প্রোগ্রামিং শিখতে কি কি লাগে?

প্রথমত, একটা ডেস্কটপ বা ল্যাপটপ যেটাতে আপনি নিজে স্বাচ্ছন্দ্যেবোধ করেন।

দ্বিতীয়ত ইন্টারনেটের সংযোগ ব্রডব্যান্ড লাইনের যদি থেকেই থাকে তাহলে তো বেশ ভালোই, আর না থেকে থাকলেও খুব মারাত্মক কোন সমস্যা নেই। থাকার সুবিধা অনেক। (একটা আমার খুব পছন্দের তা হলো, প্রোগ্রামিং এর নির্দিষ্ট কিছু কী—ওয়ার্ড বা পুরো ব্যাপার নিয়ে তাৎক্ষণিক প্রেক্ষাপটে প্রবেশ করতে পারেন গুগলে বা ইউটিউবে সার্চ করে)

তৃতীয়ত কী উদ্দেশ্য নিয়ে প্রোগ্রামিং শিখতে চান তা মোটামুটি গুরুত্বপূর্ণ তাহলে সিকুয়েন্স মোতাবেক ভালো ভাবে এগোনো যায়।

চতুর্থত কোন প্রোগ্রামিং এর ভাষা আপনার কাছে সহজ বলে মনে হতে পারে এই ব্যাপারটা বুঝতে আপনি নিজেই চেষ্টা করে দেখতে পারেন। এবং অন্যদের অভিজ্ঞতা অবশ্যই আপনাকে সহায়তা দেবে। কিন্তু কখনোই এমনটা করিয়েন না যে, বুয়েটের সিএসই এর ভাই বলেছে পাইথন শেখা শুরু করেন আগে, তারপর পাইথন নিয়ে সময় দেয়া শুরু করবেন, এমনটা না করে নিজেই যাচাই বুঝুন।

সি ব্যসিক ল্যাংগুয়েজ হিসেবে ভালো, আবার পাইথনও ভালো। এটা বেছে নেয়ার দায়িত্ব, কর্তব্য সম্পূর্ণ আপনার।

পঞ্চম—যদি ল্যাপটপ হয় তাহলে, ল্যাপটপেরকনফিগারেশন দেখে নিন। ৬৪ নাকি ৩২ এর। এবং দেখুন কত গিগাহার্জ এর৷ এতে আপনার সর্বোচ্চ সুবিধাজনক অবস্থাকেই প্রাধান্য অবশ্যই দেবেন। তবে ৬৪ এর এবং ইনটেল 7th জেনারেশন এর কোরআই ৫ ভালো সাপোর্ট দেবে সফটওয়্যার রানিং এর সময়। কোন মারাত্মক ধরনের ক্র‍্যাস বা হ্যাং করবে না ল্যাপটপে।

ষষ্ঠত—ধৈর্যকে আনন্দে পরিনত করার চেষ্টা চালিয়ে যেতে থাকুন।

ধন্যবাদ৷

Level 3

আমি রাশেদুল ইসলাম রিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস