জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০১] :: জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখার উদ্দেশ্য জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০২] :: জীবনের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৩] :: জীবনের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড IDE ব্যবহার করে জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৪] :: শুধু কি প্রোগ্রাম করলেই হবে আসুন একটু বুঝি কি করলাম। আপনি কোন ভার্সিটি পরেন না বলে ভয়ে প্রোগ্রামিং শিখবেন না সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন না তাহলে আপনি বোকা। জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৫] :: ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল, STATE MENT সহজ ভাষায় বিস্তারিত। জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপ [পর্ব-০৬] :: ভেরিয়েবল প্রাক্টিকেলি। জাভা, এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৭] :: জাভা keyword কি জানুন। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৮] :: জাভা আইডেন্টিফায়ার এবং আইডেন্টিফায়ার লেখার নিয়ম জানুন। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৯] :: ভেরিয়েবল ডিকলিয়ার অ্যান্ড ইনিসিয়ালাইজ উদাহরণ সহ। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১০] :: ডাটা টাইপ থিওরি এবং প্রয়োগ (int,short,byte,long)। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১১] :: ডাটা টাইপ থিওরি এবং প্রয়োগ (float,double,char,boolean)। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১২] :: কেরেক্টার কেন ২ বাইট ব্যবহার করে জাভাতে এবং \u0000 আসলে কি। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৩] :: জাভা প্রোগ্রামিং এ comment কি এবং কত প্রকার উদাহরণ সহ। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৪] :: জাভা প্রোগ্রামিং এ আসলে লিটারেল বলতে কিবুঝায় এবং ইন্টিজার লিটারেল। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৬] :: জাভা প্রোগ্রামিং এ Escape Sequences আজ সবাই দেখবেন এই টিউন আপনি প্রোগ্রামার না হলেও। জাভা, এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৫] :: জাভা প্রোগ্রামিং এ String, character এবং boolean লিটারেল জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৭] :: জাভা প্রোগ্রামিং এ ভেরিয়েবল এর জীবন এবং স্কপ সম্পর্কে জানুন। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৮] :: জাভা প্রোগ্রামিং এ দেখুন কিভাবে এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপ এ একা একা কনভার্ট হয়। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৯] :: আসুন জানি কিভাবে জোর করে নট কমপাটেবল ডাটা টাইপ কে কাস্টিং করতে পারি। জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-20] :: একা একা টাইপ পদোন্নতি জাভায়। আজ আমরা আইডেন্টি ফায়ার সম্পর্কে জানব।
আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হল ক্লাস, ভেরিয়েবল, প্যাকেজ, মেথড, ইন্টারফেস এর নাম। এই আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়ম আছে আমাদের তা মেনে চলতে হবে।
নিম্নে নিয়ম গুলো দেয়া হল।
আইডেন্টিফায়ার লেখার নিয়মঃ ১। keyword দিয়ে লেখা যাবেনা। যেমনঃ int float double
২। নিউমারিক সংখ্যা দিয়ে শুরু করা যাবেনা।যেমনঃ 1num 2num 3num
৩। ডলার সাইন এবং আন্ডার স্ক্রর ছাড়া কোন স্পেশাল কেরেক্টার ব্যবহার করা যাবেনা। যেমনঃ &num #num
৪। আইডেন্টিফায়ার এর মাঝে ফাকা রাখা যাবে না।যেমনঃ num ber num twor ইদ্যাদি।
কিছু ভেলিড আইডেন্টিফায়ারঃ int sum
int num
int _a;
int $sum
int number;
int num2num;
int sum2;
int sum3;
কিছু আন ভেলিড আইডেন্টিফায়ারঃ int 2num
int 3num
int 5num
int &d
int &sum
int &ar
int @s
int #asif
int #numbertwo
int num two
int num three
int num five
আসা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই জানাবেন।
সহায়ক ভিডিওঃ VIDEO
আজ বিদাই নিচ্ছি সবাই ভাল থাকবেন। আর হ্যাঁ অবশ্যই কড বেশি বেশি করবেন।