HTML
এইচটিএমএল (HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে। তবে এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যদি সিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবেন তারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
CSS
CSS Full Meaning= Cascading Style Sheets
এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস রুল লেখা হয়। CSS Programming বাংলা অ্যাপস এ সিএসএস এর মৌলিক বিষয় গুলো থেকে শুরু করে সিএসএস৩ এরও প্রয়োজনীয় দিক গুলো নিয়ে টিউটোরিয়াল দেয়া হবে।
CSS কি?
এইচটিএমল ডকুমেন্টের যে কোন এলিমেন্টকে স্টাইল বা কোন একটি রুপ দিতে সিএসএস ব্যবহার হয়ে থাকে।
দরুন একটা প্যারাগ্রাফ (< p > Hello World< /p >) বা হেডিং (< h1 >This is a Heading< /h1 >) অথবা যে কোন এলিমেন্ট কে রং করতে চান, ফন্ট বড় ছোট করতে চান, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড রং বদলাতে হবে এমন অনেক ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দ্বারা করা হয়।
বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট এর লেআউট তৈরীর জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি।
CSS কেন শিখতে হবে?
আপনি যদি ভালো মানের ডেভেলপার হতে চান তবে এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার কথা ভাবছেন তবে আপনাকে HTML এর পরেই CSS শিখতে হবেই।
কারণ CSS ছাড়া আপনি ওয়েব পেজ এর গুণগত মন অক্ষুণ্ণ রাখতে পারবেন না। ধরুন আপনি একটি বাড়ি বানাবেন, বাড়ি তৈরিতে অবশ্যই ইট বালু সিমেন্ট রোড গুনা বা তার প্রয়োজন হবে।
স্ট্রাকচার অনুযায়ী আমরা রোড, গুনা বা তার দিয়ে আমরা পিলার এর কাঠামো দার করি তারপর ইট বালু সিমেন্ট এর সংমিশ্রণ দিয়ে পিলার্টার সম্পূর্ণ রূপ দেই।
সে ক্ষেত্রে রোড, গুনা বা তার, ইট, ভালু, সিমেন্ট হলো HTML এবং বিল্ডিং টাকে আমরা আশাকরি, রং করি বিভিন্ন স্টাইল করি সেটা CSS।
ঠিক তেমনি HTML দিয়ে যদি আপনি একটা ওয়েব পেজ বানান এমন হবে। ⬇️
CSS ছাড়া ভারী বানালে এমন হবে ⬇️
আপনি যদি HTML আর CSS এর সমন্বয়ে পেজ তৈরি করেন তবে এমন হবে ⬇️
ঠিক বিল্ডিং এর ক্ষেত্রেও একই ⬇️
তাই একটি সম্পূর্ণ ওয়েব পেজ তৈরি করতে CSS এর ভূমিকা অনেক। তার জন্যে আমাদের HTML শিখার পর CSS অবশ্যই শিখতে হবে। CSS দিয়ে আপনি যেমন খুশি তেমন সাজ দিতে পারবেন আপনার ওয়েব পেজ কে।
HTML & CSS শিখে কি আয় করা সম্ভব?
জ্বি অবশ্যই সম্ভব, দেশে বিদেশে লাখ লাখ মানুষ এখন অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করছে। HTML, CSS, JAVASCRIPT, PHP আরো অনেক প্রোগ্রাম আছে যেগুলো শিখলে আরো দক্ষতার সহিত কাজ করা সম্ভব। বর্তমানে এই পেশায় মানুষ লাখ লাখ টাকা আয় করছে।
যারা নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে পারবেন html css এই অ্যাপস গুলো ফলো করলে A ২ Z
একদম প্রথম থেকে এডভ্যান্স লেবেল পর্যন্ত দেখানো হয়েছে এই অ্যাপস এ।
আমি অনেক কিছু শিখতে পেরেছি তাই আপনাদের কাছেও শেয়ার করলাম।
HTML CSS JAVASCRIPT PHP CODE PLAY APPS
PHP এবং JAVASCRIPT এর অ্যাপস আগামী পর্বে নিয়ে আসবো, ফলো করে সাথেই থাকবেন।
লার্ন ইংলিশ নিয়ে আমাদের একটি ওয়েবসাইট আছে, ইংলিশ শেখা এখন আরো সহজ। ওয়েবসাইট টি ঘুরে আসতে পারেন।
আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, Android App Development নিয়ে কাজ করছি বর্তামনে এবং মোটামুটি SEO / ASO করি এবং WordPress or Custom Website Development করি। এই মুহূর্তে বাণিজ্য বিভাগে মাস্টারস করছি, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি।...