সহজ ভাষায় প্রোগ্রামিং কী?

টিউন বিভাগ প্রোগ্রামিং
প্রকাশিত
জোসস করেছেন

হাই, আশা করি সবাই ভালো আছো।

আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম আমার প্রথম টিউন এবং এই টিউনটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আজকের আমি আলোচনা করবো প্রোগ্রামিং সম্পর্কে।

প্রোগ্রামিং এর ধারণা প্রথম সামনে নিয়ে আসেন একজন ইংলিশ গণিতবিদ এডা লাভলেস (1815-1852)

প্রোগ্রামিং এর সঙ্গা

কম্পিউটার প্রোগ্রামিং হল একটি নির্দিষ্ট কম্পিউটিং ফলাফল সম্পাদনের জন্য একসিজিউটাবল কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন ও বিল্ডিং এর প্রক্রিয়া।

কি মাথার উপর দিয়ে গেল তাইতো! সমস্যা নেই আমি আছি তো।

সোজা বাংলায় এর অর্থ হলো কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার জন্য তাকে কিছু নির্দেশনা আগে থেকে দেয়া হয়, এই নির্দেশনা সমষ্টিকেই প্রোগ্রামিং বলে।

চলুন আরো একটু স্বচ্ছ করে দেয় বিষয়টা।

আগে একটা উদাহরণ দেই

মনে করুন আপনাকে আমি বললাম চার এর সাথে দুই যোগ করলে কত হয় আপনি সহজেই এইটার উত্তর বলে দিবেন যে চার আর দুই এ ছয় হয়।

এবার যদি আপনাকে বলি আপনি একটা ক্যালকুলেটরে ঠিক একই যোগটি করে দেখান তাহলেও আপনি সহজেই সেটির উত্তর বের করে ফেলবেন।

এখন একটা জিনিস ভেবে দেখুন তো!

আপনি মানুষ আপনার চিন্তা করার ক্ষমতা আছে কিন্তু একটা ক্যালকুলেটর তো যন্ত্র তবে সে কীভাবে একই কাজটি করতে পারলো সে তো কোনো চিন্তা করার ক্ষমতা রাখেন। এই কাজটি ক্যালকুলেটর এর কাছ থেকে করে নেয়ার জন্য যেই প্রক্রিয়াটি কাজ করে তাই হলো প্রোগ্রামিং।

একটি ক্যালকুলেটর যন্ত্র হওয়া সত্ত্বেও যোগ বিয়োগ করতে পারে, কারণ ক্যালকুলেটর এর প্রোগ্রামের মধ্যে বলে দেয়া আছে কেউ চার এর সাথে দুই যোগ করতে চাইলে তার উত্তর হবে ছয়। এখন প্রশ্ন হলো একটা যন্ত্র তো মানুষের ভাষা বুঝেনা তাহলে কিভাবে তাকে বলা হলো চার আর দুই যোগ করলে উত্তর ছয় হবে। এই প্রশ্নের উত্তব হলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

দেখে নিন আমার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে টিউনটি

Level 3

আমি মো সাগর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।

I am a web developer. programming is my hobby.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস