জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৯] :: ভেরিয়েবল ডিকলিয়ার অ্যান্ড ইনিসিয়ালাইজ উদাহরণ সহ।

জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট

আগে আমরা কোডটি দেখে নেই।


 * Created by Asif on 7/29/2017.
 */
public class MainClass {
    int a=10;
    public static void main(String args[]){
       int a;//ডিকলিয়ার
       int b;//ডিকলিয়ার
       int c;//ডিকলিয়ার

       a=10;//ইনিসিয়ালায়জড
       b=20;//ইনিসিয়ালায়জড
       c=30;//ইনিসিয়ালায়জড

       int e=10;//ডিকলিয়ার এন্ড ইনিসিয়ালায়জড
       int f=20;//ডিকলিয়ার এন্ড ইনিসিয়ালায়জড
       int g=100;//ডিকলিয়ার এন্ড ইনিসিয়ালায়জড

       int ab,cd,df,gh,ij=10;////কলিয়ার এন্ড ইনিসিয়ালায়জড ij আন্য গুল সুধু ডিক্লিয়ার

       int af=10,gg=20,ss=500,rf=5000;//িকলিয়ার এন্ড ইনিসিয়ালায়জড সব গুল।


        System.out.println(a);//সুধু প্রিন্ট
        System.out.println(b);////সুধু প্রিন্ট
        System.out.println(c);////সুধু প্রিন্ট
        System.out.println(e);////সুধু প্রিন্ট



    }
}

ভারিয়াবল ডিকলিয়ারঃ

ভেরিয়েবল এর নাম এবং সুধু ডাটা টাইপ লেখলে সেটাকে ভারিয়াবল। ডিকলিয়ার বলে যেমন কডে আমরা লিখছি।
int a;//ডিকলিয়ার
int b;//ডিকলিয়ার
int c;//ডিকলিয়ার

ইনিসিয়ালাইজঃ

ভেরিয়েবল এর মধ্যে মান দিলে তাকে ইনিসিয়ালাইজ বলে। যেমন আমরা কোড এ ইনিসিয়ালাইজ করছি।
নিছের মতঃ

a=10;//ইনিসিয়ালায়জড
b=20;//ইনিসিয়ালায়জড
c=30;//ইনিসিয়ালায়জড

ডিকলিয়ার এবং ইনিসিয়ালাইজঃ

ডাটা টাইপ ভেরিয়েবল এবং একই সতে মান দিয়ে দিলে তাকে বলে

ডিকলিয়ার এবং ইনিসিয়ালাইজ যেমনঃ

int af=10,gg=20,ss=500,rf=5000;//িকলিয়ার এন্ড ইনিসিয়ালায়জড

পারসিয়াল ডিকলিয়ার এবং পারসিয়াল ইনিসিয়ালাইজঃ ডিকলিয়ার এবং মান কিছু একসাতে আর কিছু পরে দিলে বুঝাই পারসিয়াল ডিকলিয়ার এবং পারসিয়াল ইনিসিয়া লাইজঃ

সহায়ক ভিডিওঃ

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস