প্রথমে আমাদের Termux এপ্লিকেশন টি ডাউনলোড করে নিতে হবে।
Termux apk download link
এখন জানবো Termux ব্যবহারে আমাদের কি কি কমান্ড প্রয়োজন হবে:
১. প্যাকেজ লিস্ট আপডেট এবং আপগ্রেড করতে।
$apt update && apt upgrade
২. স্টোরেজ পার্মিসন এর জন্য
$termux-setup-storage
৩. আপনি কোন ডিরেক্টরিতে আছেন এটা জানার জন্য।
$pwd
৪. ডিরেক্টরি এর ফাইল লিস্ট বের করতে।
$ls
৫. ডিরেক্টরি এর ভিতরে প্রবেশ করতে।
$cd Directory name
৬. আগের ডিরেক্টরিতে ফেরত আসতে।
$cd.
৭. ফোল্ডার তৈরি করার জন্য।
$mkdirt folder name
৮. কোনো ফোল্ডার / ডিরেক্টরি ডিলিট করতে।
$rm -rf Directory name
৯. কোনো ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে ফাইল কপি করতে।
$cp files-name file-path
১০. কোনো ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে ফাইল মুভ করতে।
$mv files-name file-path
১১. কোনো স্পেসিফিক প্যাকেজে সার্চ করতে।
$pkg search package-name
১২. Termux এর রানিং প্রসেস চেক করতে।
$top
১৩. কোনো text ফাইল ওপেন করতে।
$cat file name
১৪. কতগুলো প্যাকেজ ইনস্টল আছে তা জানতে।
$ dpkg -list
১৫. Termux পেজকে ক্লিন করতে।
$clean
১৬. কোনো সেসন ক্লোস করতে চাইলে।
$exit
উপরোক্ত কমান্ডগুলো জানলে আপনি খুব সহজে Termux ব্যবহার করতে পারবেন।
আর্টিকেলটা সম্পূর্ণ বাংলায় দেখতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন।
বাংলায় Termux নিয়ে ভিডিও তৈরী এবং লেখালেখি শুরু করছি।
আশা করসি আপনাদের সাপোর্ট পাবো।
আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার আসবো Termux এর নতুন কোনো আর্টিকেল নিয়ে।
ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।
আমি আরিয়ান রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।