জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-২৫] :: ইনক্রিমেন্ট অপারেটর টিউন ইনক্রিমেন্ট

আজ আমরা ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে আলচনা করব।

ইনক্রিমেন্ট আসলে কী

ইনক্রিমেন্ট মানে কোন কিছুর মান বেসি করান।

মানে করুন একটা ভেরিয়েবল এর মান আছে ১০ যদি আমরা এই ভেরিয়েবল এর উপর ইনক্রিমেন্ট অপারেটর প্রয়গ করি

তাহলে এই ভেরিয়েবল এর মান হবে ১১।

ইউনারি অপারেটর কি

ইউনারি অপারেটর মানে যে অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করতে পারে তাকে ইউনারি অপারেটর বলে।

আমরা যে আজ ইউনারি অপারেটর শিখব এটি কিন্তু ইউনারি অপারেটর।ইউনারি অপারেটর একটি মাজার অপারেটর।

কোড


<pre>/**
 * Created by Asif parvez sarkeron 11/7/2017.
 * Web:TechAsif.com
 * Email:[email protected]
 * YouTube Channel: Tech Asif
 */
//unary,post,what is unary
public class Unary_Operator {

    public static void main(String[] args) {
        
        int a=10;
        int b=20;
        
        a++;
        b++;

        System.out.println(a);
        System.out.println(b);
        
        int c=a++;
        int d=b++;

        System.out.println(c);
        System.out.println(d);


        System.out.println(a);
        System.out.println(b);


        System.out.println(a++);
        System.out.println(b++);
        System.out.println(a);
        System.out.println(b);

         }
}

উপরে দেখুন int a=10;
int b=20 আছে।

নিম্নে দেখুন পষ্ট ইনক্রিমেন্ট অপারেটর এটা কে টিউন বলা হয় তার কারন হল এটি অপারেন্ড এর পরে থাকে
a++;
b++;

System.out.println(a);
System.out.println(b);

ভিডিও

 

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস