Universidad del Valle2375
87Universidad Católica Boliviana – La Paz2377
88University of Minnesota – Twin Cities2408
89Universidad de las Ciencias Informáticas2426
90University of California – San Diego2542
91University of Maryland2596
92Illinois State University2607
93Universidad de La Habana2703
94Universidad Nacional de Colombia – Bogotá2718
95University of Virginia2883
96University of Canterbury138
97South Dakota School of Mines and Technology1146
98EAFIT University1175
99Cairo University – Faculty of Computers and Information1193
100University of Illinois at Urbana-Champaign1242
101Amirkabir University of Technology00
101DJ Sanghvi College of Engineering00
101Indian Institute of Technology – Kanpur00
101King Abdullah University of Science and Technology00
101Sichuan University00

রেজাল্ট টি এসিএম সল্ভার থেকে নেয়া।

এসিএম আইসিপিসি এর মূল রেজাল্ট http://scrool.se/icpc/wf2011/

Level 0

আমি রো্বটিক সাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি সাওন। daffodil international university তে computer science and engineering এ পড়ছি। ভবিষ্যত পরিকল্পনা teacher হওয়া। দেশের জন্য কিছু করা। দেশ কে ভালবাসি। প্রযুক্তি কে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মতে বুয়েটের রেজাল্ট বেশ ভালো। অনেক বিখ্যাত ভার্সিটির চাইতে এগিয়ে আছে। আমাদের প্রোগ্রামার-রা বলা চলে সম্পূর্ন নিজেদের প্রচেষ্টায় এত দূর এসেছে। ভালো সিস্টেম দাড় করানো গেলে আর প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে বাংলাদেশও একদিন চ্যাম্পিয়ন হবে। বুয়েটকে অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

MIT'র অবস্থান ২৯ তম দেখে বেশ অবাক হলাম।

    বুয়েট বরাবরই ভাল করে আসছে। MIT এর রেজাল্ট দেখে আমিও অবাক হয়েছি। শুভকামনা বুয়েট এর জন্য। ধন্যবাদ আপনাকেও।

Level 0

লাইক

টেঙ্কু দোস্ত 😀

Level 0

হায়রে, IIT এর মত একটি প্রতিষ্ঠান কোনো প্রব্লেম সলভ ই করতে পারেনাই। সত্যিই ব্যাপারটা তাদের জন্য লজ্জাজনক।

Level 0

দারুন tune. সত্যই তো যদি প্রথম হতে পারতাম, কি যে ভাল লাগত।

    তুই আর কি করতি? খাওয়া বাড়িয়ে দিতি বড়জোর… 😀 থ্যাঙ্কু দোস্ত।

Level 0

vab silam AcRush(topcoder e bortomane 2nd rank) (Tsinghua University) ra champion hobe…….last 13 min ag porjonto ora 1st position holo……..er russian ra champion hote pare nai but 1st 16 tar moddhe oder 6 ta university!!!

    হুম্মম্ম। রাশিয়া ভাল করতেছে। Tsinghua University সবচেয়ে কম সময় নিয়েছে ৭ টি সমাধান করতে।

আরে ইন্ডিয়ানদের তো হারায়া দিলাম। হাহা হা হা হা হা হা হা হা হা হা হা ।
ধন্যবাদ লেখককে।

    প্রগ্রামিং এ আমাদের সাফল্যের ধারের কাছেও নাই ইন্ডিয়া, যদিও ওদের ইউনিভারসিটি রাঙ্কিং অনেক ওপরে । এইবার অল্পের জন্য মিস হয়ে গেছে।
    আপনাকেও ধন্যবাদ।

যদি এমন হত বাংলাদেশ এর ২ টা university লিস্ট এ আছে। তাহলে এতো খুশি হতাম চিন্তার বাহিরে।

বলেন তো কেমন লাগে যখন শুনি বিদেশের varsity গুলোতে এক একটা প্রজেক্ট এ যা ব্যয় হয় তা আমাদের দেশের বাজেট এর সমান।

আমাদের যদি তেমন এবিলিটি থাকত তাহলে আমরা বাংলাদেশিরা বুঝিয়ে দিতাম আমরা কি, আমরা কি করতে পারি?

no problemo, go ahead.

    তাহলে তো আপনার চিন্তার বাহিরে খুশি হতে আর মনে হই বেশি দেরি নাই। ইনশাল্লাহ খুব শিঘ্রই বাংলাদেশ থেকে একাধিক টিম যাবে।
    আপনি ঠিক ই বলেছেন. টাকাটা আসলেই অনেক বড় সমস্যা। পেছন থেকে শিকলের মত টেনে ধরে।
    যাই হোক দেশটার জন্য দোয়া করবেন।

কবে যে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মান একই হবে সে অপেক্ষায় আছি।

    আমার তো মনে হয় সবগুলার মান একি, খারাপেরও নিচে। ট্র্যাডিশনাল মুখস্ত মেথড। চাইনিজদের প্রথম হওয়া, কিনবা রাশিয়ার এই দুরদান্ত ফলাফলের পেছনে ওদের সিস্টেম এর ভূমিকা অনেক। আর আমাদের আরথিক প্রব্লেম তো আছেই। ইরানও তো এবার ২১ তম।

babci kobe je ami prothom hobo..??

Level 2

ধন্যবাদ,
বাংলাদেশের মত ছোট একটি দেশের, BUET এর নাম টা দেখে বেশ ভাল লাগছে?ভালো কিছু তুলে ধরার জন্য???????

Level 0

আমাদের বিশ্ববিদ্যালয় গুলাতে প্রগ্রামিং পরিবেশ নেই।সেই কারনেই আমরা (BUET বাদে) অনেক পিছিয়ে।
তারপরেও আমাদের দেশ থেকে প্রতিবার প্রবলেম সলভ করছে।এটা আমদের গর্বের বিষয়।ধন্যবাদ সবাইকে।