Microsopt office word 2007 যারা পারেন না,তাদের জন্য।ধারাবাহিক পর্ব ১

</a

আসসালামু আলাইকুম…
আশা করি সবাই ভাল আছেন। আজকে যে টিউন নিয়ে আলোচনা করব,তা আপনারা এর মদ্দে বুঝে গিয়েছেন।
প্রথমে আপনারা Microsopt office 2007 সেটআপ দিন।এর পর Microsopt office word 2007 ওপেন করুন।
প্রথম পর্বে home এর কাজ দেখাব-
পয়েন্ট ১ –font,আপনি font change করে আপনার মত করে কাজ করতে পারবেন।
পয়েন্ট ২ – font size selection,আপনার মত করে font এর সাইজ করে কাজ করতে পারবেন ।
পয়েন্ট ৩ –আপনি এর দ্বারা bullets,numbering,multilevel list করতে পারবেন।লেখাকে পয়েন্ট করে সাজাতে পারবেন।
পয়েন্ট ৪ –আপনি একানে কিছু style বা নমুনা দেকতে পারবেন, আপনি আপনার লেখা যেমন চান।
পয়েন্ট ৫ –আপনি ,আপনার লেখাকে change stiles এর দ্বারা লেখার style change করতে পারবেন।
পয়েন্ট ৬ –আপনি আপনার লেখাকে bold,italic,underline করে change করতে পারেন।
পয়েন্ট ৭ –আপনি আপনার লেখাকে text highlight color,font color করে কাজ করতে পারবেন।
পয়েন্ট ৮ –আপনার লেখাকে align text left,center,align text right,justify করে লেখাকে সাজাতে পারেন।
পয়েন্ট ৯ -আপনি আপনার লেখাকে find,replace,select –এর দ্বারা ,কোন শব্দ খুজা,পরিবত্তন করা,select দ্বারা কাজ করতে পারবেন।

আমি একানে মুল পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।এবং সহজ ভাবে লেখার চেষ্টা করেচি,জাতে আপনাদের বুজতে সুবিদা হয়। আশা করে আপনাদের ভাল লাগবে।
ভাল হলে, comments করে জানাতে ভুলবেন না।আপনাদের comments এর উপর নির্ভর করে- পরের টিউন করা হবে…
ইনশাআল্লাহ…
বিঃ দ্রঃ –লেখা গুলো লেখা হয়েছে অভ্র দিএ,ভুল হউয়া সাভাবিক।আমি চেষ্টা করেচি,ভাল লেখার।সবাইকে salam দিয়ে আজকের মত একানে বিদাই নিচ্চি…
লেখাটি আগে আমার সাইট এ প্রকাশিত হয়েছিল http://www.borhan-info.co.cc
[email protected]

Level 0

আমি ব্লগার খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i m good,so not bad


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank u
Waiting for next tune

Balo Uddagar Jonna Thanks.

আপনাকে অনেক ধন্যবাদ। windows-7 -এ ms word -এ টেক্স বাউন্ডারি কিভাবে আনা যায়? header footer -এ auto file name and pathway কিভাবে দিতে হয়? insert -এ সংযুক্ত বর্ণ বিভাবে আনবো?

    Office 2007 এর হোম (Home) এর Paragraph ট্যাবের দ্বিতীয় লাইনের শেষের অপশান থেকে আপনি টেক্সট বাউন্ডারী সেট করে দিতে পারবেন। হেডার ও ফুটার এ আপনার ইচ্ছামত লেখা দিতে Insert থেকে Header ও Footer এ ক্লিক করে Edit Header ও Edit Footer এ গিয়ে লেখা নির্দিষ্ট করে দিতে পারবেন।

    "insert -এ সংযুক্ত বর্ণ " জিনিষটি বুঝতে পারিনি।বুঝিয়ে বললে ভাল হত।

      চিত্রে দেয়া ৮ নাম্বার লাইনটির একবারে শেষেরটি দিয়ে টেক্সট বাউন্ডারী দেয়া যাবে।

Level 0

ভাল লাগলো আপনার টিউনটি।আমি প্রায়ই এম এস ওর্য়াড এ বিভিন্ন সময় নানা সমস্যায় পড়ি।আমি আসলে এম এস ওর্য়াড যা শিখেছি তা মুলত ইউজ করতে করতে ।আপনার টিউনটা আমার খুব উপকারে আসবে।আমি আপনাকে আমার ইয়াহুতে এড করার জন্য রিকোয়েষ্ট পাঠিয়েছি।আশা করি এড় করবেন।আমি আমার কোন সমস্য হলে আপনার সাথে যোগাযোগ করতে চাই।আমি আপনার ওয়েব সাইট টাও গুরে এসেছি।আপনার সাইটের রেড়িও তুফান শুনতে শুনতে এই লেখাটি লেখছি।আশা করি সহসাই আপনার ২য় পর্ব প্রকাশিত হবে।
Email:[email protected]

ভাল টিউন। অবশেষে লিজখছেন দেখে ভাল লাগল।

অনেক উপকারী ধারাবাহিক টিউন শুরু করছেন দেখছি। নতুনদের অনেক বেশী কাজে লাগবে। 😉

ছাত্র হিসেবে আছি আপনার সাথে ।
চালিয়ে যান ।
ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ, তবে টিউনটি প্রোগ্রামিং বিভাগে না দিয়ে টিউটরিয়াল বিভাগে দিলে ভালো হয় কারণ এটি তো আসলে প্রোগ্রামিং নয়,টিউটোরিয়াল,তাই না? 🙂

mithu bi
apnake thanks for comments and sugession.
ami update kore dibo.
insaallah
valo thakben.

http://www.borhan-info.co.cc

ভাল উদ্যোগ নিয়েছেন।
যারা Microsoft Word সম্পর্কে ভাল জানেন না তাদের উপকার হবে।
ধন্যবাদ।