আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলচনা করব এবং এরিথমেটিক অপারেটর সিখব।
যে সেম্বল এর মাধ্যমে আমরা কন অপারেশন সম্পাদন করি সেটিয় হল অপারেটর।
উদাহরণ +,- ইত্যাদি।
জার উপর অপারেশন করা হয় সেটিকেই বলা হয় অপারেন্ড।
উদাহরণ ১০+২০ বা a+b এখানে + হল অপারেটর এবং ১০ এবং ২০ অথবা a এবং b হল অপারেন্ড।
+,-,*,/,% এ ৫ টি হল এরিথমেটিক অপারেটর।
/**
* Created by Asif parvez sarkeron 10/22/2017.
* Web:TechAsif.com
* Email:[email protected]
* YouTube Channel: Tech Asif
*/
public class Arithmatic {
public static void main(String[] args) {
//Declare variable
int a,b,sum,sub,mul,div,rem;
//initialize variable
a=21;
b=10;
//operation on variable
sum=a+b;
sub=a-b;
mul=a*b;
div=a/b;
rem=a%b;
//show variable
System.out.println(sum);
System.out.println(sub);
System.out.println(mul);
System.out.println(div);
System.out.println(rem);
//show variable another way
System.out.println(a+b);
System.out.println(a-b);
System.out.println(a*b);
System.out.println(a/b);
System.out.println(a%b);
}
}
উপরে দেখুন আমরা ৫ টি অপারেশন করেছি।
আপনারা অবশ্যই কড গুল নিযে নিযে করে দেখবেন কি অয়াউটপুট আসে।আর আপনাদের কন প্রকার সমস্যা
হলে অবশ্যই আমাকে জানাবেন টিউমেন্ট করে হগ বা ইমেইল করে হগ।
আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।