আসসালামু আলাইকুম…
আশা করি সবাই ভাল আছেন। আজকে যে টিউন নিয়ে আলোচনা করব,তা আপনারা এর মদ্দে বুঝে গিয়েছেন।
প্রথমে আপনারা Microsopt office 2007 সেটআপ দিন।এর পর Microsopt office word 2007 ওপেন করুন।
প্রথম পর্বে home এর কাজ দেখাব-
পয়েন্ট ১ –font,আপনি font change করে আপনার মত করে কাজ করতে পারবেন।
পয়েন্ট ২ – font size selection,আপনার মত করে font এর সাইজ করে কাজ করতে পারবেন ।
পয়েন্ট ৩ –আপনি এর দ্বারা bullets,numbering,multilevel list করতে পারবেন।লেখাকে পয়েন্ট করে সাজাতে পারবেন।
পয়েন্ট ৪ –আপনি একানে কিছু style বা নমুনা দেকতে পারবেন, আপনি আপনার লেখা যেমন চান।
পয়েন্ট ৫ –আপনি ,আপনার লেখাকে change stiles এর দ্বারা লেখার style change করতে পারবেন।
পয়েন্ট ৬ –আপনি আপনার লেখাকে bold,italic,underline করে change করতে পারেন।
পয়েন্ট ৭ –আপনি আপনার লেখাকে text highlight color,font color করে কাজ করতে পারবেন।
পয়েন্ট ৮ –আপনার লেখাকে align text left,center,align text right,justify করে লেখাকে সাজাতে পারেন।
পয়েন্ট ৯ -আপনি আপনার লেখাকে find,replace,select –এর দ্বারা ,কোন শব্দ খুজা,পরিবত্তন করা,select দ্বারা কাজ করতে পারবেন।
আমি একানে মুল পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।এবং সহজ ভাবে লেখার চেষ্টা করেচি,জাতে আপনাদের বুজতে সুবিদা হয়। আশা করে আপনাদের ভাল লাগবে।
ভাল হলে, comments করে জানাতে ভুলবেন না।আপনাদের comments এর উপর নির্ভর করে- পরের টিউন করা হবে…
ইনশাআল্লাহ…
বিঃ দ্রঃ –লেখা গুলো লেখা হয়েছে অভ্র দিএ,ভুল হউয়া সাভাবিক।আমি চেষ্টা করেচি,ভাল লেখার।সবাইকে salam দিয়ে আজকের মত একানে বিদাই নিচ্চি…
লেখাটি আগে আমার সাইট এ প্রকাশিত হয়েছিল http://www.borhan-info.co.cc
[email protected]
আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i m good,so not bad
Thank u
Waiting for next tune